ঢাকা, রবিবার ২০ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ২০ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

৬৪ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
৬৪ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক
জোয়ানা চাইল্ড। ছবি : এক্স

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ বয়সী খেলোয়াড় হিসেবে অভিষেকের নজির গড়েছেন পর্তুগিজ নারী ক্রিকেটার জোয়ানা চাইল্ড। গত ৭ এপ্রিল পর্তুগালের হয়ে নরওয়ের বিপক্ষে ম্যাচে এই রেকর্ড গড়েন জোয়ানা। 

মাঠে নামার সময় জোয়ানার বয়স ছিল ৬৪ বছর ১৮১ দিন। ফকল্যান্ড দ্বীপপুঞ্জের অ্যান্ড্রু ব্রাউনলি (৬২ বছর ১৪৫ দিন) এবং কেম্যান দ্বীপপুঞ্জের ম্যালি মুরকে (৬২ বছর ২৫ দিন) পেছনে ফেলে সবচেয়ে বেশি বয়সে অভিষেক হওয়ার তালিকায় এখন দ্বিতীয় স্থানে রয়েছেন জোয়ানা।

তার আগে রয়েছেন জিব্রাল্টারের স্যালি বার্টন। যার অভিষেক হয়েছিল ৬৬ বছর ৩৩৪ দিনে। 

অভিষেক ম্যাচে জোয়ানার পারফরম্যান্স ছিল খারাপ— মাত্র ২ রান করে আউট হলেও ১১০ রানের টার্গেট ডিফেন্ড করে জয় পায় পর্তুগাল। জোয়ানাকে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচেও একাদেশে রাখা হয়।

সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি চাইল্ড। বল করতে নেমে চার বলে ১১ রান দেন। সিরিজের শেষ ম্যাচে ব্যাট ও বল কোনোটাই করার সুযোগ পাননি জোয়ানা। তার দল ২-১ ব্যবধানে সিরিজ জেতে।

মন্তব্য

সম্পর্কিত খবর

ব্রাজিলের কোচ হওয়া নিয়ে যা জানালেন ক্লপের এজেন্ট

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
ব্রাজিলের কোচ হওয়া নিয়ে যা জানালেন ক্লপের এজেন্ট
ইয়ুর্গেন ক্লপ। ছবি : এএফপি

লিভারপুলে প্রায় এক দশক কাটানোর পর ২০২৪ সালে কোচের দায়িত্ব ছাড়েন ইউর্গেন ক্লপ। ক্লাবটির সঙ্গে দারুণ সফল সময় পার করলেও শারীরিক ও মানসিক ক্লান্তির কারণে কোচিং থেকে বিরতি নেন বলে জানিয়েছিলেন তিনি। কোচিং ছাড়ার পর চলতি বছরের শুরুতে রেড বুলের হেড অব গ্লোবাল সকার পদে যোগ দেন তিনি। তবে কয়েক মাস পার হতে না হতেই জোর গুঞ্জন উঠেছে, ক্লপ নাকি সেখানে সুখে নেই।

এর পর ক্লপকে ঘিরে শুরু হয় গুঞ্জন। তাকে রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য কোচ হিসেবে দেখছেন অনেকেই। মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনচেলোত্তি হয়তো বিদায় নিতে পারেন, আর ব্রাজিল জাতীয় দলও নতুন কোচের সন্ধানে রয়েছে।

তবে সেসব খবর উড়িয়ে দিয়েছেন ক্লপের এজেন্ট মার্ক কোসিকে।

কোসিকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘ইয়ুর্গেন (ক্লপ) তার নতুন দায়িত্বে (রেড বুলের হেড অব গ্লোবাল সকার) খুবই খুশি। কোচিংয়ে ফেরার কোনো পরিকল্পনা আপাতত নেই।’

জার্মান সাংবাদিক ফ্লোরিয়ান প্লেটেনবার্গ-ও নিশ্চিত করেছেন,  ক্লপের আগামী মৌসুমে কোনো দলের হেড কোচ হিসেবে যোগ দেওয়ার কোনও ইচ্ছা নেই — এমনকি সেটা রিয়াল মাদ্রিদ বা ব্রাজিল জাতীয় দল হলেও না।

