<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নৌপরিবহন উপদেষ্টা ও বাংলাদেশ শিপিং করপোরেশনের পরিচালনা পর্ষদ চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, শেয়ারবাজারে এখন দুর্দিন চলছে। গত সময়ের চুরিচামারির কারণে কোনো প্রতিষ্ঠান এখন লভ্যাংশ দিতে পারছে না। কিন্তু ব্যতিক্রম বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। এটি এখন লাভজনক প্রতিষ্ঠান। সরকারি এ সংস্থা সরকারকে ঋণের পৌনে ৫০০ কোটি টাকা ফেরত দিয়েছে। এ ছাড়া বিএসসি সম্মানজনক লভ্যাংশ তার শেয়ারহোল্ডারদের দিতে পেরেছে। ভবিষ্যতে আরো লভ্যাংশ দিতে পারবে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল রবিবার চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকার চট্টগ্রাম বোর্ড ক্লাবে বিএসসির ৪৭তম বার্ষিক সাধারণসভায় (এজিএম) সাখাওয়াত হোসেন এসব কথা বলেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপদেষ্টা বলেন, ১৯৭২ সালের ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ শিপিং করপোরেশনের যাত্রা শুরু হয়। তখন শিপিং করপোরেশনের বহরে ছিল ৩৪টি জাহাজ। এত জাহাজ থাকার পরও সে সময় বিএসসি লোকসানি প্রতিষ্ঠান ছিল। বর্তমানে পাঁচটি জাহাজেও রেকর্ডসংখ্যক লাভ করেছে। বিএসসি জাহাজের বহর আরো বড় করার চেষ্টা চলছে। আশা করছি, আগামী দুই বছরে বিএসসির বহরে আরো আটটি জাহাজ যুক্ত হবে। তখন শেয়ারহোল্ডাররা আরো বেশি লভ্যাংশ পাবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>