ডিআর কঙ্গোতে ফেরিডুবিতে নিহত ৩৮, নিখোঁজ ১০০

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ডিআর কঙ্গোতে ফেরিডুবিতে নিহত ৩৮, নিখোঁজ ১০০
ডেমোক্রেটিক রিপাবলিক (ডিআর) অব কঙ্গোর বুসিরা নদীতে একটি যাত্রীবাহী ফেরি ডুবে গেছে। ছবি : আলজাজিরা

ডেমোক্রেটিক রিপাবলিক (ডিআর) অব কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলে বড়দিনের জন্য যাত্রী পরিবহনকারী একটি ফেরি নদীতে ডুবে গেছে। এতে কমপক্ষে ৩৮ জন নিহত ও ১০০ জনেরও বেশি নিখোঁজ হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আলজাজিরা রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইনগেন্দে শহরের মেয়র জোসেফ জোসেফ কাংগোলিংগোলি জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার রাতে বুসিরা নদীতে ফেরিটি ডুবে যায়।

এখন পর্যন্ত ২০ জনকে উদ্ধার করা হয়েছে। ফেরিটি অন্যান্য নৌযানের একটি বহরের অংশ হিসেবে চলছিল এবং যাত্রীদের অধিকাংশই ব্যবসায়ী ছিলেন, যারা বড়দিনের জন্য বাড়ি ফিরছিলেন।

ইনগেন্দে শহরের বাসিন্দা এনডোলো কাডির উদ্ধৃতি দিয়ে দ্য অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) বলেছে, ফেরিটি ‘৪০০ জনের বেশি যাত্রী বহন করছিল। কারণ এটি ইনগেন্দে ও লুলো—দুটি বন্দর পার হয়ে বোন্দে যাচ্ছিল।

তাই ধারণা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরো বেশি হতে পারে’।

এদিকে কেন্দ্রীয় সরকার এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি এবং উদ্ধার অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়নি। এ ছাড়া আলজাজিরাও এপির প্রতিবেদনে ভিত্তিতে নিহতদের সংখ্যা যাচাই করতে পারেনি।  

কঙ্গোলীয় কর্মকর্তারা প্রায়ই নৌযান ও ফেরিতে অতিরিক্ত যাত্রী ধারণে নিষেধ করে থাকেন এবং যারা নিরাপত্তা বিধি ভঙ্গ করে তাদের শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন।

তবে দূরবর্তী এলাকায় অনেক মানুষ গণপরিবহন বা রাস্তার অভাবে ফেরি বা নৌকা ব্যবহার করতে বাধ্য হয়।  

এ দুর্ঘটনাটি ঘটার চার দিনেরও কম সময় আগে দেশটির উত্তর-পূর্বে আরো একটি ফেরিডুবিতে ২৫ জন নিহত হয়েছিল। তার আগে অক্টোবর মাসে কিভু লেকে একটি ফেরি ডুবে কমপক্ষে ৭৮ জন নিহত হয়। সেখানে শতাধিক যাত্রী ছিল বলে জানা গেছে। এ ছাড়া জুন মাসে কওয়া নদীতে এমনই একটি দুর্ঘটনায় ৮০ জনের মৃত্যু হয়েছিল।

মন্তব্য

সম্পর্কিত খবর

মার্কিন যুদ্ধজাহাজ ও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতির

এএফপি
এএফপি
শেয়ার
মার্কিন যুদ্ধজাহাজ ও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতির
আটলান্টিক মহাসাগরে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস হ্যারি ট্রুম্যান। ফাইল ছবি : এএফপি

ইরান সমর্থিত ইয়েমের হুতি গোষ্ঠী বৃহস্পতিবার জানিয়েছে, তারা ইসরায়েলি বিমানবন্দর ও সামরিক স্থাপনা এবং মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর কিছুক্ষণ আগেই ইসরায়েল জানায়, তারা ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তারা বেন গুরিয়ন বিমানবন্দরকে ‘একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে’ এবং তেল আবিবের দক্ষিণে ‘একটি সামরিক লক্ষ্যবস্তুতে’ হামলা চালিয়েছে। এর আগে ইসরায়েলের সেনাবাহিনী জানায়, ইয়েমেন থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে, ‘যেগুলো ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই ধ্বংস করা হয়’।

এর ফলে জেরুজালেমসহ বিভিন্ন এলাকায় বিমান হামলার সতর্কসংকেত বাজানো হয়।

সারি আরো বলেন, বিদ্রোহীরা ‘লোহিত সাগরে শত্রু যুদ্ধজাহাজগুলোকেও লক্ষ্যবস্তু করেছে, যার মধ্যে রয়েছে মার্কিন বিমানবাহী রণতরি (ইউএসএস হ্যারি এস) ট্রুম্যান।’

