আনোয়ারায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, আনােয়ারা
নিজস্ব সংবাদদাতা, আনােয়ারা
শেয়ার
আনোয়ারায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় পুকুরের পানিতে ডুবে তাওহীদুল ইসলাম নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার রায়পুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পুজিলির বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তাওহীদ স্থানীয় মো. জসিমের ছেলে।

স্থানীয়রা জানায়, বিকেলে পরিবারের অজান্তেই পুকুরে পড়ে যায় তাওহীদুল ইসলাম।

পরবর্তীতে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় তাকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘হাসপাতালে আসার আগেই শিশুটির মৃত্যু হয়, ডাক্তার তাকে পরিবারের কাছে হস্তান্তর করেছে।’

মন্তব্য

সম্পর্কিত খবর

সাঙ্গু নদীতে ফুল দিয়ে বিজু উৎসব শুরু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সাঙ্গু নদীতে ফুল দিয়ে বিজু উৎসব শুরু
সংগৃহীত ছবি

ফুল দিয়ে জলবুদ্ধ ও মা গঙ্গাদেবীর পূজা এবং ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে শুরু হলো পার্বত্য চট্টগ্রামের অন্যতম বৃহৎ সামাজিক উৎসব বিজু-বিষু। শনিবার (১২ এপ্রিল) সকাল ৭টায় বান্দরবানের সাঙ্গু নদীতে চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের মানুষজন জলবুদ্ধ ও মা-গঙ্গাদেবীকে ফুল নিবেদনের মাধ্যমে বিজু ও বিষু উৎসবের সূচনা করেন।

ভোর থেকেই নারী, পুরুষ ও শিশুরা বিভিন্ন স্থান থেকে ফুল সংগ্রহ করে ঐতিহ্যবাহী পোশাক পরে কলাপাতায় সাজানো ফুল নিয়ে সাঙ্গু নদীর তীরে জড়ো হন। মোমবাতি জ্বালিয়ে, ফুল অর্পণ করে অতীতের ভুলভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থনা করেন তারা।

সেইসঙ্গে প্রার্থনা করেন, অতীতের সব দুঃখ-কষ্ট যেন নদীর স্রোতের মতো ভেসে যায় এবং ভবিষ্যত দিনগুলো শান্তি ও সমৃদ্ধিতে কাটে।

সিদ্ধার্থ চাকমা বলেন, অতীতের ভুলভ্রান্তির জন্য জলবুদ্ধ ও মা গঙ্গাদেবীর কাছে ক্ষমা প্রার্থনা করে আগামী বছর সুখে শান্তিতে থাকার প্রার্থনা জানিয়ে ফুলবিজু উদযাপন করে থাকি।

আরো পড়ুন

কলেজ ছাত্রীকে হত্যা, ডিবির হাতে গ্রেপ্তার খুনি নাজিম

কলেজ ছাত্রীকে হত্যা, ডিবির হাতে গ্রেপ্তার খুনি নাজিম

 

মিনতি চাকমা বলেন, ভোরে উঠে বিভিন্ন স্থান থেকে ফুল সংগ্রহ করে নদীতে জলবুদ্ধ ও মা গঙ্গার উদ্দেশ্য ফুল নিবেদন করে, অতীতে ভুল করে থাকলে ক্ষমা প্রার্থনা করেছি। আগামী বছর সুখে শান্তিতে থাকার জন্য আর্শীবাদ চেয়ে আজকে ফুলবিজুর আয়োজনে অংশ নিয়েছি এবং প্রতিবছর এভাবেই নদীতে এসে বিজু উৎসব শুরু করি।

নাজিব তঞ্চঙ্গ্যা বলেন, বান্দরবানে বসবাসরত চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায় প্রতিবছরের মতো এবছর সাঙ্গু নদীতে ফুল বিজু-ফুল বিষু উদযাপন করছেন। অতীতের ভুলভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থণা করে আগামীবছর যেন সবাই সুখে শান্তিতে থাকতে পারি সেই প্রত্যাশায় মা- গঙ্গাদেবীর কাছে প্রার্থনা করেছি।

বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি—এই তিন পার্বত্য জেলায় বসবাসরত ১১টি জাতিগোষ্ঠীর (চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, চাক, ম্রো, খুমী, খেয়াং প্রমুখ) মধ্যে এটি সবচেয়ে বড় সামাজিক উৎসব। উৎসবকে কেন্দ্র করে পাহাড়ি জনপদে বইছে আনন্দের আমেজ।

আরো পড়ুন

ভুলেও ফ্রিজে রাখবেন না যে ফল

ভুলেও ফ্রিজে রাখবেন না যে ফল

 

