মাহফুজ আলমের বাবার ওপর হামলাকারীরা ছাত্রদলের নন : নাছির

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মাহফুজ আলমের বাবার ওপর হামলাকারীরা ছাত্রদলের নন : নাছির
ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। ফাইল ছবি

লক্ষীপুরের রামগঞ্জে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবার ওপর হামলাকারীরা ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত নন বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

সোমবার (৩১ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এ তথ্য জানান ছাত্রদল সাধারণ সম্পাদক।

নাছির উদ্দীন নাছির লিখেছেন, ‘ঘটনার সূত্রপাত লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী হাসান মঞ্জুকে কেন্দ্র করে। মেহেদী হাসান মঞ্জু ছাত্রলীগের চিহ্নিত ক্যাডার হিসেবে পরিচিত।

সে বিভিন্ন সময়ে বিএনপি এবং ছাত্রদলের ওপর হামলা ও নির্যাতনের নেতৃত্বে ছিল। সর্বশেষ জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানের সময়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলায় হামলা এবং আন্দোলনকারীদের লক্ষ্মীপুর সদরে প্রবেশে বাধা দিতে ফেসবুকে ঘোষণা দিয়ে পদ্মা বাজার থেকে পানপাড়া বাজার পর্যন্ত এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের মহড়া দেওয়ায় এলাকাবাসী তার ওপর মারাত্মক ক্ষুব্ধ ছিল। গত অক্টোবর মাসে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, রামগঞ্জ, লক্ষ্মীপুরে করা মামলায় উক্ত মঞ্জু ৪৩ নম্বর আসামি। মামলাটি তদন্তাধীন।

তিনি লিখেছেন, ‘গতকাল উক্ত মঞ্জু তার সহযোগী ছাত্রলীগের সন্ত্রাসীদের সাথে তার বাড়ি ইছাপুর ইউনিয়নের মোল্লা বাড়িতে এলে স্থানীয় জনগণ এবং বিএনপির কর্মীরা ক্ষুব্ধ হয়ে মঞ্জুকে ঘেরাও করে পুলিশের হাতে তুলে দিতে চায়। কিন্তু এ সময় উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লা এসে মেহেদী হাসান মঞ্জুকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।’

তিনি আরো লিখেছেন, ‘উপদেষ্টা মাহফুজ আলমের বাড়ি এবং মেহেদী হাসান মঞ্জুর (ছাত্রলীগের সন্ত্রাসী) বাড়ি একই বাড়ি। এলাকায় তারা চাচাতো ভাই হিসেবে পরিচিত।

উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লা ৪ নম্বর ইছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং রামগঞ্জ উপজেলা বিএনপির সদস্য। তার বাড়ির ছেলে মঞ্জুকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিজে তার বিষয়ে দায়িত্ব নেওয়ার কথা বললে স্থানীয় বিক্ষুব্ধ লোকজনের সাথে ছাত্রলীগ, মোল্লা পরিবার ও মঞ্জুর সহযোগীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময়ে জনাব আজিজুর রহমান বাচ্চু মোল্লা আহত হন।’

ছাত্রদল সাধারণ সম্পাদক লিখেছেন, ‘বিএনপি নেতা আজিজুর রহমান বাচ্চু মোল্লা আহত হওয়ার বিষয়টি অনাকাঙ্ক্ষিত। আমরা তার প্রতি সমবেদনা প্রকাশ করছি।

কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে কিছু মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদলকে জড়িয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার অনাকাঙ্ক্ষিত। একটি স্থানীয় বিরোধকে ভুলভাবে উপস্থাপন করে ছাত্রদলকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। ওই ঘটনার সঙ্গে ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই।’

মিডিয়াকর্মী এবং প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক সংগঠনগুলোকে দায়িত্বশীল আচরণ এবং বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনের অনুরোধ জানিয়েছেন তিনি।

মন্তব্য

সম্পর্কিত খবর

প্রধান উপদেষ্টাকে নিয়ে যা বললেন তাসনিম জারা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
প্রধান উপদেষ্টাকে নিয়ে যা বললেন তাসনিম জারা
ডা. তাসনিম জারা।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস মানুষকে সততা ও নিষ্ঠার স্বাদ দিয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা।

জনগণ আর চাঁদাবাজদের কাছে ফিরবেন না বলেও মন্তব্য করেছেন তিনি।

গতকাল বুধবার (২ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব মন্তব্য করেন।

তাসনিম জারা ওই পোস্টে লিখেছেন, ‘ইউনূস স্যার সততা আর নিষ্ঠার স্বাদ দিয়েছেন মানুষকে।

তারা আর ফিরবে না চাঁদাবাজদের কাছে। এখন নতুনদের সময়। এখন নতুন বাংলাদেশের সময়।’