তবে বিভিন্ন ক্লাব ও জাতীয় দল ইতোমধ্যে তার সঙ্গে যোগাযোগ করেছে বলেও জানান তিনি।

 

গত মাসে দোরিভাল জুনিয়রকে বরখাস্ত করার পর থেকে নতুন কোচ খুঁজছে ব্রাজিল। তাদের প্রথম পছন্দ কার্লো আনচেলোত্তি। তার ওপর ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের নজর অনেক আগে থেকে। গত বুধবার আর্সেনালের বিপক্ষে হেরে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে রিয়ালের বিদায়ের পর ক্লাবটিতে আনচেলোত্তির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

মন্তব্য

পিএসএলে নতুন রাজা হাসান আলী, ভাঙলেন ওয়াহাবের রেকর্ড

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
পিএসএলে নতুন রাজা হাসান আলী, ভাঙলেন ওয়াহাবের রেকর্ড
হাসান আলী।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ইতিহাসে নিজের নাম লেখালেন করাচি কিংসের ফাস্ট বোলার হাসান আলি। পেশাওয়ার জালমির সাবেক পেসার ওয়াহাব রিয়াজকে ছাড়িয়ে টুর্নামেন্টের ইতিহাসে সর্বাধিক উইকেট শিকারের রেকর্ড গড়েন হাসান।

করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে গতকাল শুক্রবার কোয়েটা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন হাসান। কোয়েটার অলরাউন্ডার নেওয়াজকে আউট করে করে এই রেকর্ডের মালিক বনে যান ডানহাতি পেসার।

এটি পিএসএলে ১১৪তম উইকেট তার। এই অর্জনের মাধ্যমে ওয়াহাব রিয়াজকে (১১৩ উইকেট) পেছনে ফেলে পিএসএলের সর্বকালের সেরা উইকেট শিকারী তালিকায় শীর্ষে উঠে আসেন হাসান।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো—হাসান এই কৃতিত্ব অর্জন করেছেন মাত্র ৮৩ ইনিংসে, যেখানে ওয়াহাবকে ৮৭ ইনিংস খেলতে হয়েছিল।

পিএসএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকা 

ক্রমিক নং  নাম উইকেট ইনিংস
১. হাসান আলী ১১৫ ৮৪
২. ওয়াহাব রিয়াজ ১১৩  ৮৭
৩. শাহিন শাহ আফ্রিদি ১০৮ ৭৪
৪. শাদাব খান ৯৭ ৮৭
৫. ফাহিম আশরাফ ৭৯ ৭৩
প্রাসঙ্গিক
মন্তব্য

টেনিস তারকা মারিয়া শারাপোভার জন্মদিন আজ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
টেনিস তারকা মারিয়া শারাপোভার জন্মদিন আজ
সংগৃহীত ছবি

রাশিয়ান টেনিস তারকা মারিয়া শারাপোভার জন্মদিন আজ। শারাপোভা ১৯৮৭ সালের ১৯ এপ্রিল রাশিয়ার নায়াগানে জন্মগ্রহণ করেন। সাবেক নাম্বার ওয়ান টেনিস তারকা তিনি। টেনিস কোর্টে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে সৃষ্টি করেছেন অসংখ্য ভক্ত-সমর্থক।

 

রাশিয়ান লাস্যময়ী টেনিস তারকা মারিয়া শারাপোভা। টেনিস খেলা শুরু করেন একেবারে ছোটবেলা থেকে। মূলত ২০০০ সালে এডি হার আন্তর্জাতিক জুনিয়র টেনিস প্রতিযোগিতার শিরোপা জয়ের মধ্য দিয়ে তার টেনিস ক্যারিয়ার শুরু। পরের বছর পেশাদার টেনিস খেলোয়াড় হিসেবে নাম লেখান প্যাসিফিক লাইফ ওপেন টেনিসে।

 

আরো পড়ুন
শীতলক্ষ্যায় নৌকাডুবি, নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার

শীতলক্ষ্যায় নৌকাডুবি, নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার

 