বিজু-বৈসু-বিষু উপলক্ষে বান্দরবানের বিভিন্ন এলাকায় আয়োজিত নানা কর্মসূচির মধ্যে আরো রয়েছে— ১২ এপ্রিল বিকেল ৫টা থেকে রাতব্যাপী রেইচা উচ্চবিদ্যালয় মাঠে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ঘিলা খেলা টুর্নামেন্ট। ১৩ এপ্রিল সাংগ্রাইং র‌্যালি ও বয়স্ক পূজা। ১৪ এপ্রিল বান্দরবানের বৌদ্ধ বিচারগুলোতে বুদ্ধ মূর্তি স্নান, রাতে পিঠা তৈরি, ১৫ এপ্রিল রাজার মাঠে বলি খেলা। 

১৬ এপ্রিল থেকে ১৮ এপ্রিল রাজার মাঠে কাঙ্ক্ষিত মারমা সম্প্রদায়ের রিলংবোই (মৈত্রি পানি বর্ষণ খেলা)। এছাড়াও বান্দরবানের সাত উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে সপ্তাহব্যাপী নানা আয়োজনে মুখর থাকবে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনপদ।

মন্তব্য
চন্দনাইশ

কলেজছাত্রীকে হত্যা, ডিবির হাতে গ্রেপ্তার খুনি নাজিম

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
কলেজছাত্রীকে হত্যা, ডিবির হাতে গ্রেপ্তার খুনি নাজিম
সংগৃহীত ছবি

 

:

চট্টগ্রামের চন্দনাইশে খালাতো বোনের মেয়েকে ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্ত নাজিম উদ্দীনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজারের রামু থানার রশিদনগর ইউনিয়নের কাদমারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল। তিনি বলেন, ‘চন্দনাইশে খালাতো বোনের মেয়েকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত নাজিম উদ্দীনকে কক্সবাজারের রামু থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার পর থেকে সে পলাতক ছিল।’

মঙ্গলবার (৮ এপ্রিল) দিবাগত রাতে চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গাছবাড়িয়া নয়াপাড়া এলাকার নানার বাড়িতে কলেজ শিক্ষার্থী তামান্না নাহিদ ইয়া ওরফে আরজু আক্তারকে হত্যা করে পালিয়ে যায় তার আপন খালাতো মামা নাজিম উদ্দিন। 

একই সঙ্গে ওই কলেজ শিক্ষার্থী তরুণীর নানা ৭৫ বছর বয়সী আব্দুল হাকিম ও নানি ৬০ বছরের ফরিদা বেগমকে কুপিয়ে জখম করে সে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত আরজু চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের কাঞ্চননগর গ্রামের সওদাগরপাড়া এলাকার আনোয়ার হোসেনের মেয়ে। পটিয়া কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ছিল সে।

মন্তব্য

লক্ষ্মীপুরে বাড়ি ফেরার পথে যুবককে গুলি

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর প্রতিনিধি
শেয়ার
লক্ষ্মীপুরে বাড়ি ফেরার পথে যুবককে গুলি

লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ অবস্থায় রুবেল হোসেন নামে এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাম হাতের কব্জিতে গুলি লেগেছে। শুক্রবার (১১ এপ্রিল) রাত ১১টার দিকে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের পূর্ব চৌপল্লী গ্রামের বেপারি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

এদিকে খবর পেয়ে জেলা পুলিশ সুপার (এসপি) আকতার হোসেন হাসপাতাল পরিদর্শনে গেছেন। এসময় তিনি রুবেল ও তার সঙ্গে থাকা লোকজনের সঙ্গে কথা বলেন। 

আহত রুবেল পূর্ব চৌপল্লী গ্রামের বেপারি বাড়ির আব্দুল কুদ্দুসের ছেলে। তবে কে বা কারা গুলি করেছে তা দেখেননি বলে জানিয়েছেন রুবেল।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ে রুবেল ও কদু আলমগীরের মধ্যে বিরোধ চলে আসছে। দুজনই পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্রসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। ঘটনার সময় বাজার থেকে বাড়ি যাওয়ার পথে রুবেলকে দুর্বৃত্তরা গুলি করে।

আগ থেকেই দুর্বৃত্তরা ঘটনাস্থলে ওত পেতে ছিল।

হাসপাতালে আহত অবস্থায় রুবেল জানায়, চৌপল্লী বাজার থেকে ঘটনার সময় তিনি বাড়ি যাচ্ছিলেন। ঘটনাস্থল পৌঁছালে পেছন থেকে তাকে গুলি করা হয়। এতে গুলিটি তার বাম হাতের কব্জিতে বিদ্ধ হয়। তবে কে বা কারা গুলি করেছে তিনি তা দেখেননি।

