<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মদ বলেছেন, শেখ হাসিনা বংশসহ ভারতে পালিয়েছেন। সেখানে বসে তাঁরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। কিভাবে এই দেশটাকে ধ্বংস করা যায়, ভারতের আজ্ঞাবহ সরকার বসানো যায়, দেশটা যাতে ভারতের বাজার হয়, সে জন্য শেখ হাসিনা বিদেশে বসে ষড়যন্ত্র করছেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল রবিবার ভোলার তজুমদ্দিন উপজেলা ডাকবাংলো হলরুমে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন বিএনপি নেতা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হাফিজ উদ্দিন আহাম্মেদ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তারা (আওয়ামী লীগ) দেশ থেকে বিদায় হলো কেন? কারণ তারা দেশের মানুষের ওপর অত্যাচার করেছে। এ রকম অপকর্ম নাই যে তারা না করেছে। মানুষকে গুম করেছে, হত্যা করেছে, সরকারি অর্থ লোপাট করেছে, বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দিয়েছে, সর্বশেষ দেড় হাজার লোককে হত্যা করেছে। এ অত্যাচার-নিপীড়নের কারণে আল্লাহর পক্ষ থেকে তাদের ওপর গজব নাজিল হয়েছে এবং তাদেরকে সরিয়েছে এ দেশের সাধারণ মানুষ। আমরা অনেক বছর চেষ্টা করেছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তিনি আরো বলেন, বিএনপি ১৬ থেকে ১৭ বছর অনেক পরিশ্রম করেছে। বহু মানুষ জীবন দিয়েছে ও গুম হয়েছে। তার পরও শক্তি প্রয়োগ করে তারা টিকে গিয়েছে। এরপর আল্লাহ দেখলেন যে এগুলোর সীমা ছাড়িয়ে গেছে, এ জন্য তিনি নিজেই হস্তক্ষেপ করেছেন। সে জন্য অল্প কয়েক দিনের মধ্যে তারা দেশ থেকে বিদায় হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>