হুতি মুখপাত্র জানান, ’আমাদের দেশের বিরুদ্ধে চলমান মার্কিন আগ্রাসনের প্রতিশোধ’ হিসেবে এ চালানো হয়েছে।

যুক্তরাষ্ট্র ১৫ মার্চ হুতির বিরুদ্ধে ব্যাপক আকারের সামরিক অভিযান চালায়, যা মার্কিন সেন্ট্রাল কমান্ড ‘বৃহৎ পরিসরের অভিযান’ বলে উল্লেখ করে।

পাশাপাশি ওয়াশিংটন হুঁশিয়ারি দেয়, যতক্ষণ না হুতি লোহিত সাগর ও এডেন উপসাগরের গুরুত্বপূর্ণ শিপিং রুটে হামলা বন্ধ করছে, ততক্ষণ পর্যন্ত তারা শক্তিশালী সামরিক পদক্ষেপ নিতে থাকবে। এর আগে হুতি গাজার যুদ্ধের কারণে জাহাজ লক্ষ্য করে হামলা চালানোর হুমকি দেয়। তখন থেকেই হুতি প্রায় প্রতিদিনই মার্কিন বিমান হামলার শিকার হওয়ার দাবি করছে।

২ জন নিহত
এর আগে হতি বৃহস্পতিবার জানায়, বিদ্রোহী নিয়ন্ত্রিত রাজধানী সানার কাছে রাতভর চালানো বিমান হামলায় দুই ব্যক্তি নিহত হয়েছেন।

তারা এ হামলার জন্য যুক্তরাষ্ট্রের ওপর দোষ চাপিয়েছে।

হুতি মালিকানাধীন আল-মাসিরাহ টিভি চ্যানেল জানায়, সানা প্রদেশের উত্তর ও দক্ষিণ অংশে প্রায় ২০টি হামলা চালানো হয়েছে। এক্সে হুতি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি বলেন, ‘মার্কিন আগ্রাসনে দুজন নিহত ও দুজন আহত হয়েছে।’

আল-মাসিরাহ আরো জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে সাদা শহরে নতুন করে বিমান হামলা চালানো হয়, যা হুতির উত্তরাঞ্চলীয় শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এর আগের দিন হুতি গণমাধ্যম জানায়, সেখানে ১৭ বার হামলা চালানো হয়েছে।

যুক্তরাষ্ট্র সব সময় এই ধরনের হামলার আনুষ্ঠানিক ঘোষণা দেয় না। তবে পেন্টাগনের এক কর্মকর্তা রবিবার এএফপিকে বলেন, মার্কিন বাহিনী ‘প্রতিদিন ও প্রতি রাতেই ইয়েমেনে ইরান সমর্থিত হুতির বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে’।

আরো পড়ুন
সিগন্যাল চ্যাট ফাঁস : সাংবাদিকের বিরুদ্ধে ক্ষোভ ট্রাম্প প্রশাসনের

সিগন্যাল চ্যাট ফাঁস : সাংবাদিকের বিরুদ্ধে ক্ষোভ ট্রাম্প প্রশাসনের

 

চ্যাট গ্রুপ কেলেঙ্কারি
এদিকে হুতির দাবি করা সর্বশেষ হামলাগুলোর মধ্যেই যুক্তরাষ্ট্র একটি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে, যা ১৫ মার্চের হামলার সঙ্গে সম্পর্কিত। দ্য আটলান্টিক ম্যাগাজিন তাদের হাতে আসা এমন তথ্য প্রকাশ করেছে, যেখানে মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে একটি সিগন্যাল চ্যাট গ্রুপে ভুলবশত শেয়ার করা বার্তার বিবরণ রয়েছে।

হোয়াইট হাউস অবশ্য বৃহস্পতিবার এই কেলেঙ্কারির প্রতিক্রিয়ায় জানিয়ে বলেছে, এতে কোনো গোপনীয় তথ্য ফাঁস হয়নি। এরপর দ্য আটলান্টিক ১৫ মার্চের হামলার বিস্তারিত প্রকাশ করে। মার্কিন হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনের উপকূলে বিমানবাহী রণতরী গ্রুপ ট্রুম্যানের ওপর একাধিক হামলা ও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দায় স্বীকার করে হুতি।

গাজা যুদ্ধ শুরুর পর হুতি গোষ্ঠী লোহিত সাগর ও এডেন উপসাগরে জাহাজ লক্ষ্য করে হামলা শুরু করে। ফিলিস্তিনিদের প্রতি সংহতির অংশ হিসেবে তারা এসব চালায় বলে দাবি করে। তবে জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলে তারা এসব হামলা বন্ধ করে। পরে চলতি মাসের শুরুতে গোষ্ঠীটি ঘোষণা দেয়, ইসরায়েলের মানবিক সহায়তা অবরোধের প্রতিবাদে তারা আবারও হামলা শুরু করবে। এর ফলে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো ইয়েমেনে সামরিক অভিযান চালায়, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলের পর প্রথমবার ঘটে।

