সেনা সদস্যকে অপহরণ করে মারধর : বিএনপির ১১ নেতাকর্মীর পদ স্থগিত

নিজস্ব প্রতি‌বেদক, ব‌রিশাল
নিজস্ব প্রতি‌বেদক, ব‌রিশাল
শেয়ার
সেনা সদস্যকে অপহরণ করে মারধর : বিএনপির ১১ নেতাকর্মীর পদ স্থগিত
গ্রেপ্তারকৃত ৩ আসামি। সংগৃহীত ছবি

বালুমহালের ইজারা পেতে এক সেনা সদস্যকে মারধরের জেরে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের ১১জনের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, অভিযুক্ত নেতাদের পদ তিন মাস স্থগিত থাকবে।

পদ স্থগিত থাকা নেতারা হলেন, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাসুদ রাঢ়ী, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান খান, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. কামরুল আহসান, জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুর আলম মিঠু, হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মো. মনির হোসেন, মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফরিদা বেগম, জেলা ছাত্রদলের সহসভাপতি নুর হোসেন সুজন, হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ইমরান খন্দকার, মহানগর যুবদলের সহসম্পাদক বেলায়েত হোসেন, রুবেল ও জাহিদ। 

আরো পড়ুন
দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই : মির্জা ফখরুল

দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই : মির্জা ফখরুল

 

এদিকে অভিযোগ তদন্তে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ চৌধুরী আলালকে একমাত্র সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়।

তাকে আগামী পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

এ প্রসঙ্গে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান জানিয়েছেন, অঙ্গ সংগঠনের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিজ নিজ সংগঠনকে নির্দেশ দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, সোমবার জেলায় ছয়টি বালুমহাল ইজারা দেওয়া হয়। হিজলা উপজেলাসংলগ্ন মেঘনার বালুমহালের ইজারা বাগাতে বিএনপি নেতারা ‘গুচ্ছ’ মিশনে নেমেছিলেন।

তাদের এড়িয়ে দরপত্র জমা দেন কাজী আব্দুল মতিন নামে এক ব্যক্তি। এতে ক্ষিপ্ত হয়ে বিএনপি নেতারা মতিনের ভাতিজা সেনা সদস্য জাফরকে জেলা প্রশাসকের দপ্তরের সামনে মারধর করেন।

কাজী জাফরের অভিযোগ, জাফরকে অপহরণ করে পোর্ট রোডে একটি বিলাসবহুল রেস্ট হাউজে আটকে নির্যাতন করা হয়। তাকে উদ্ধারে সেনাবাহিনী সন্ধ্যার পর সেখানে গিয়ে ৩১০ নম্বর কক্ষ থেকে দেওয়ান মনির হোসেন, নুর হোসেন সুজন ও ইমরান খন্দকারকে আটক করে।

যদিও ওই হোটেলে জাফরকে পাওয়া যায়নি। 

এ ঘটনায় কাজী মতিন বাদী হয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের ১২ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। এদিকে মতিনের মামলায় গ্রেপ্তার দেখানো দেওয়ান মনির, সুজন ও ইমরান বৃহস্পতিবার আদালত থেকে জামিনে মুক্ত হয়েছেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

ঈদগাহে মাইক বাজানো নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
শেয়ার
ঈদগাহে মাইক বাজানো নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সংগৃহীত ছবি

ঝিনাইদহের শৈলকুপায় ঈদগাহে মাইক বাজানোকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (৩১ মার্চ) দুপুরে দহকোলা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দহকোলা গ্রামের মাতুব্বর আবুল হোসেন ও নওয়াব আলীর কর্মীসমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

সোমবার সকালে গ্রামের ঈদগাহে নামাজ আদায়ের সময় মাইক বাজানো নিয়ে দুই গ্রুপের লোকজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর কিছু সময় পর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এ সময় বেশ কয়েকটি বাড়ি-ঘর ও দোকানপাট ভাংচুর করা হয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান কালের কণ্ঠকে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুনরায় সংঘর্ষ এড়াতে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য

ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আ. লীগ-বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধ ২