একপর্যায়ে তিনি অচেতন হয়ে রাস্তায় পড়ে যান।

তিনি আরো বলেন, অস্ত্রধারী সন্ত্রাসী কদু আলমগীর আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা চেয়েছে। এলাকায় থাকতে হলে টাকা দিতে হবে। তা না হলে আমাকে হত্যা করবে বলে হুমকি দেয়। তিনবার আমার বাড়িতে লোকজন পাঠিয়ে আমাকে হুমকি দিয়েছে।

বাম হাতের কব্জিতে গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি এসেছেন জানিয়ে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলাশীষ রায় বলেন, তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) আকতার হোসেন গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক ব্যবসা নিয়ে দু'পক্ষের মধ্যে দ্বন্দ্ব ছিল। এর জের ধরেই রুবেলকে গুলি করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য

যে লঙ্কায় যায় সেই রাবণ হয় : সিংগাইরে নুরুল হক নুর

মোবারক হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ)
মোবারক হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ)
শেয়ার
যে লঙ্কায় যায় সেই রাবণ হয় : সিংগাইরে নুরুল হক নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, যে লঙ্কায় যায় সেই রাবণ হয়। দেশের মানুষ আর এই রাজনীতি চায় না। মানুষ দেশের উন্নয়ন চায়। কাজেই দেশের উন্নয়নের জন্য প্রয়োজনীয় সংস্কার প্রয়োজন।

শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় মানিকগঞ্জের সিংগাইর গণঅধিকার পরিষদ আয়োজিত সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ভিপি নুর বলেন, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এই গণ-অভ্যুত্থান নিয়ে কেউ চেতনার ব্যবসা করবেন না। গণ-অভ্যুত্থান কোনো রাজনৈতিক দল কিংবা ব্যক্তি বা একক কোনো প্রতিষ্ঠানের জন্য হয়নি।

এই অভ্যুত্থান হয়েছে দল, মত নির্বিশেষে ছাত্র-জনতা ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে। কাজেই এই অভ্যুত্থানকে বিফল হতে দেওয়া যাবে না।

তিনি বলেন, দেশে ৫৩ বছরের রাজনীতিতে বহু সরকার দেখেছে, বহু প্রধানমন্ত্রী দেখেছে জনগণ। নির্বাচনের আগে বহু আশা-আকাঙ্ক্ষার কথা বললেও ক্ষমতায় গিয়ে সব ভুলে যায়।

রাষ্ট্র সংস্কারের পরেই নির্বাচন হবে। নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে একটি মহল রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করছে।

তিনি আরো বলেন, দেশের মানুষের উন্নয়নের জন্য নির্বাচিত সরকার যেমন প্রয়োজন। আবার সংস্কারও প্রয়োজন। রাজনৈতিক দলগুলোর জন্য আত্মসুদ্ধি ও আত্মসংযমের সময় এখন।

সাধারণ মানুষের কাছে নিজেদের অবস্থান তুলে ধরার সময় এখন। কাজেই জাতীয় নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার করা জরুরি।

ভিপি নুর বলেন, বিএনপি, জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদসহ দেশে প্রায় ৫০টির মতো নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। আমরা যখন নির্বাচন চাইব তখনই নির্বাচন হবে। তাছাড়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ইতিমধ্যে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন, আগামী ডিসেম্বর অথবা পরের বছরের জুন মাসের মধ্যে নির্বাচন হবে। আশা করছি সংস্কার শেষে নির্ধারিত সময়ের মধ্যেই দেশে নির্বাচন হবে। আমার মতে দলীয় প্রধান ও রাষ্ট্রের প্রধান এক ব্যক্তি হতে পারবেন না। সরকারের মেয়াদ হতে হবে ৪ বছর। 

সিংগাইর উপজেলা গণধিকার পরিষদের সভাপতি আলামিন দেওয়ানের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। তিনি বলেন, আমাদের দল থেকে তিনটি দাবি জানিয়েছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, গণহত্যার বিচার ও প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন।

সিংগাইর উপজেলা গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবুর সঞ্চালনায় জনসভায় অন্যন্যের মধ্যে বক্তব্য দেন, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, শিক্ষা বিষয়ক সম্পাদক জাহিদুর রহমান বিশ্বাস, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, যুব অধিকারের সাধারণ সম্পাদক নাদিম হাসন, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-সম্পাদক সবুজ হোসেন ও দপ্তর সম্পাদক মো. তোহা। এসময় গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য হাবিবুর রহমান রিজু, মাহফুজুর রহমান খান ও গণধিকার পরিষদের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, মানিকগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি হাসান আলী, সিংগাইর যুব অধিকার পরিষদের সভাপতি শহিদুল ইসলাম, সিংগাইর ছাত্র অধিকার পরিষদের সভাপতি মনির হোসেন ও সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মুরাদসহ গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় জেলা এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