<p>ডেমোক্রেটিক রিপাবলিক (ডিআর) অব কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলে বড়দিনের জন্য যাত্রী পরিবহনকারী একটি ফেরি নদীতে ডুবে গেছে। এতে কমপক্ষে ৩৮ জন নিহত ও ১০০ জনেরও বেশি নিখোঁজ হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আলজাজিরা রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।</p> <p>ইনগেন্দে শহরের মেয়র জোসেফ জোসেফ কাংগোলিংগোলি জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার রাতে বুসিরা নদীতে ফেরিটি ডুবে যায়। এখন পর্যন্ত ২০ জনকে উদ্ধার করা হয়েছে। ফেরিটি অন্যান্য নৌযানের একটি বহরের অংশ হিসেবে চলছিল এবং যাত্রীদের অধিকাংশই ব্যবসায়ী ছিলেন, যারা বড়দিনের জন্য বাড়ি ফিরছিলেন।</p> <p>ইনগেন্দে শহরের বাসিন্দা এনডোলো কাডির উদ্ধৃতি দিয়ে দ্য অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) বলেছে, ফেরিটি ‘৪০০ জনের বেশি যাত্রী বহন করছিল। কারণ এটি ইনগেন্দে ও লুলো—দুটি বন্দর পার হয়ে বোন্দে যাচ্ছিল। তাই ধারণা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরো বেশি হতে পারে’।</p> <p>এদিকে কেন্দ্রীয় সরকার এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি এবং উদ্ধার অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়নি। এ ছাড়া আলজাজিরাও এপির প্রতিবেদনে ভিত্তিতে নিহতদের সংখ্যা যাচাই করতে পারেনি।  </p> <p>কঙ্গোলীয় কর্মকর্তারা প্রায়ই নৌযান ও ফেরিতে অতিরিক্ত যাত্রী ধারণে নিষেধ করে থাকেন এবং যারা নিরাপত্তা বিধি ভঙ্গ করে তাদের শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন। তবে দূরবর্তী এলাকায় অনেক মানুষ গণপরিবহন বা রাস্তার অভাবে ফেরি বা নৌকা ব্যবহার করতে বাধ্য হয়।  </p> <p>এ দুর্ঘটনাটি ঘটার চার দিনেরও কম সময় আগে দেশটির উত্তর-পূর্বে আরো একটি ফেরিডুবিতে ২৫ জন নিহত হয়েছিল। তার আগে অক্টোবর মাসে কিভু লেকে একটি ফেরি ডুবে কমপক্ষে ৭৮ জন নিহত হয়। সেখানে শতাধিক যাত্রী ছিল বলে জানা গেছে। এ ছাড়া জুন মাসে কওয়া নদীতে এমনই একটি দুর্ঘটনায় ৮০ জনের মৃত্যু হয়েছিল।</p>