<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর রামপুরা মহানগর</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> প্রজেক্ট এলাকায় বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি মামুনুর রশিদ মামুনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব-৩-এর সহকারী পরিচালক মোহাম্মদ ফয়জুল ইসলাম, রবিবার   ভোরে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে মামুনকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো বলেন, তামিম হত্যা মামলার প্রধান দুই আসামির অবস্থান এখনো শনাক্ত করতে পারেনি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। তাঁরা হলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাময়িক বরখাস্ত হওয়া উপপরিচালক মোহাম্মদ মামুন এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি। মামুন ১ নম্বর এবং বিএনপি নেতা রবি এজাহারভুক্ত ৩ নম্বর আসামি। এ ঘটনায় ১৬ জনকে আসামি করে মামলা করে নিহতের পরিবার। ফ্ল্যাটের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে গত ১০ অক্টোবর সকালে তানজিল হাসান তামিমকে পিটিয়ে হত্যা করা হয়।</span></span></span></span></span></p>