<p>গাজীপুরের কাপাসিয়ায় বিরোধপূর্ণ জমি থেকে গাছ কাটায় বাধা দেওয়ায় চাচাত ভাই ও ভাতিজার হামলায় এক কৃষক নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার টোক গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত দুজনকে পুলিশ আটক করেছে। </p> <p>নিহতের নাম কে এম আবু তাহের (৫৬)। তিনি ওই গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে। আটক দুজন হলেন- আবুল কাসেম ও পারভীন বেগম। আবুল কাসেম নিহতের চাচাত ভাই।</p> <p>স্থানীয় সূত্র জানায়, আজ শুক্রবার সকাল ৮টার দিকে আবুল কাসেমের সঙ্গে কে এম আবু তাহেরের বাগবিতণ্ডা হয়। এর একপর্যায়ে আবুল কাসেম ও তার ছেলে আবু তাহেরের ওপর হামলা চালান।</p> <p>নিহত আবু তাহেরের স্ত্রী সালমা বেগম জানান, তাদের বাড়ির পাশে একখণ্ড জমি নিয়ে দীর্ঘদিন ধরে আবুল কাসেমের সঙ্গে তাদের বিরোধ চলছিল। আজ শুক্রবার সকাল ৮টার দিকে ওই জমি থেকে আবুল কাসেম গাছ কাটছিলেন। পরে সেখানে গাছ কাটতে নিষেধ করেন তার স্বামী। এতে আবুল কাসেম তার স্বামীকে গালিগালাজ করেন। একপর্যায়ে আবুল কাসেম ও তার ছেলে মো. পারভেজ আবু তাহেরকে বেদম মারধর করে নিস্তেজ অবস্থায় ফেলে রেখে যান। মুমূর্ষু অবস্থায় আবু তাহেরকে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।</p> <p>উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. কাওসার আহমেদ বলেন, ‘আবু তাহের নামের ওই ব্যাক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।’</p> <p>কাপাসিয়া থানার ওসি কামাল হোসেন বলেন, ‘এ ঘটনায় আবুল কাসেম ও পারভীন নামে দুজনকে আটক করা হয়েছে। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’</p>