কালুরঘাট সেতুর ওপর গাড়ি নষ্ট, দুই ঘণ্টা ভোগান্তি

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
কালুরঘাট সেতুর ওপর গাড়ি নষ্ট, দুই ঘণ্টা ভোগান্তি
সংগৃহীত ছবি

চট্টগ্রামের কালুরঘাট সেতুর ওপর গাড়ির নষ্ট হওয়ার ঘটনায় দীর্ঘ দুই ঘণ্টা যানজটে আটকে ভোগান্তিতে পড়ে জনসাধারণ। আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। এতে দুই দিকে শত শত গাড়ি আটকে যায়। এ সময় ফেরি দিয়ে গাড়ি পারাপার করা হয় বলে জানায় কালুরঘাট সেতুর টোল আদায় কর্তৃপক্ষ।

যাত্রীরা জানান, পশ্চিম দিক থেকে আসা একটি গাড়ির এক্সেল ভেঙে যাওয়ায় এ ভোগান্তি হয়। কবে যে এসব ভোগান্তি থেকে রেহায় পাব জানি না। শুনলাম মে মাসে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, আদৌ হবে কি না জানি না। ভিত্তিপ্রস্তর হলেও কাজ ধরতে না জানি কত মাস অতিবাহিত করেন।

গাড়ির চালকরা বলেন, সেতুর উপর থেকে সব গাড়ি পেছন দিয়ে ব্যাক করে আবার ফেরিতে উঠতে হচ্ছে। দীর্ঘ জ্যাম হওয়ার কারণে ফেরিতে উঠতেও সময় লাগছে। তীব্র গরম আর জ্যামের কারণে খুব কষ্ট হচ্ছে।

কালুরঘাট সেতুর টোল কর্তৃপক্ষ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে গাড়িটি সেতুর ওপর নষ্ট হয়ে যায়।

আমার দুই ঘণ্টার মধ্যে গাড়িটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে দিয়েছি। বর্তমানে সেতুর ওপর দিয়ে গাড়ি পারাপার হচ্ছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

মিয়ানমারের মাইন বিস্ফোরণে বাংলাদেশি জেলের পা বিচ্ছিন্ন

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
শেয়ার
মিয়ানমারের মাইন বিস্ফোরণে বাংলাদেশি জেলের পা বিচ্ছিন্ন
সংগৃহীত ছবি

কক্সবাজারের টেকনাফের নাফনদের মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে তোতার দ্বীপ নামক এলাকায় মাইন বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশি এক জেলের ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত জেলে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের আমতলী এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ ফিরোজ (৩০)। 

রবিবার (৬ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। মাইন বিস্ফোরণে পা হারানো জেলে নাফনদে মাছ শিকারে গিয়ে ভুলক্রমে মিয়ানমার সীমান্তে ঢুকে পড়েন।

উখিয়াস্থ ৬৪ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দীন জানান, রবিবার দুপুর একটার দিকে ব্যাটালিয়নের আওতাধীন হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ এলাকা বিআরএম ১৮ হতে দেড় কিলোমিটার দক্ষিণ পূর্বে শূন্য লাইন হতে আনুমানিক ১০০ গজ মিয়ানমারের অভ্যন্তরে তোতার দ্বীপ নামক স্থানে জেলে মোহাম্মদ ফিরোজ মাছ শিকারে যায়। এ সময় সেখানে আগে থেকে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে তার ডান বিচ্ছিন্ন হয়। পরে আশপাশের লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসা হয়। বর্তমানে আহত জেলে উখিয়া কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হোয়াইক্যং ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সদস্য সিরাজুল মোস্তফা লালু জানান, মাইন বিস্ফোরণে আহত ফিরোজ আমার এলাকার বাসিন্দা। তিনি নাফনদে মাছ শিকার করতে গিয়ে একপর্যায়ে মিয়ানমারের অভ্যন্তরে তোতার দ্বীপ নামক এলাকায় ঢুকে পড়েন। এতে মাইন বিস্ফোরণে তার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফিরিয়ে আনেন।

মন্তব্য

কুমিল্লায় নিখোঁজ ২ শিশুর লাশ তিতাস নদী থেকে উদ্ধার

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
শেয়ার
কুমিল্লায় নিখোঁজ ২ শিশুর লাশ তিতাস নদী থেকে উদ্ধার
সংগৃহীত ছবি

কুমিল্লার হোমনায় তিতাস নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ মাহবুব (৯) ও মারিয়া আক্তার (১১) নামের দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (৬ এপ্রিল) দুপুরে হোমনা পৌরসভার শ্রীমদ্দি গাঙ্গুলবাড়ী এলাকার তিতাস নদীর ঘাটের পাশে থাকা ড্রেজার ও ভাল্কহেডের পাশে কচুরিপানার নিচ থেকে নিখোঁজ মারিয়ার লাশ ও একই গ্রামের চরেরগাঁও এলাকা থেকে মাহবুবের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলো নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার আলী নেওয়াজের মেয়ে মারিয়া আক্তার (১১) এবং গাজীপুর টঙ্গীর এলাকার মো. বিল্লাল হোসেনের ছেলে মাহবুব হোসেন (৯)। 

মাহবুব গত শনিবার হোমনার শ্রীমদ্দী গ্রামে তার নানার বাড়ি ও মারিয়া আক্তার ঈদের দুই দিন পর ফুফাতো বোনের বাড়িতে বেড়াতে আসে।

