<p>আদালতে রিমান্ড মঞ্জুর হওয়ার পর রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ প্রিজন ভ্যানে ওঠার সময় সাংবাদিকদের বলেছেন, ‘অন্যায়ভাবে আছি, বিজয় হবেই।’</p> <p>রিমান্ড শুনানির জন্য রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে তাকে রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১-এ তোলা হয়েছিল। রিমান্ড শুনানির পর প্রিজন ভ্যানে তোলার সময় একজন সাংবাদিক আসাদের কাছে জানতে চান কিছু বলবেন কি না? এ সময় আসাদ বলেন, ‘কিচ্ছু বলার নাই। অন্যায়ভাবে আছি। বিজয় হবেই ইনশাল্লাহ।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শেখ হাসিনা দেশকে ধ্বংস করে ভারতে পালিয়েছেন : টুকু" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/22/1734861861-f71d36021ff40d7afb3ad8ae8faa6cf2.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শেখ হাসিনা দেশকে ধ্বংস করে ভারতে পালিয়েছেন : টুকু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/22/1460128" target="_blank"> </a></div> </div> <p>এ সময় সবার কাছে দোয়া চান আসাদ। পরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তিনি প্রিজন ভ্যানে ওঠেন।</p> <p>গত ৬ অক্টোবর ঢাকায় গ্রেপ্তার হন আসাদুজ্জামান আসাদ। এরপর তাকে রাজশাহী জেলা ও মহানগরের সাতটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে নগরের বোয়ালিয়া থানার একটি মামলায় তার রিমান্ডের আবেদন করেছিল পুলিশ। রোববার আবেদনের শুনানি হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বন্দিদের ভারতে পাঠাতেন শেখ হাসিনা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/22/1734858588-03986599f2096e3715b72263f61abdbb.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বন্দিদের ভারতে পাঠাতেন শেখ হাসিনা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/12/22/1460114" target="_blank"> </a></div> </div> <p>রাজশাহী মহানগর পুলিশের আদালত পরিদর্শক আবদুর রফিক জানান, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের এ মামলা তদন্ত করছেন নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একজন উপপরিদর্শক (এসআই)। তিনি আদালতে আসাদের সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন।</p> <p>তবে শুনানি শেষে আদালতের বিচারক ফয়সাল তারেক এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।</p> <p>আদালতে এ দিন আসাদুজ্জামানের আইনজীবীরা তার জামিনের আবেদন করেছিলেন। তবে আদালত তা নামঞ্জুর করেছেন বলে জানান পুলিশের আদালত পরিদর্শক আবদুর রফিক।</p>