ঢাকা, সোমবার ০৭ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৬

ঢাকা, সোমবার ০৭ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৬

মাধবপুরে মাদক-অস্ত্রসহ আটক ২

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
শেয়ার
মাধবপুরে মাদক-অস্ত্রসহ আটক ২
ছবি : কালের কণ্ঠ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মাদক, অস্ত্রসহ দুজনকে আটক করা হয়েছে। গতকাল বুধবার (২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে মাধবপুরের হরিতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন সেনাবাহিনীর সদস্যরা।

আটকরা হলেন উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামের মোহাম্মদ হানিফ মিয়ার মেয়ে সোনিয়া আক্তার (২৫) ও একই গ্রামের মৃত সহীদ মিয়ার ছেলে মোহাম্মদ হোসাইন (৩০)।

আরো পড়ুন
কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে ভারতীয় চোরাকারবারি নিহত

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে ভারতীয় চোরাকারবারি নিহত

 

বিষয়টি জেলা সেনাক‍্যাম্প থেকে নিশ্চিত করে জানানো হয়, হরিতলা এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক মাধবপুর সেনা ক্যাম্প।

এ সময় তাদের কাছ থেকে দেড় কেজি গাঁজা, মোবাইল ফোন ৬৯টি, নগদ ৫ লাখ ৫১ হাজার ৯০০ টাকা, মোবাইল ফোনের পাওয়ার ব্যাংক ৩টি, ক্যামেরা ১টি, দেশীয় অস্ত্র ৪টি ও ৭টি ইয়াবার খালি প‍্যাকেট জব্দ করা হয়েছে। আটকদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

দাওয়াত, নির্বাচন, সমাজসেবা—তিন মিশনে মাঠে নামার ডাক জামায়াত নেতার

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
শেয়ার
দাওয়াত, নির্বাচন, সমাজসেবা—তিন মিশনে মাঠে নামার ডাক জামায়াত নেতার
ছবি: কালের কণ্ঠ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম বলেছেন, আজ সময় এসেছে সংগঠনের পরিধিকে দাওয়াত, নির্বাচন ও জনকল্যাণমূলক কাজের মিশনে রূপান্তর করার। মানুষের আস্থা ও সমর্থন অর্জন করতে হলে মাঠে থাকতে হবে, মানুষকে আপন করে নিতে হবে।

শুক্রবার (৫ এপ্রিল) জামায়াতের ঠাকুরগাঁওয়ে আয়োজিত এক বিশেষ দায়িত্বশীল সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

মাওলানা আব্দুল হালিম বলেন, গত ৫ আগস্টের গণজাগরণ আমাদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে।

সংগঠনের ভবিষ্যৎ নির্ভর করছে এই সুযোগকে আমরা কতটা কাজে লাগাতে পারি তার ওপর।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমরা শুধু বক্তৃতা দিয়ে সমাজ বদলাতে পারব না। দরকার মানুষের কাছে যাওয়া, দাওয়াতি কাজের পাশাপাশি সামাজিক সেবা ও নির্বাচনী প্রস্তুতিকে সমান গুরুত্ব দেওয়া। তবেই আমরা সত্যিকারের গণসংগঠনে রূপ নিতে পারব।

মাওলানা হালিম আরো বলেন, ইনসাফভিত্তিক রাষ্ট্র ও সমাজ গঠনের স্বপ্ন বাস্তবায়নে আমাদের পাড়া-মহল্লায়, সমাজের প্রতিটি স্তরে ইসলামের আলো ছড়িয়ে দিতে হবে। মানবিক বাংলাদেশ গড়তে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষকে সম্পৃক্ত করতে হবে।

তিনি বলেন, দলীয় কাঠামো মজবুত করতে হলে মাঠ পর্যায়ে জনশক্তিকে প্রশিক্ষণ ও কার্যক্রমে যুক্ত করতে হবে। নির্বাচন এবং সমাজসেবা—উভয়কেই কৌশলগতভাবে সামনে আনতে হবে।

জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে উপস্থিত ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য মোহাম্মদ আব্দুর রশিদ এবং ঠাকুরগাঁও জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম।

সম্মেলনে জেলা কর্মপরিষদের সদস্য, উপজেলা পর্যায়ের আমির ও সেক্রেটারি, মহিলা বিভাগের প্রতিনিধি এবং ছাত্র-শিক্ষার্থী দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।

