<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, অন্তর্বর্তী সরকারকে আরো দুই বছর সময় দিতে হবে। দেশের সংস্কারের ক্ষেত্রে এই সরকারকে সহযোগিতা করতে হবে। শেখ হাসিনার পতন না ঘটলে তো আরো চার বছর থাকতেন; তাই এই সরকারকে (অন্তর্বর্তী) দুই বছর সময় দিলে তো ক্ষতি নেই। গতকাল রবিবার ডাকসু ভবনের সামনে এক আলোচনাসভায় নুর এসব কথা বলেন। ২০১৯ সালে তৎকালীন ডাকসুর ভিপি নুরুল হক নুর ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচার ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিতে সভাটি আয়োজন করা হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নুরুল হক নুর বলেন, কোনো উপদেষ্টা ব্যর্থ হলে তাঁদের সমালোচনা করতে হবে, দরকার হলে তাঁদের পদত্যাগের দাবিতে আন্দোলন করতে হবে। কিন্তু দেশের সংস্কারের কাজ ও গণহত্যার বিচারগুলো এই সরকারকেই করতে হবে। শুধু পুলিশের সংস্কার নয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, সশস্ত্র বাহিনীসহ সব ক্ষেত্রে সংস্কার লাগবে। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণরুমে শিক্ষার্থীরা মানবেতর জীবন যাপন করেন। সেখানে পড়াশোনা করে কেউ কেউ বিসিএস ক্যাডার হন। অথচ এই বিশ্ববিদ্যালয়ের খাবার এত খারাপ, যে খাবার খেলে অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>