বগুড়ায় বিশেষ অভিযানে সংখ্যালঘুর বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় এজাহারনামীয় প্রধান আসামি মো. রহিমকে (৩৮) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানাধীন কানাইপুকুর বাজার থেকে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ রবিবার কালের কণ্ঠকে তথ্যটি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ওসি/ডিবি)পরিদর্শক ইকবাল বাহার। গ্রেপ্তার রহিম বগুড়ার শিবগঞ্জ উপজেলার কুড়াহার কাঁঠালকুশি এলাকার মো. মমতাজের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ওসি/ডিবি)পরিদর্শক ইকবাল বাহার জানান, বাদী শ্রী সুইট চন্দ্র মণ্ডল চলতি মাসের ৪ তারিখে বগুড়া জেলার শিবগঞ্জ থানায় হাজির হয়ে এজাহার দায়ের করেন। পরবর্তীতে এ বিষয়ে শিবগঞ্জ থানায় দণ্ডবিধির ১৪৩/৪৪৮/৪২৭/৪৩৫/৩৮০/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০ ধারায় একটি মামলা করা হয়।
পরে বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসার সার্বিক দিকনির্দেশনায় জেলা ডিবি পুলিশের পরিদর্শক রাকিব হোসেনের নেতৃত্বে ডিবি বগুড়ার একটি চৌকস টিম তথ্য-প্রযুক্তি ও নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সমর্থ হয়।
বিস্তারিত জানতে তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই কাওসার মাহমুদের যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীনুজ্জামান জানান, বাদীর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং অন্যান্য আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।