<p>নওগাঁয় নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ সাফিউল সারোয়ার। রবিবার (২২ ডিসেম্বর) বিদায়ি পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মো. কুতুব উদ্দিনের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।</p> <p>সংশ্লিষ্টরা জানান, ১১ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার একটি প্রজ্ঞাপনে উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত আদেশে মোহাম্মদ সাফিউল সারোয়ারকে নওগাঁর পুলিশ সুপার হিসেবে যোগদানের আদেশ দেওয়া হয়। ইতোপূর্বে তিনি পুলিশের বিশেষ শাখা ঢাকায় এসবিতে কর্মরত ছিলেন।</p> <p>বিদায়ি পুলিশ সুপার কুতুব উদ্দিন খুলনা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার হিসেবে যোগদান করবেন বলে জানানো হয়।</p> <p>দায়িত্বভার হস্তান্তরের সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, ফরজানা হকসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।</p>