<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নরসিংদী সদর উপজেলায় মো. হুমায়ুন (২৭) নামের এক ছাত্রদলকর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে পাঁচদোনা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মো. হুমায়ুন সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের নাগরাহাট এলাকার একরামুল হকের ছেলে ও পাঁচদোনা ইউনিয়ন ছাত্রদলের কর্মী। জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকা ছিল। তবে তাঁর বিরুদ্ধে মাদক, সরকারি কাজে বাধাসহ বিভিন্ন অভিযোগে চারটি মামলা রয়েছে বলে জানান পুলিশ সুপার মো. আব্দুল হান্নান।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, পাঁচদোনা মোড়সংলগ্ন বাজার এলাকার একটি মাঠে হুমায়ুনসহ কয়েকজন ব্যাডমিন্টন খেলছিলেন। রাত সাড়ে ১১টার দিকে এলাকার পরিচিত দুজন হুমায়ুনের সঙ্গে কথা বলার জন্য খেলার মাঠের পাশে মাছের আড়তের কাছে মসজিদের দিকে ডেকে নিয়ে যান। কিছুক্ষণ পরই গুলির শব্দ পাওয়া যায়। মাঠে থাকা যুবকরা এগিয়ে গিয়ে দেখেন, মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা গুলি করার পর পালিয়ে যাচ্ছে। মাথায় ও বুকে গুলিবিদ্ধ হুমায়ুন মাটিতে লুটিয়ে পড়েন। মারাত্মক আহত অবস্থায় হুমায়ুনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা চলার সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহমুদুল কবির বাশার বলেন, ওই যুবকের মাথায় ও বুকে দুটি গুলিবিদ্ধ হয়েছিল। তাঁকে মৃত ঘোষণার পরও তাঁর স্বজনরা লাশ নিয়ে ঢাকার পথে রওনা হন।</span></span></span></span></span></p>