জেলা সেক্রেটারি মোহাম্মদ আলমগীর সম্মেলনটি সঞ্চালনা করেন এবং জেলা আমিরের সমাপনী বক্তব্যের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

মন্তব্য

প্রেমের টানে স্বামীর ঘর ছাড়লেন গৃহবধূ, উধাও প্রেমিক

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
শেয়ার
প্রেমের টানে স্বামীর ঘর ছাড়লেন গৃহবধূ, উধাও প্রেমিক
প্রতীকী ছবি

প্রেমের টানে স্বামীর ঘর ছেড়ে বিপাকে পড়েছেন এক গৃহবধূ। প্রেমিকের দেওয়া বিয়ের আশ্বাস পেয়ে ঘর ছাড়েন ওই গৃহবধূ। তবে প্রেমিকের বাড়িতে আশ্রয় নেওয়ার পর থেকে উধাও প্রেমিক নাজমুল হোসেন।

ঘটনাটি ঘটেছে রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা গ্রামের মধ্যপাড়ায়।

প্রেমিক নাজমুল হোসেন ওই গ্রামের মোতালেব হোসেনের ছেলে। অন্যদিকে ঘরছাড়া গৃহবধূর বাড়ি সিরাজগঞ্জ। ১৪ বছর বয়সী একটি সন্তানও রয়েছে ওই গৃহবধূর।

রবিবার (৬ এপ্রিল) দুপুরে সরেজমিনে গিয়ে জানা যায়, রবিবার সকালে বিয়ের আশ্বাস পেয়ে নাজমুলের বাড়িতে আসেন গৃহবধূ।

তার পর থেকেই নাজমুল লাপাত্তা। বাড়ির লোকজনও নাজমুলের খোঁজ জানেন না বলে জানান। নাজমুল নিজেও বিবাহিত। তিনিও এক সন্তানের জনক।

আরো পড়ুন
সংস্কার নিয়ে এবি পার্টির সঙ্গে কাল আলোচনায় বসবে ঐকমত্য কমিশন

সংস্কার নিয়ে এবি পার্টির সঙ্গে কাল আলোচনায় বসবে ঐকমত্য কমিশন

 

ভুক্তভোগী গৃহবধূ জানান, মোবাইলে রং নম্বরের সূত্র ধরে নাজমুলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর ওই গৃহবধূকে বিয়ের আশ্বাস দিয়ে রাজশাহীতে এনে শারীরিক সম্পর্কে জড়ান নাজমুল। বিভিন্ন সময় টাকা-পয়সাও হাতিয়ে নিয়েছেন নাজমুল। কথা ছিল এবারের ঈদুল ফিতরের পরে নাজমুল তাকে বিয়ে করে বাড়ি নিয়ে আসবেন। 

গত ৩ এপ্রিল ভুক্তভোগীকে সিরাজগঞ্জ থেকে রাজশাহীতে নিয়ে আসেন নাজমুল।

এরপর বিভিন্ন জায়গায় রাত যাপন করেন তারা। শনিবার (৪ এপ্রিল) পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে কাজি অফিসে বিয়ে করার কথা ছিল। কিন্তু নাজমুলের আর খোঁজ মেলেনি। বাধ্য হয়ে রবিবার সকালে নাজমুলের বাড়িতে আশ্রয় নিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন গৃহবধূ। 

ভুক্তভোগী গৃহবধূ আরো অভিযোগ করেন, নাজমুলের বাড়ির লোকজন তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। সুষ্ঠু প্রতিকার পেতে তিনি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হস্তক্ষেপ চেয়েছেন।

নাজমুলের স্ত্রী বলেন, ‘ওই মেয়েকে আমরা চিনি না। সে সকালে এসে দরজায় ধাক্কাধাক্কি শুরু করে এবং নাজমুলের খোঁজ চায়। দরজা খোলার সাথে সাথেই সে জোরপূর্বক বাড়িতে ঢুকতে চাইলে আমরা বাধা দিই। এ সময় তার সাথে ধাক্কাধাক্কি হয়েছে। তবে তাকে মারধর বা শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়নি।’

আরো পড়ুন
হজ ব্যবস্থাপনায় কোনো ত্রুটি বরদাশত করা হবে না : ধর্ম উপদেষ্টা

হজ ব্যবস্থাপনায় কোনো ত্রুটি বরদাশত করা হবে না : ধর্ম উপদেষ্টা

 

