<p>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুরের সাত সমন্বয়ককে ভুয়া দাবি করে বিক্ষোভ মিছিল করেছেন কয়েকজন শিক্ষার্থী। তারাও নিজেদের সমন্বয়ক দাবি করে আসছেন।</p> <p>আজ রবিবার দুপুর ১টায় মাদারীপুর সরকারি কলেজের মাঠে ‘সর্বস্তরের ছাত্র-জনতা, মাদারীপুর’-এর ব্যানারে এ বিক্ষোভ করেন তারা। পরে বিক্ষোভকারীরা সংবাদ সম্মেলন করেন।</p> <p>বিক্ষোভকারীরা আর্থিক লেনদেনসহ বিভিন্ন অনিয়মের সঙ্গে শেখ রোমান, নেমাতউল্লাহ, পাভেল, হাসিব উল্লাহ, আবদুর রহিম, মাসুম বিল্লাহসহ বেশ কয়েকজন জড়িত বলে দাবি করেছেন। এ কারণে তাদের ভুয়া দাবি করে বিক্ষোভ মিছিল করেছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘বঙ্গবন্ধু রেল সেতুর’ নাম পরিবর্তন" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/22/1734861093-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘বঙ্গবন্ধু রেল সেতুর’ নাম পরিবর্তন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/22/1460126" target="_blank"> </a></div> </div> <p>সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, আহতদের তালিকা প্রণয়নে অনিয়ম, ছাত্রলীগের প্রশ্রয়দান এবং নিষিদ্ধ ছাত্রলীগের কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণ ও তদবির বাণিজ্য করে আসছেন ভুয়া সমন্বয়করা। তারা আন্দোলনে অংশগ্রহণ না করেও নিজেদের সমন্বয়ক দাবি করেছেন বলেও অভিযোগ।</p> <p>অভিযুক্ত অনেকের বিরুদ্ধে ছাত্রলীগের সঙ্গে যোগাযোগ করার অভিযোগ তোলা হয় সংবাদ সম্মেলনে। তবে এসব অনিমের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা।</p> <p>সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিয়াম আহমেদ, সিয়াম হোসেন, গালিফ খান, রাব্বি হোসেন, আলি আজগর, নাইম, নাহিদ, নিরব, ফয়সাল, আপন, আতিক, ফায়াত প্রমুখ।</p>