নাটোর প্রতিনিধি
নাটোর প্রতিনিধি
শেয়ার
ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আ. লীগ-বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধ ২
সংগৃহীত ছবি

নাটোরের লালপুর উপজেলায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছে। আহতরা বিএনপি সমর্থক। 

সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১১টার সময় লালপুর উপজেলার রামকৃষ্ণপুর চিনি বটতলা এলাকায় এই ঘটনা ঘটে।

আরো পড়ুন
ইউনূসের হাতে জনগণের হাত—‘ঈদ মোবারক স্যার’

ইউনূসের হাতে জনগণের হাত—‘ঈদ মোবারক স্যার’

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঈদের নামাজ শেষে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন।

এ সময় বিএনপি ও স্থানীয়দের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। প্রথমে সংঘর্ষে সাব্বির (২৪) নামের একজন আহত হন। তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পরেই পরিস্থিতি শান্ত হলে আওয়ামী লীগ সমর্থকরা আবারও বিএনপি সমর্থকদের ওপর গুলিবর্ষণ শুরু করে।

এ সময় ৩০-৪০ রাউন্ড গুলি ছোড়ে তারা এবং এ ঘটনায় দুজন বিএনপি সমর্থক গুলিবিদ্ধ হন।

আরো পড়ুন
ঈদের নামাজের সময় ইমামকে হত্যাচেষ্টা, আটক ১

ঈদের নামাজের সময় ইমামকে হত্যাচেষ্টা, আটক ১

 

এ বিষয়ে জানতে চাইলে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

মন্তব্য

ঈদের নামাজের সময় ইমামকে হত্যাচেষ্টা, আটক ১

আমতলী (বরগুনা) প্রতিনিধি
আমতলী (বরগুনা) প্রতিনিধি
শেয়ার
ঈদের নামাজের সময় ইমামকে হত্যাচেষ্টা, আটক ১
সংগৃহীত ছবি

বরগুনার তালতলীতে ঈদের নামাজের সময় ইমাম ইমরান হোসেনকে হত্যাচেষ্টার অভিযোগে মাছুম নামের এক যুবককে আটক করা হয়েছে। সোমবার (৩১ মার্চ) শারিকখালী ইউনিয়নের আঙ্গারপাড়া শিকদার বাড়ী জামে মসজিদের ঈদগাহ মাঠে এই ঘটনা ঘটে।

মাছুম কড়ইবাড়িয়া ইউনিয়নের আলীর বন্দর গ্রামের সাইদুলের ছেলে। তিনি আলীর বন্দর এলাকার একটি মসজিদের ইমামতি ছেড়ে ঢাকায় একটি প্রাইভেট কোম্পানির গাড়িচালক হিসেবে কর্মরত রয়েছেন।

তালতলী থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) সুশান্ত জানান, মাসুম ও ইমরান এক সময় বন্ধু ছিল। পূর্ব শত্রুতার জেরে ইমরানের ওপর হামলা চালান মাছুম। ইমাম রুকুতে গেলে চাপাতি দিয়ে আঘাত করতে গেলে মাছুমকে চাপাতিসহ আটক করে মুসুল্লিরা। 

মাসুম বলেন, 'আমি আগে একটি মসজিদে ইমামতি করতাম।

গত বছর কোরবানি ঈদের সময় কুয়াকাটার একটা আবাসিক হোটেলে আমার প্রেমিকাকে নিয়ে যাই। এরপর টাকা আনার জন্য আমার বন্ধু ইমরানের কাছে প্রেমিকাকে রেখে আসি। এই সুযোগে ইমরান আমার প্রেমিকাকে বেইজ্জতি করেন।'

তিনি আরো বলেন, 'এলাকায় বিষয়টি জানাজানি হলে আমি এলাকা ছেড়ে ঢাকা চলে যাই এবং প্রতিশোধের নেওয়ার অপেক্ষায় থাকি।

এক হাজার টাকা দিয়ে ওই ছুরিটি তৈরি করে কুরিয়ারে তালতলী নিয়ে আসি। ইমরানের সন্ধান পেয়ে ঈদের দিনই তার ওপর আক্রমণ করার প্লান করি।' 