ঝালুকা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজেনা বিবি বলেন, ‘ঘটনাটি শুনেছি। সেখানে অপ্রীতিকর ঘটনা এড়াতে গ্রাম পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরিষদে বসে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ‘এ ধরনের কোনো খবর পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য

রাঙ্গুনিয়ায় ৪ ঘণ্টায় পুড়ল ৮ একর বনভূমি

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
রাঙ্গুনিয়ায় ৪ ঘণ্টায় পুড়ল ৮ একর বনভূমি
কোদালা বনবিটের পুড়ে যাওয়া বনাঞ্চল। ছবি : কালের কণ্ঠ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রক্ষিত বনাঞ্চলের প্রায় আট একর বনভূমি পুড়েছে গেছে। রবিবার (৬ এপ্রিল) সকাল ১১টার দিকে আগুন লাগার পর বন বিভাগের কর্মীদের প্রচেষ্টায় বিকেল ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

বন বিভাগ সূত্র জানায়, রাঙ্গুনিয়া রেঞ্জের কোদালা বন বিটের দক্ষিণ নিশ্চিন্তাপুর এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। সকাল ১১টার দিকে যখন আগুন লেগেছিল তখন বিটের কর্মীরা অন্য বাগানে কাজ করছিলেন।

বন বিটের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে যোগ দেন ফায়ার সার্ভিসের কর্মীরাও। পরে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

আরো পড়ুন
এবার ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচিতে যোগ দিলেন চুয়েট শিক্ষার্থীরা

এবার ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচিতে যোগ দিলেন চুয়েট শিক্ষার্থীরা

তারা আরো জানায়, প্রায়ই এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও এবারের আগুনে বেশ ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা না গেলেও এই ব্যাপারে রাঙ্গুনিয়া থানায় জিডি করা হয়েছে।

কোদালা বিট কর্মকর্তা খোন্দকার মাহাবুবুর রহমান জানান, শুষ্ক মৌসুম হওয়ায় গত রমজান থেকে একাধিকবার ছোটখাটো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব আগুন লাগার পেছনে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের যোগসাজশ থাকতে পারে। এবারের অগ্নিকাণ্ডে ২০২৩ সালে করা একটা বাগান পুড়ে ছাই হয়ে গেছে।

যেখানে বড় বাগানের নিচে পাঁচ হাজারের অধিক গর্জন, চাপালিশসহ বিভিন্ন পাহাড়ি প্রজাতির গাছের চারা ছিল। সবগুলো গাছ পুড়ে গিয়ে প্রায় দুই থেকে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।

আরো পড়ুন
শূন্য করের রিটার্ন কমাতে হবে : অর্থ উপদেষ্টা

শূন্য করের রিটার্ন কমাতে হবে : অর্থ উপদেষ্টা

রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন হালদার জানান, এ বিষয়ে থানায় জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

উল্লেখ্য, কোদালা বনবিট এলাকায় গত রমজানে বনকর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে ২৪টি সেগুনগাছ লুটের ঘটনা ঘটে।

কিছু গাছ উদ্ধার হলেও এখনো অধরা দুষ্কৃতকারীরা।

মন্তব্য

হজ ব্যবস্থাপনায় কোনো ত্রুটি বরদাশত করা হবে না : ধর্ম উপদেষ্টা

রামু (কক্সবাজার) প্রতিনিধি
রামু (কক্সবাজার) প্রতিনিধি
শেয়ার
হজ ব্যবস্থাপনায় কোনো ত্রুটি বরদাশত করা হবে না : ধর্ম উপদেষ্টা
ছবি : কালের কণ্ঠ

হজ ব্যবস্থাপনায় কোনো ধরনের ত্রুটি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ‘কোনো এজেন্সির দুর্নীতির অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ত্বরিত ব্যবস্থা নেওয়া হবে।’

রবিবার (৬ মার্চ) দুপুরে রামু উপজেলা মডেল মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংক্ষিপ্ত সফরে ধর্ম উপদেষ্টা রামুতে মডেল মসজিদের কাজের অগ্রগতির খোঁজখবর নেন।

মসজিদের কাজের ধীরগতিতে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং আগামী ৩ মাসের মধ্যে মসজিদের কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। 

এ সময় রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, কক্সবাজার গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান, ইসলামী ফাউন্ডেশনের কক্সবাজারের উপপরিচালক ফাহমিদা আক্তার, রামু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমন কান্তি চৌধুরীসহ স্থানীয় আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