<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকাসহ দেশের চার বিভাগে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে আজ সোমবার। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে সারা দেশেই। আবহাওয়াবিদরা বলছেন, আগামী বুধবার পর্যন্ত তাপমাত্রা দেশের কোথাও কিছুটা বাড়তে পারে, কোথাও কমতে পারে। তবে ডিসেম্বরের শেষ দিকে সারা দেশে তাপমাত্রা কমে শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে। বিক্ষিপ্তভাবে শৈত্যপ্রবাহও বয়ে যেতে পারে দেশের কোনো কোনো অঞ্চলের ওপর দিয়ে।  </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপটি দুর্বল হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপে ও পরে লঘুচাপে পরিণত হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশে যে রকম বৃষ্টিপাতের আশঙ্কা করা হয়েছিল তা হয়নি। তবে আগামীকাল মঙ্গলবার সন্ধ্যার পর বা বুধবার দেশের কিছু অঞ্চলে বৃষ্টির ক্ষীণ সম্ভাবনা এখনো রয়েছে বলে জানান আবহাওয়াবিদরা।</span></span></span></span></p>