<p>বাংলাদেশ সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনাকে ভয়াবহ ও নজিরবিহীন আখ্যায়িত করে এ ঘটনাকে ‘পরিকল্পিত ষড়যন্ত্র’ বলে মনে করছে জাতীয় নাগরিক কমিটি।</p> <p>আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নাগরিক কমিটি এ অভিযোগ করে।  বিজ্ঞপ্তিতে বলা হয়, সচিবালয়ের মতো একটি নিরাপত্তাবেষ্টিত স্থানে এ ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা পতিত ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র বলেই আমরা মনে করি। এ ঘটনায় দেশের নিরাপত্তা পরিস্থিতির যথেষ্ট অবনতির চিত্র ফুটে উঠেছে। এ ঘটনার পর দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা উচিত। এই অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু ও বস্তুনিষ্ঠ তদন্ত করে বিচারের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানায় জাতীয় নাগরিক কমিটি।</p> <p>সংগঠনের মুখপাত্র সামান্তা শারমিনের পাঠনো বিবৃতিতে বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি ও অবকাঠামো পুড়ে নষ্ট হয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।</p> <p>এ ছাড়া অগ্নিনির্বাপণ করতে গিয়ে একজন ফায়ার সার্ভিস সদস্যের ট্রাকচাপায় মৃত্যুতে গভীর শোক এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছে জাতীয় নাগরিক কমিটি।</p> <p>বিজ্ঞপ্তিতে বলা হয়, চরম উদ্বেগের সাথে লক্ষ্য করছি, ফ্যাসিবাদের মদদপুষ্ট নানা মহল থেকে জুলাই অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্র পুনর্গঠন ও সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে। জনপ্রশাসন সংস্কার কমিশন চূড়ান্ত ও পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের আগেই পদোন্নতিতে কোটাসংক্রান্ত সুপারিশ গণমাধ্যমে প্রকাশের ফলে ক্যাডারদের মাঝে এক ধরনের বিশৃঙ্খলা দেখা দিয়েছে।</p> <p>অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে গঠিত সংস্কার কমিশনগুলোর সম্ভাব্য চূড়ান্ত প্রতিবেদনের জন্য জাতি অপেক্ষা করছে বলে বিবৃতিতে তুলে ধরে বলা হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আমরা দেখতে পাচ্ছি, সংস্কার প্রস্তাবনা ও সংস্কার কার্যক্রমকে পিছিয়ে দেওয়ার জন্য বিভিন্ন মহল থেকে নানাবিধ তৎপরতা চলছে। সংস্কার কমিশনগুলো সরকারের কাছে নিজেদের চূড়ান্ত প্রতিবেদনগুলো দাখিল করার আগেই এ ধরনের অস্থিরতা এবং কমিশনের কাজে প্রতিবন্ধকতা রাষ্ট্রের সংস্কার কার্যক্রমকে ব্যাহত করার একটা অপচেষ্টা বলে মনে করে জাতীয় নাগরিক কমিটি।</p> <p>বুধবার রাত প্রায় ২টার দিকে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট প্রায় ১০ ঘণ্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়।</p>