মন্তব্য

ট্রাম্প আমদানি শুল্ক বাড়ালে ‘খরচ বাড়বে’ মার্কিন ভোক্তাদেরই

ডয়চে ভেলে
ডয়চে ভেলে
শেয়ার
ট্রাম্প আমদানি শুল্ক বাড়ালে ‘খরচ বাড়বে’ মার্কিন ভোক্তাদেরই
ফ্রান্সের লিলে একটি এইচঅ্যান্ডএম স্টোর। ফাইল ছবি : এএফপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমদানি শুল্ক বৃদ্ধির সিদ্ধান্তে মার্কিন ভোক্তাদের ব্যয় বাড়বে বলে মন্তব্য করেছেন ফ্যাশন রিটেইলার এইচঅ্যান্ডএমের প্রধান নির্বাহী ড্যানিয়েল এরভার। বৃহস্পতিবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘নতুন বাণিজ্য বাধার কারণে প্রতিষ্ঠানটি তাদের সরবরাহ চেইনে পরিবর্তন আনতে বাধ্য হচ্ছে।’

বর্তমানে এইচঅ্যান্ডএমের প্রধান উৎপাদনকেন্দ্র চীনে, যেখান থেকে আমদানির ওপর ইতিমধ্যে ২০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। এ ছাড়া আরো কয়েকটি দেশ ‘পারস্পরিক শুল্কের’ ঝুঁকিতে রয়েছে, যা ২ এপ্রিল ঘোষণা করা হতে পারে।

আরো পড়ুন
ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের

ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের

 

যুক্তরাষ্ট্র এইচঅ্যান্ডএমের দ্বিতীয় বৃহত্তম বাজার হওয়ায় প্রতিষ্ঠানটি শুল্কের প্রভাব সামাল দিতে দাম বাড়াতে পারে। এরভার বলেন, ‘পরিশেষে এই খরচ ভোক্তাদেরই বহন করতে হবে। আমরা ন্যায়সংগত ও সমান বাণিজ্যে বিশ্বাসী, কিন্তু শুল্ক বৈশ্বিক বাণিজ্যের উন্নয়নে সহায়ক নয়।’

প্রধান নির্বাহী ড্যানিয়েল এরভার জানান, এইচঅ্যান্ডএম শুল্ক আরোপের ওপর নজর রাখছে এবং প্রস্তুতি নিচ্ছে।

যদিও ট্রাম্পের আগামী সপ্তাহের ঘোষণায় কোন দেশগুলোকে অন্তর্ভুক্ত করা হবে তা নিয়ে অনিশ্চয়তা থাকায় বর্তমান অবস্থাকে একটি ‘চলমান অবস্থা’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।

মন্তব্য

ভারতে ভিসা জালিয়াতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ মার্কিন দূতাবাসের

    ২ হাজার আবেদন বাতিল
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ভারতে ভিসা জালিয়াতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ মার্কিন দূতাবাসের
প্রতীকী ছবি (সংগৃহীত)

মানুষের বদলে ভিসার আবেদন করেছিল স্বয়ংক্রিয় বা বট অ্যাকাউন্ট—এমনই অদ্ভুত অভিযোগে প্রায় দুই হাজার ভারতীয়র ভিসার আবেদন বাতিল করল ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়ে জানিয়েছে, ভারতে ভিসাসংক্রান্ত একাধিক জালিয়াতিমূলক কার্যকলাপ ধরা পড়েছে। এই ধরনের আবেদনগুলো নেপথ্যে থাকা অ্যাকাউন্টগুলো চিহ্নিত করে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

ওই অ্যাকাউন্টগুলো সময়সূচি নীতি লঙ্ঘন করেছে।

এ ছাড়া দূতাবাসের পক্ষ থেকে কড়া বার্তা দিয়ে জানানো হয়েছে, জালিয়াতি সহ্য করা হবে না। যারা সময়সূচি নীতি লঙ্ঘন করবে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন
৩০ দিনের ট্যুরিস্ট ভিসায় থাইল্যান্ডে গিয়ে ৯১৩৫ দিন অবস্থান

৩০ দিনের ট্যুরিস্ট ভিসায় থাইল্যান্ডে গিয়ে ৯১৩৫ দিন অবস্থান

 

