<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আইনের দিক থেকে আওয়ামী লীগের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা নেইা। তবে ছাত্র-জনতা, দেশের আপামর মানুষ গণহত্যাকারী, মানবতাবিরোধী অপরাধকারী আওয়ামী লীগকে কোনোভাবেই রাজনীতিতে প্রাসঙ্গিক করতে দেবে না এবং তাদের (আওয়ামী লীগ) নির্বাচনে আসতে দেওয়া হবে না। সে জন্য আবারও আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল রবিবার দুপুরে রংপুর নগরের সাতমাথা এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে আখতার হোসেন এসব কথা বলেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রংপুরের কাউনিয়া ও পীরগাছা উপজেলার আটজনের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে আখতার রংপুর আসেন। এ সময় রংপুরের সংগঠক আলমগীর নয়ন, আরিফুলসহ জাতীয় নাগরিক কমিটির জেলা, মহানগর ও বিভাগীয় নেতারা উপস্থিত ছিলেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আখতার হোসেন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আওয়ামী লীগের বিচার এখন পর্যন্ত হয়নি, ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো আমাদের সহযোদ্ধাদের খুনের হুমকি দিয়ে বেড়াচ্ছে। বিভিন্ন জায়গায় খুনের ঘটনা ঘটাচ্ছে। তাদের কোনোভাবেই বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব বলেন, বিদ্যমান রাজনৈতিক দলগুলোর লুটেরা এবং বর্জুয়া হওয়ার যে মানসিকতা, সেখান থেকে বের হয়ে আসতে হবে। জাতীয় স্বার্থে বর্জুয়া হতে হবে। দেশের স্বার্থে কাজ করতে হবে, কর্মসংস্থানের জন্য কাজ করতে হবে। দেশের মানুষের সুবিধাগুলো দেখতে হবে। একই সঙ্গে যে অর্থপাচার হয়, পাচারের মতো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির এখনো উন্নয়ন হয়নি। এখনো পুলিশ কাজ করছে না। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সব জায়গায় এখনো আওয়ামী দোসর রয়েছে। অনেক জায়গায় মামলার ক্ষেত্রে বৈষম্যবিরোধী আন্দোলনে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> নেতৃত্ব দেওয়া এবং সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে, মামলা বাণিজ্য হচ্ছে। সরকার এসব ঠেকাতে ব্যর্থ। আমাদের দাবি বিদ্যমান আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী যদি মাঠে কাজ না করতে চায়, তাহলে তাদের সরিয়ে দিয়ে জুলাই আন্দোলনকারী তরুণদের নিয়োগ দিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে আখতার বলেন,  দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। সয়াবিন তেল মার্কেটে পাওয়া যাচ্ছে না। সাধারণ মানুষের জন্য অনেক কষ্টের বিষয়। আমরা চাই দেশের মানুষের কথা বিবেচনা করে সরকার ব্যবসায়ীদের পর্যাপ্ত পরিমাণ এলসি দিক। </span></span></span></span></span></p>