ওই মসজিদের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, 'নামাজের দ্বিতীয় রাকাতের সময় হামলাকারী একটি কার্টন থেকে আনুমানিক দুই ফুট লম্ভা একটি ছুরি বের করতে দেখে আমি নামাজ ছেড়ে তাকে ঝাপটে ধরি। এরপর নামাজ পড়তে আসা মুসল্লিদের সহায়তায় তাকে ধরে আটকে রাখি।'

সিকদার বাড়ি মসজিদের ইমাম ইমরান জানান, 'বরগুনার কেওড়াবুনিয়া মাদরাসায় পড়ার সময়ে মাছুম তার মোবাইল ফোন চুরি করেছিলেন।

তিনি ওই ঘটনায় তাকে অপমান করায় তার ওপরে ক্ষিপ্ত হয়ে আজকে এই ঘটনা ঘটান।'

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, মাছুমকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার বিষয়ে মাছুমকে জিজ্ঞসাবাদ চলছে। ওই বিষয়ে আইনি কার্যক্রম চলমান।

মন্তব্য

ভাঙ্গায় গুচ্ছগ্রামের ২ ঘর আগুনে সম্পূর্ণ পুড়ে ছাই

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
শেয়ার
ভাঙ্গায় গুচ্ছগ্রামের ২ ঘর আগুনে সম্পূর্ণ পুড়ে ছাই
ছবি: কালের কণ্ঠ

ফরিদপুরের ভাঙ্গায় গুচ্ছগ্রামের একটি পরিবারের বসতঘর ও রান্নাঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় ঘরে থাকা মূল্যবান সামগ্রীও পুড়ে যায়। অগ্নিকাণ্ডে গুচ্ছ গ্রামের  অন্য তিনটি বসত ঘরের টিনের চালাও আংশিক পুড়ে যায়।

আজ সোমবার (৩১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের কুমার নদের তীরে অবস্থিত গুচ্ছগ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে গুচ্ছ গ্রামের বাসিন্দা ইতি বেগমের ঘরে এই দুর্ঘটনা ঘটে। এতে ইতি বেগমের ঘরের আসবাবপত্র ও মালামাল পুড়ে যায়। 

আরো পড়ুন
কুম্ভমেলায় ভাইরাল সেই মোনালিসাকে সিনেমায় নেওয়া পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

কুম্ভমেলায় ভাইরাল সেই মোনালিসাকে সিনেমায় নেওয়া পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

 

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চুলায় আগুন জ্বালিয়ে ইতি বেগম  তার বাচ্চাকে ঈদের জামাকাপড় পরেতে ঘরের ভেতরে গেলে রান্নাঘরে আগুন ছড়িয়ে পড়ে। সে আগুনে ইতি বেগমের রান্নাঘর এবং বসতঘর পুড়ে যায়।

 

ক্ষতিগ্রস্ত গৃহবধূ ইতি বেগম বলেন, ‘ঘরে আগুন লাগার সময় আমি ঘরে ভেতরে আমার ছোট মেয়েকে ঈদের জামা কাপড় পরাতে আসি। আগুনের শিখা দেখে চিৎকার করি। তখন এলাকার লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ভাঙ্গা থেকে ফায়ার সার্ভিস আসে।

ঘরে থাকা মালামাল কিছুই রক্ষা করতে পারিনি। আমার ২টি ঘর পুড়ে গেছে। এখন কোথায় থাকব?’

আরো পড়ুন
‘ক্যাশে এত কম টাকা রাখলেন কেন’, চুরির পর মালিককে চোরের কল

‘ক্যাশে এত কম টাকা রাখলেন কেন’, চুরির পর মালিককে চোরের কল

 

ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবু জাফর জানান, আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী গুচ্ছগ্রামের ৮৩ নম্বর বাসায় মাটির চুলা থেকে আগুন লাগে। খবর পেয়ে  আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। কিন্তু তার পূর্বেই আগুনে সবকিছু পুড়ে যায়।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