রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারীম পেশাদার মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৫ এপ্রিল) মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন রুবেল (২৭), মুরাদ (২৫), মিরাজ (২৫), জাবেদ (৩০), সাম (২০), মুনসুর (৩৬), আরিফ (২৪), মন্টি পাটোয়ারী (২৭), জামিল (৪৫), সজল (২৮), রাশেদ (৩০), শোয়েব (২২), তাহিদুল (১৮), মাহাফুজ (১৮) ও আারিফ (২৫)।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে ছিনতাইকারী, পেশাদার মাদক কারবারি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।