এই রিপোর্ট লেখার সময় ওই পোস্টে প্রায় ১৭ হাজার আইডি থেকে মন্তব্য করা হয়েছে।

যাদের অনেকে ডা. তাসনিম জারার সঙ্গে একমত বলে জানিয়েছেন। আবার অনেকে বিপরীত মতও জানিয়েছেন মন্তব্যের ঘরে।

মন্তব্য

বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক তানিফা নিহত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক তানিফা নিহত
সংগৃহীত ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর এলাকার সাবেক সমন্বয়ক তানিফা আহমেদ এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

বুধবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টায় সংগঠনটির কেন্দ্রীয় মুখপাত্র উমামা ফাতেমা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

উমামা ফাতেমা তার বার্তায় উল্লেখ করেন, তানিফা আহমেদ ছাত্র আন্দোলনের প্রতি অত্যন্ত নিবেদিত ছিলেন এবং তিনি সব সময় নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করতেন।

তার অকালমৃত্যু সংগঠনটির জন্য এক অপূরণীয় ক্ষতি।

আরো পড়ুন
শহীদের উত্তরসূরিদের নতুন করে ভয়-শঙ্কার কোনো কারণ নেই : শিবির সভাপতি

শহীদের উত্তরসূরিদের নতুন করে ভয়-শঙ্কার কোনো কারণ নেই : শিবির সভাপতি

 

সংগঠনের সদস্যদের মধ্যে তার আকস্মিক মৃত্যুর ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। উমামা ফাতেমা জানান, তানিফা শুধু আন্দোলনের একজন নেতা ছিলেন না; বরং তিনি বিশ্বাস ও আদর্শের জন্য কাজ করে গেছেন।

এই শোকাবহ মুহূর্তে তিনি আল্লাহর কাছে তানিফার আত্মার শান্তি কামনা করেন এবং তার জন্য জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম কামনা করেন।

এ দুর্ঘটনায় তানিফার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সংগঠনটি তার সহকর্মীদের শোকসন্তপ্ত ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রামের লোহাগাড়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় বুধবার (২ এপ্রিল) সকাল ৭টার দিকে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হন। নিহতদের মধ্যে একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক তানিফা আহমেদ।

মন্তব্য

এখন নতুনদের সময়, নতুন বাংলাদেশের সময় : তাসনিম জারা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
এখন নতুনদের সময়, নতুন বাংলাদেশের সময় : তাসনিম জারা
সংগৃহীত ছবি

অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস মানুষকে সততা ও নিষ্ঠার স্বাদ দিয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা।

বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

আরো পড়ুন
সড়ক দুর্ঘটনায় বৈষম্যবিরোধী আন্দোলনের সহ-মুখপাত্রের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় বৈষম্যবিরোধী আন্দোলনের সহ-মুখপাত্রের মৃত্যু

 

এনসিপির এ নেতা তার পোস্টে লিখেছেন, ‘ইউনূস স্যার সততা আর নিষ্ঠার স্বাদ দিয়েছেন মানুষকে। তারা আর ফিরবে না চাঁদাবাজদের কাছে।

তিনি আরো লিখেছেন, ‘এখন নতুনদের সময়। এখন নতুন বাংলাদেশের সময়।’ 

প্রাসঙ্গিক
মন্তব্য

শহীদ ওয়াসিমের কবরের পাশে সাদিক কায়েম

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
শহীদ ওয়াসিমের কবরের পাশে সাদিক কায়েম
সংগৃহীত ছবি

জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রামের ষোলশহরে শহীদ হওয়া ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।

বুধবার রাতে দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের সঙ্গে নিয়ে শহীদের কবর জিয়ারত করেন তিনি।

আরো পড়ুন
শহীদ ফয়সালের কবরের সন্ধান চায় পরিবার

শহীদ ফয়সালের কবরের সন্ধান চায় পরিবার

 

নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম লিখেছেন, ‘জুলাই বিপ্লবের অন্যতম শহীদ—শহীদ ওয়াসিম আকরাম। জুলাই বিপ্লবে শুধু নিজেই অংশ নিয়েছেন, এমন নয়।

অন্যদের ডাক দিয়েছেন—চলে আসুন ষোলশহর।’

তিনি আরো লিখেছেন, ‘শহীদ ওয়াসিম ও শহীদ মোহাম্মদ সাজ্জাদ হোসাইনের কবর জিয়ারত করলাম। এই এলাকার শহীদ আহসান হাবীব, শহীদ তানভীর, শহীদ নূর মোস্তফা, শহীদ নূরুল আমীন, শহীদ মহিউদ্দিন মাসুম, শহীদ খাইরুল ইসলামসহ সবার জন্য আল্লাহর দরবারে দুআ—মহান আল্লাহ যেন তাদের শাহাদাতের উচ্চ মাকাম দান করেন।’

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