<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রাম সিটি করপোরেশনের ডিপো থেকে ময়লা সংগ্রহ ও বিক্রি নিয়ে বিরোধের জেরে জসিম উদ্দিন নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার মামলার আসামি মো. সোহাগকে (২৭) গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল তাঁকে কুমিল্লার লাকসাম উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে এই ঘটনার হোতা নেজাম উদ্দিন দিপু (২৫) ও সহযোগী মো. সিয়ামকে (২৫) গ্রেপ্তার করে বন্দর থানা পুলিশ। পুলিশ ও র‌্যাব বলছে, চট্টগ্রাম নগরের আনন্দবাজার চান্দারপাড়া সিটি করপোরেশনের ময়লার ডিপোতে ডাম্পিং করা বাসা-বাড়ির বর্জ্য ও বোতল কুড়ানো, ক্রয়-বিক্রয় সংক্রান্ত ব্যবসাকে কেন্দ্র করে নেজাম, সোহাগ ও সিয়াম পক্ষের সঙ্গে জসিম উদ্দিনের কিছুদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধকে কেন্দ্র করে ১৭ ডিসেম্বর রাতে তারাসহ কয়েকজন সহযোগী মিলে জসিম উদ্দিনকে ছুরিকাঘাত করে।</span></span></span></span></span></p>