<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অবিলম্বে পাটকলসহ সব বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের (স্কপ) নেতারা। তাঁরা বলেছেন, করোনাকালে আখচাষি ও চিনিকল শ্রমিকদের কথা বিবেচনা না করে লোকসানের অজুহাতে সরকার রাষ্ট্রায়ত্ত ছয়টি চিনিকল বন্ধ করেছিল। তবে আন্দোলনের মুখে চিনিকলগুলো চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন পাটকলসহ অন্যান্য বন্ধ কারখানা চালুর দাবিতে আন্দোলন জোরদার করতে হবে। গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই আহবান জানানো হয়। সংগ্রাম পরিষদের সমন্বয়ক হারুনুর রশীদ ভূঁইয়ার সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রমিক নেতা আবদুল্লাহ ক্বাফী রতন। শ্রমিক নেতা মানস নন্দীর সঞ্চালনায় বক্তব্য দেন টাস্কফোর্সের সদস্য অধ্যাপক মোশাহিদা সুলতানা, শ্রমিক নেতা আ ক ম জহিরুল ইসলাম, শামীম ইমাম, মীর মোফাজ্জল হোসেন ও আব্দুল আলী, কৃষক নেতা আলতাফ হোসেন, টাস্কফোর্সের সদস্য কামরুজ্জামান ফিরোজ প্রমুখ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গণ-অভ্যুত্থান আমাদের নতুন পথ দেখিয়েছে। বৈষম্যবিরোধী লড়াই সমাজে বিস্তৃত হয়েছে। অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় শিল্প ও শ্রম খাতে বৈষম্যবিরোধী লড়াই নতুন উদ্দীপনা পেয়েছে। জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ বন্ধ চিনি ও পাটকল খুলে দিতে শিল্প মন্ত্রণালয় ও পাট মন্ত্রণালয়ে দাবি জানিয়েছিল। সরকারের চিনিকল খুলে দেওয়ার সিদ্ধান্তের মধ্য দিয়ে বিজয় শুরু হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, বন্ধ চিনিকলের পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনার পর টাস্কফোর্স ছয়টি চিনিকল পর্যায়ক্রমে খুলে দেওয়ার প্রস্তাব করে। প্রথম পর্যায়ে শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকল, দ্বিতীয় পর্যায়ে পঞ্চগড় ও পাবনা চিনিকল এবং তৃতীয় পর্যায়ে কুষ্টিয়া ও গাইবান্ধার রংপুর চিনিকল খুলে দেওয়ার প্রস্তাব প্রতিবেদন শিল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরে প্রধান উপদেষ্টা প্রতিবেদনের সঙ্গে ঐকমত্য পোষণ করেন। ২০২০ সালের ১ ডিসেম্বরের স্থগিতাদেশ ২০২৪ সালের ১৫ ডিসেম্বর প্রত্যাহার করা হয় এবং তিনটি পর্যায়ে বন্ধ চিনিকলগুলো খুলে দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্বাফী বলেন, শাসকশ্রেণির সাম্রাজ্যবাদনির্ভর নয়া উদারবাদী নীতির লক্ষ্যই হচ্ছে রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলো ব্যক্তিমালিকানায় দিয়ে দেওয়া। ক্ষমতাসীনদের এ নীতি সরাসরি শ্রমিক, কৃষক ও মেহনতি মানুষের ওপর আক্রমণ। এ আক্রমণ শুধু শ্রমিক আন্দোলন ও কৃষক আন্দোলন দিয়ে মোকাবেলা করা যাবে না। এ লড়াই জাতীয় সম্পদ রক্ষার লড়াই। জনগণের সম্পদ জনগণের মালিকানায় রাখার লড়াই। লুটেরা ধনিক ও তাদের অনুগ্রহভোগী রাজনীতিকদের বিরুদ্ধে লড়াই। সাম্রাজ্যবাদ ও লুটেরা শাসকগোষ্ঠীর স্বার্থরক্ষাকারী সরকারের গণবিরোধী নীতিকে রুখতে সর্বশক্তি নিয়োগ করে জাতীয় আন্দোলন গড়ে তোলা এখন সময়ের দাবি। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি আরো বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পাটকলসহ অন্যান্য বন্ধ কারখানা উপযুক্ত আধুনিকীকরণের মাধ্যমে খুলে দেওয়ার লড়াই জারি থাকবে। আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে বন্ধ পাটকলগুলো খুলে দেওয়ার জোর দাবি জানাচ্ছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>