<p style="text-align:justify">আন্তর্জাতিকভাবে সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা দেওয়া এবং বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার ফেরা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু পোস্ট দেখা যাচ্ছে। এতে দৈনিক কালের কণ্ঠকে সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে দৈনিক কালের কণ্ঠ এসংক্রান্ত কোনো সংবাদ প্রকাশ করেনি। ব্লগস্পটের বিনা মূল্যের ডোমেইন সাইটে কালের কণ্ঠের লোগো ব্যবহার করে ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে। ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার বিষয়টি যাচাই করে এসব কথা জানিয়েছে।</p> <p style="text-align:justify">রিউমর স্ক্যানার এক প্রতিবেদনে বলেছে, ফেসবুকের যেসব পোস্টে এই দাবিটি প্রচার হচ্ছে সেসব পোস্টে মূলত কালের কণ্ঠের সূত্রই ব্যবহার করা হচ্ছে। তবে কালের কণ্ঠ পত্রিকার ওয়েবসাইট এবং প্রিন্ট সংস্করণে সাম্প্রতিক সময়ে ওই দাবিতে কোনো সংবাদ প্রকাশের প্রমাণ মেলেনি। ইন্টারনেট আর্কাইভেও এসংক্রান্ত দাবির কোনো সংবাদ কালের কণ্ঠের ওয়েবসাইটে প্রকাশের তথ্য পাওয়া যায়নি।</p> <p style="text-align:justify">কালের কণ্ঠের নাম সূত্র হিসেবে ব্যবহারের বিষয়টি অনুসন্ধান করতে গিয়ে রিউমর স্ক্যানার ব্লগস্পটে একটি বিনা মূল্যের ডোমেইন সাইটের কথিত একটি সংবাদের লিংক খুঁজে পায়। ফেসবুকের কিছু পোস্টে কালের কণ্ঠের লোগোসংবলিত সাইটটির ‘আন্তর্জাতিকভাবে সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। ফিরছেন হাসিনা’ শিরোনামের লিংক শেয়ার করে উক্ত দাবিটি প্রচার করা হচ্ছে।</p> <p style="text-align:justify">সাইটটির লোগো হিসেবে কালের কণ্ঠের লোগো ব্যবহার হলেও এর ইউআরএলে ব্যবহার হয়েছে আওয়ামী লীগের নাম, নাম দেওয়া হয়েছে ডেইলি নিউজ বিডি আওয়ামী লীগ। </p> <p style="text-align:justify">সুতরাং আন্তর্জাতিকভাবে সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা ও হাসিনার দেশে ফেরা নিয়ে কালের কণ্ঠ সংবাদ প্রকাশ করেছে শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।</p>