<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশের সিভিল রেজিস্ট্রেশন এবং ভাইটাল স্ট্যাটিস্টিকস (সিআরভিএস) সিস্টেম সম্পর্কে সাংবাদিকদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) সহযোগিতায় নারী মৈত্রী গতকাল রবিবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে এই কর্মশালার আয়োজন করে। এই আয়োাজনের লক্ষ্য ছিল সিআরভিএস সিস্টেমকে আরো কার্যকর, অন্তর্ভুক্তিমূলক এবং সহজলভ্য করতে মিডিয়ার জ্ঞান বৃদ্ধি এবং অ্যাডভোকেসি জোরদার করা। কর্মশালার উদ্বোধন করেন নারী মৈত্রীর প্রগ্রাম ডিরেক্টর খালেদ বিন ইউসুফ এবং জিএইচএআইয়ের বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মদ রুহুল কুদ্দুস। তাঁরা মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে জোর দেন, যা সিআরভিএস সিস্টেমকে শক্তিশালী করতে সহায়ক। কর্মশালার বিভিন্ন পর্বে বাংলাদেশের সিআরভিএস সিস্টেমের বর্তমান অবস্থা নিয়ে বিশদ আলোচনা করা হয়। নারী মৈত্রীর প্রকল্প ব্যবস্থাপক সিফাত জাহান বিদ্যমান জন্ম ও মৃত্যু নিবন্ধন নীতিমালা, বাস্তবায়ন চ্যালেঞ্জ এবং বাধাগুলোর ওপর বিস্তারিত বিশ্লেষণ উপস্থাপন করেন।</span></span></span></span></p>