বর্তমানে নয় নাম্বার র‌্যাঙ্কিংয়ে থাকা এই টেনিস তারকা শুধু খেলা দিয়েই নয়, অত্যন্ত ফ্যাশন সচেতনতার জন্যও ব্যাপক পরিচিত। মাত্র ১৪ বছর বয়সে পেশাদার টেনিসে নাম লেখানোর পর জিতেছেন অসংখ্য শিরোপা। এখন পর্যন্ত তিনি পাঁচটি গ্রান্ডস্ল্যামসহ জিতেছেন চৌত্রিশটি ডব্লুউটিএ এককের শিরোপা। 

রাশিয়ার এক নম্বর এই টেনিস তারকা জিতেছেন দুটি ফ্রেঞ্চ ওপেনে আর একটি করে উইম্বলডন, ইউএস ওপেন ও অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা।

টেনিসে অসাধারণ প্রতিভার জন্য ২০১১ সালে তিনি বিশ্বের সেরা ৩০ জন প্রমীলা টেনিস খেলোয়াড়ের তালিকায় জায়গা করে নেন। পরের বছরেই জায়গা করে নেন সর্বকালের সেরা একশ টেনিস তারকার তালিকায়। 

আরো পড়ুন
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি

 

বেশ কয়েক বছর ধরে কোর্টের বাইরে এই টেনিস সেনসেশন বিশ্বের নামী ব্র্যন্ডের মডেল হিসেবেও কাজ করে আসছেন। ২০০৭ সালে জাতিসংঘের ডেভলপমেন্ট প্রোগ্রম-এর শুভেচ্ছা দুত হিসেবেও নিযুক্ত হন শারাপোভা।

মন্তব্য
এএইচএফ কাপ হকি

দারুণ জয়ে শুরু বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
দারুণ জয়ে শুরু বাংলাদেশের
কাজাখস্তানকে ৫-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। ছবি: এশিয়ান হকি ফেডারেশন

দারুণ জয়ে এএইচএফ কাপ শুরু করেছে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার জাকার্তায় শুক্রবার এএইচএফ কাপ হকির পুল ‘বি’-তে নিজেদের প্রথম ম্যাচে ৫-১ গোলে কাজাখস্তানকে হারিয়েছে বাংলাদেশ। জোড়া গোল করেন আশরাফুল ইসলাম। বাকি তিন গোলদাতা নাঈম উদ্দিন, রাকিবুল ইসলাম ও সোহানুর রহমান সবুজ।

বৃষ্টিস্নাত ম্যাচে পেনাল্টি কর্নার থেকে এগিয়ে যাওয়ার উপলক্ষ এলো দ্বিতীয় কোয়ার্টারে। কাজাখস্তান দ্রুতই সমতা ফেরাল। তবে তৃতীয় কোয়ার্টারে ছড়ি ঘুরিয়ে বাংলাদেশ তুলে নিল দাপুটে জয়।

পঞ্চম মিনিটে প্রথম পেনাল্টি কর্নায় পায় বাংলাদেশ, সুযোগটি যদিও কাজে লাগাতে পারেনি তারা।

দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেও পেনাল্টি কর্নার কাজে লাগাতে ব্যর্থ আশরাফুল-রাকিবুলরা। অবশেষে পেনাল্টি কর্নার থেকেই ২৪তম মিনিটে খোলে ম্যাচের ডেডলক। নিখুঁত ড্রাগ ফ্লিকে লক্ষ্যভেদ করেন আশরাফুল। এর একটু পরই মুষলধারে বৃষ্টিতে খেলা বন্ধ থাকে ২০ মিনিট।
৩০ মিনিটে কাজাখস্তান ম্যাচে সমতা ফেরায়। ৩৮ মিনিটে বাংলাদেশ আবারও লিড নেয়। পরের মিনিটে রাকিবুলের ফিল্ড গোলে স্কোরলাইন হয় ৩-১। ৪৪ মিনিটে বাংলাদেশ চতুর্থ গোল করে কাজাখস্তানকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেয়। ম্যাচ শেষের এক মিনিট আগে আশরাফুল পেনাল্টি কর্নার থেকে দলের পঞ্চম ও নিজের দ্বিতীয় গোলটি করেন।

আগামী রবিবার দ্বিতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। থাইল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে হেরে এই প্রতিযোগিতা শুরু করেছে স্বাগতিকরা।

মন্তব্য

সর্বশেষ সংবাদ