<p>বিএসএমএমইউ ও বিসিপিএসের অধিভুক্ত পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবিতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে অবস্থান ধর্মঘট ও কর্মবিরতি পালন করছে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস। </p> <p>রবিবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় মেডিক্যাল ক্যাম্পাস থেকে তারা মিছিল নিয়ে হাসপাতালে যান। সেখানে মানববন্ধন করেন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শেখ হাসিনা দেশকে ধ্বংস করে ভারতে পালিয়েছেন : টুকু" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/22/1734861861-f71d36021ff40d7afb3ad8ae8faa6cf2.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শেখ হাসিনা দেশকে ধ্বংস করে ভারতে পালিয়েছেন : টুকু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/22/1460128" target="_blank"> </a></div> </div> <p>এ সময় আন্দোলনকারীরা বলেন, ‘আমরা পোস্টগ্র্যাজুয়েটধারীরা হাসপাতালে কাজ করি চিকিৎসা সেবা দিই। কিন্তু আমাদের মাত্র ২৫ হাজার টাকা ভাতা দেওয়া হয়। যা দিয়ে কোনোভাবেই আমাদের সংসার চলে না। আমরা দীর্ঘদিন ধরে ভাতা বৃদ্ধির আবেদন জানিয়ে আসছি। কিন্তু কেউই আমাদের কথা শুনছে না। বিশ্বের বিভিন্ন দেশে এই ভাতা ৫০-৭৫ হাজার এবং ১ লাখ টাকা পর্যন্ত। কিন্তু আমাদের ভাতা মাত্র ২৫ হাজার। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। ৫০ হাজার টাকা ভাতা দাবি করছি।’</p> <p>এদিকে কর্মবিরতি শুরু করায় হাসপাতালে রোগীদের সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘অন্যায়ভাবে আছি, বিজয় হবেই’" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/22/1734862106-f1d64b14178fa10d04789511f1dcc171.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘অন্যায়ভাবে আছি, বিজয় হবেই’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/22/1460130" target="_blank"> </a></div> </div> <p>এ ব্যাপারে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আশিকুর রহমান বলেন, ‘কলেজে এখনো কর্মবিরতি শুরু হয়নি। ঢাকায় আলাপ-আলোচনা চলছে। আন্দোলনকারীদের দাবি ঢাকায় জানিয়েছি। আশা করছি, এর একটি সুষ্ঠু সমাধান করা হবে।’</p>