যুক্তরাষ্ট্রের ব্যাবসায়িক প্রয়োজনে যাওয়ার ক্ষেত্রে বি১ ভিসা প্রয়োজন হয়।

আর ঘুরতে যাওয়ার জন্য লাগে বি২ ভিসা। পরিবারের সদস্য কিংবা কোনো বন্ধুর সঙ্গে দেখা করতে কিংবা চিকিৎসার প্রয়োজনে সে দেশে যেতে গেলেও বি২ ভিসারই দরকার হয়। তবে প্রতিবেদন অনুসারে, সম্প্রতি দুই ভিসার অনুমোদন দেওয়ার ক্ষেত্রেই কড়াকড়ি বেড়েছে। ভিসার আবেদনের নিয়মেও আনা হয়েছে কড়াকড়ি।
মার্কিন ভিসা নবায়ন করাতে গেলে এখন থেকে ভারতীয়দের আরো বেশি সময় অপেক্ষা করতে হবে বলে গত মাসেই জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি আরো জটিল হয়েছে ভিসা নবায়নের জন্য মার্কিন দূতাবাস, উপদূতাবাসে গিয়ে ইন্টারভিউ দেওয়ার প্রক্রিয়া।

গণমাধ্যমটি আরো বলছে, দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই ভিসা জালিয়াতি ও বেআইনি অভিবাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। গত দুই মাসে তিন দফায় কয়েক শ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠিয়েছে মার্কিন দূতাবাস।

প্রসঙ্গত, গত ২৭ ফেব্রুয়ারি মার্কিন দূতাবাসের দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতে গত সপ্তাহেই ভিসা ও পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে তদন্ত শুরু করেছিল দিল্লি পুলিশ।

তার প্রায় এক সপ্তাহের মাথায় নিজেই পদক্ষেপ নিল দূতাবাস। সম্প্রতি ভুয়া তথ্য দিয়ে ভিসার আবেদনের একাধিক ঘটনা প্রকাশ্যে আসে। তদন্তে নেমে ওই ঘটনায় জড়িত ৩১ জনেরও বেশি অভিযুক্তর বিরুদ্ধে মামলা করে পুলিশ। অভিযুক্তদের মধ্যে রয়েছেন এজেন্টরাও।

এই জাল নথিপত্রগুলো বানানোর জন্য অভিযুক্তরা আবেদনকারীদের কাছ থেকে ১৫ লাখ রুপি পর্যন্ত আদায় করেছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ৩১৮, ৩৩৬, ৩৪০ ধারা এবং তথ্য-প্রযুক্তি আইনের ৬৬(ডি) ধারার অধীনে মামলা করে তদন্ত শুরু হয়েছে।

মন্তব্য

মিসরে সাবমেরিন ডুবে ৬ পর্যটকের মৃত্যু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মিসরে সাবমেরিন ডুবে ৬ পর্যটকের মৃত্যু
একটি পর্যটকবাহী সাবমেরিন মিসরের উপকূলে ডুবে গেছে। ফাইল ছবি : সিন্দাবাদ সাবমেরিনস

মিসরের লোহিত সাগরের উপকূলবর্তী পর্যটন শহর হুরগাদার কাছে বৃহস্পতিবার একটি পর্যটন সাবমেরিন ডুবে ছয়জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।  

রাষ্ট্রীয় মালিকানাধীন আকবর আল-ইয়াওম পত্রিকার ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতরা সবাই বিদেশি নাগরিক। এ ছাড়া দুর্ঘটনায় আরো ১৯ জন আহত হয়েছেন।

কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তা নির্ধারণে তদন্ত চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে এবং নিহতদের মরদেহও সেখানে রাখা হয়েছে।  

মিসরের রাজধানী কায়রো থেকে প্রায় ৪৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত হুরগাদা পর্যটকদের জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্য। দেশটির পূর্ব উপকূলের লোহিত সাগরের প্রবালপ্রাচীর ও দ্বীপগুলো পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ, যা সে দেশের গুরুত্বপূর্ণ পর্যটন খাতের অংশ।

এই খাত প্রায় ২০ লাখ মানুষকে কর্মসংস্থান তৈরি করেছে এবং দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ১০ শতাংশেরও বেশি অবদান রাখে।

প্রতিদিন উপকূলীয় এলাকায় অনেকগুলো পর্যটন নৌকা স্নোরকেলিং ও ডাইভিং কার্যক্রম পরিচালনা করে। তবে আকবর আল-ইয়াওমের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনাকবলিত সাবমেরিনটি সিনদাবাদ সাবমেরিনস কম্পানির মালিকানাধীন। কম্পানির ওয়েবসাইটে একে এই অঞ্চলের ‘একমাত্র প্রকৃত’ বিনোদনমূলক সাবমেরিন হিসেবে উল্লেখ করা হয়েছে।

সূত্র : এএফপি

মন্তব্য

সর্বশেষ সংবাদ