<p>অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে আজ শনিবার। দিনের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামীকাল রবিবারও বাড়তে পারে রাতের তাপমাত্রা। তবে কমতে পারে দিনের তাপমাত্রা।</p> <p>আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। দেশের অন্যান্য অঞ্চলে তা সামান্য বাড়তে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।</p> <p>এ ছাড়া আগামীকাল রবিবার রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কিছুটা কমতে পারে দিনের তাপমাত্রা। তবে এদিন সারা দেশে রাতের তাপমাত্রা বাড়তে পারে ১ থেকে ২ ডিগ্রি। পরের দিন সোমবার সারা দেশে দিনের তাপমাত্রা কমতে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস।</p> <p>দিনের তাপমাত্রা কমা ও রাতের তাপমাত্রা বাড়ার এই প্রবণতার ব্যাখ্যা জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম গতকাল শুক্রবার রাতে কালের কণ্ঠকে বলেন, আকাশে মেঘ থাকলে দিনের বেলায় যথেষ্ট সূর্যের আলো প্রবেশ করতে পারে না। ফলে দিনের তাপমাত্রা কমে যায়। একই কারণে আবার রাতে তাপমাত্রা বেড়ে যায়। কারণ, আকাশ পরিষ্কার না থাকায় দিনের তাপমাত্রা বের হতে পারে না পুরোপুরি।</p> <p>শাহীনুল ইসলাম জানান, ডিসেম্বরের বাকি দিনগুলোতে তাপমাত্রায় বড় কোনো উত্থান-পতনের সম্ভাবনা কম। ফলে শীতের অনুভূতিও কম-বেশি একই রকম থাকতে পারে আগামী কিছুদিন। তবে ১ জানুয়রি থেকে আবার তাপমাত্রা কমে শীতের অনুভূতি বাড়তে পারে। জানুয়ারির প্রথম সপ্তাহে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমের কিছু জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহও বয়ে যেতে পারে।</p> <p>আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এ সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৭ ডিগ্রি সেলসিয়াস।</p> <p> </p>