<p style="text-align:justify">গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটী মোল্লা পাড়ায় বোতাম তৈরির কারখানায় আগুন লাগার ঘটনায় দগ্ধ আরো একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে আজ রবিবার বিকেল সোয়া ৪টার দিকে একজনের লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এ নিয়ে আগুনের ঘটনায় দুজনের মৃত্যু হলো।</p> <p style="text-align:justify">গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন রাত সাড়ে ৮টার দিকে কালের কণ্ঠকে বলেন, ‘কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। ভেতরে আরো লাশ রয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।’</p> <p style="text-align:justify">তিনি জানান, উদ্ধার করা দুটি লাশের মুখসহ শরীর আগুনে ঝলসে বিকৃত হয়ে গেছে। ফলে এখন পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। </p> <p style="text-align:justify">আজ দুপুর দেড়টার দিকে কারাখানাটির কেমিক্যাল গুদামে হঠাৎ আগুন লাগে। আগুনে পাঁচজন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। গুরুতর অবস্থায় তাদের ঢাকা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।</p> <p style="text-align:justify">এদিকে কারখানাটির উৎপাদন ব্যবস্থাপক আবদুর রহমান কালের কণ্ঠকে জানিয়েছেন, হতাহতরা কারখানার কেউ নন। তারা কারখানার ভেতর রঙের কাজ করছিলেন।</p> <p style="text-align:justify">তিনি দাবি করেন, কারখানার মোট শ্রমিক ২৫০ জন। দুপুরে খাবার বিরতিকালে শ্রমিকরা বাইরে থাকা অবস্থায় কারখানায় আগুন লাগে। ফলে কারখানার সব শ্রমিক অক্ষত রয়েছেন।</p> <p style="text-align:justify">কালের কণ্ঠকে তিনি বলেন, ‘কারখানার কোনো শ্রমিকও নিখোঁজ নন।’</p> <p style="text-align:justify">দৈনিক মজুরিভিত্তিক শ্রমিক আরিফুল ইসলাম জানান, কারখানার ভেতর পাঁচজন রংমিন্ত্রিসহ দৈনিক মজুরিভিত্তিক আরো কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। আগুন লাগার পর কেমিক্যালভর্তি কয়েকটি ড্রাম বিস্ফোরিত হলে তিন রংমিস্ত্রিসহ পাঁচজন দগ্ধ হন। দগ্ধ বাকি দুইজনও দৈনিক মজুরিভিত্তিক শ্রমিক।</p> <p style="text-align:justify">আরিফুল ইসলাম আরো জানান, তবে নিহত দুইজন রংমিস্ত্রি নাকি দৈনিক হাজিরাভিত্তিক শ্রমিক ছিলেন, তা তারা নিশ্চিত হতে পারছেন না। </p> <p style="text-align:justify">শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল কালের কণ্ঠকে বলেন, ‘আগুন নেভানোর পর বিকেল সোয়া ৪টার দিকে একজনের ও রাত ৮টার দিকে আরো একজনের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ভেতরে আরো মরদেহ রয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। উদ্ধার করা লাশ দুটির পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি।’</p>