স্থানীয়রা বাসিন্দারা জানায়, মাহবুব শনিবার দিন নানার বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে আত্মীয়-স্বজনরা ভেবেছিল মাহবুব হারিয়ে গেছে। সকালে মাটি কাটার লোক খালি নৌকা নিয়ে মাটি আনতে গেলে কচুরিপানার নিচে মাহবুবকে দেখতে পেয়ে তার মরদেহ ওপরে তোলে।

অন্যদিকে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে মারিয়া আক্তারের মরদেহ তিতাস নদী থেকে উদ্ধার করা হয়।

মারিয়ার পরিবার নারায়ণগঞ্জে থাকে। তার মরদেহ উদ্ধারের পর হোমনা উপজেলার হুজুরকান্দিতে নিয়ে যাওয়া হয়। শনিবার দুপুরে মারিরায় ফুফাত বোনের তিতাস নদীতে সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে বিকেলে চাঁদপুরের ডুবুরিদল উদ্ধার অভিযান করেও মারিয়াকে উদ্ধার করা যায়নি।

হোমনা ফায়ার সার্ভিসের হাবিলদার দিদারুল আলম বলেন, ‘শনিবার খবর পেয়ে আমরা নদীতে খোঁজাখুঁজি করেছি। এরপর চাঁদপুর থেকে ডুবুরিদল এনে মারিয়াকে উদ্ধারের চেষ্টা করা হয়েছে। রবিবার দুপুর ১২টা পর্যন্ত ডুবুরিদল চেষ্টা করে পায়নি। আমরা আশপাশে ৩ কিলোমিটার এলাকায় নৌকা দিয়ে খোঁজাখুঁজি করি, এক পর্যায়ে ঘাটের পাশে থাকা ড্রেজার ও ভাল্কহেডের এখানে কচুরিপানা পাশে মারিয়ার মরদেহ পাওয়া যায়।’

মাটি কাটার নৌকার আহম্মেদ নবী বলেন, ‘সকালে আমরা খালি নৌকা নিয়ে মাটি ভরাট করতে যাচ্ছিলাম।

চরেরগাঁওয়ের কাছে গেলে সকাল পৌনে ৭টার দিকে লোকজন মাহবুবের মরদেহ দেখতে পেয়ে আমাদের জানালে আমরা গিয়ে মরদেহ উদ্ধার করি।’

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা বলেন, ‘শনিবার দুই শিশু নিখোঁজ খবর পেয়ে আমাদের পুলিশ সদস্যরাও উদ্ধার অভিযানে গিয়েছিলেন। পরিবারে কাছ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। শিশু দুটির মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

প্রাসঙ্গিক
মন্তব্য

আনোয়ারায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, আনােয়ারা
নিজস্ব সংবাদদাতা, আনােয়ারা
শেয়ার
আনোয়ারায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় পুকুরের পানিতে ডুবে তাওহীদুল ইসলাম নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার রায়পুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পুজিলির বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তাওহীদ স্থানীয় মো. জসিমের ছেলে।

স্থানীয়রা জানায়, বিকেলে পরিবারের অজান্তেই পুকুরে পড়ে যায় তাওহীদুল ইসলাম।

পরবর্তীতে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় তাকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘হাসপাতালে আসার আগেই শিশুটির মৃত্যু হয়, ডাক্তার তাকে পরিবারের কাছে হস্তান্তর করেছে।’

মন্তব্য

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ২ রেস্তোরাঁকে জরিমানা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ২ রেস্তোরাঁকে জরিমানা
সংগৃহীত ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রামের মিয়া বাজার এলাকায় বিলাসবহুল দুটি রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও পরিবেশন করার অভিযোগে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৬ এপ্রিল) দুপুরে আদালতটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

জানা গেছে, মহাড়সকের চৌদ্দগ্রামের মিয়া বাজারের হোটেল টাইম স্কয়ার ও তাজমহল রেস্তোরাঁয় বিলাসবহুল যাত্রীবাহী বাস যাত্রাবিরতি করে। রেস্তোরাঁগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না, ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ করা এবং কোনো প্রকার লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করে আসছে দীর্ঘদিন যাবৎ।

এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত রবিবার দুপুরে অভিযান পরিচালনা করেন। এতে করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হোটেল তাজমহলকে ১ লাখ টাকা ও টাইম স্কয়ার হোটেলকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরো পড়ুন
জায়গা খালি করতে দিনমজুরের বসতবাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

জায়গা খালি করতে দিনমজুরের বসতবাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ আ. লীগ নেতার বিরুদ্ধে

 

ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, এ হোটেলগুলোতে ঢাকা-চট্টগ্রাম যাতায়াতকারী বিলাসবহুল যাত্রীবাহী গাড়ি যাত্রাবিরতি করে। অথচ হোটেলগুলোতে খাবার প্রস্তুতের স্থান অপরিচ্ছন্ন পাওয়া যায়, ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ করা হয় ও হোটেলের নিজস্ব কারখানায় দই, রসমালাইসহ নানা ধরনের মিষ্টান্ন তৈরি করা হলেও এই ধরনের খাদ্যদ্রব্য প্রস্তুতের কোনো লাইসেন্স তাদের নেই।

প্রস্তুতকৃত এসব খাদ্যদ্রব্যের গায়ে উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণের তারিখ পাওয়া যায়নি।

এসব বিষয়ে প্রমাণ পাওয়াতে ভোক্তা অধিকার আইনে দুই হোটেলকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়

মন্তব্য

সর্বশেষ সংবাদ