শিলিগুড়ি করিডর ঘিরে বাড়ছে বিএসএফের তৎপরতা, সীমান্তে সতর্কবার্তা

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
শেয়ার
শিলিগুড়ি করিডর ঘিরে বাড়ছে বিএসএফের তৎপরতা, সীমান্তে সতর্কবার্তা
সংগৃহীত ছবি

ভারত-বাংলাদেশ সীমান্তে দিন দিন বাড়ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তৎপরতা। বিশেষত উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার সীমান্ত এলাকা থেকে শুরু করে শিলিগুড়ি পর্যন্ত বিস্তৃত অংশে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সীমান্তবর্তী গ্রামগুলোতে মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে—সীমান্ত সিল করা হচ্ছে। কোনো ধরনের সন্দেহজনক চলাচল দেখলেই নেওয়া হবে তাৎক্ষণিক ব্যবস্থা।

শিলিগুড়ি করিডর নিয়ে চরম সতর্কতা : 

ভারতের কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গেছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করে রাখা মাত্র ২২ কিলোমিটার দীর্ঘ একটি সরু ভূখণ্ড—যাকে বলা হয় শিলিগুড়ি করিডর বা ‘চিকেন নেক’। এই অংশটিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ভারতীয় নিরাপত্তা সংস্থার সর্বোচ্চ সতর্কতা।

সরকারের শীর্ষ মহলের ধারণা, এই অংশটির মাধ্যমে চীন-সমর্থিত কোনো গুপ্তচর বা অনুপ্রবেশকারী বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতে ঢুকে পড়তে পারে। এ জন্য শিলিগুড়ি করিডরকে ঘিরে সীমান্ত নিরাপত্তাব্যবস্থাকে সর্বোচ্চ স্তরে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী ও চীনের সম্পর্ক নিয়ে সন্দেহ : 

ভারতীয় গোয়েন্দা সংস্থা ও প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক সময়ের চীন-বাংলাদেশ সামরিক কূটনৈতিক সম্পর্ক ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের চীন সফর এবং চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে বৈঠকের খবরের পর ভারতীয় নীতিনির্ধারকদের মধ্যে শঙ্কা আরো বেড়েছে।

স্বাধীনতাকামী আন্দোলনের শঙ্কা :

এই করিডরে চোরাগোপ্তা হামলার সম্ভাবনা নিয়ে আরেকটি আশঙ্কার কথা জানিয়েছেন ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা। তাদের মতে, উত্তর-পূর্বাঞ্চলের কিছু রাজ্যে দীর্ঘদিন ধরে সক্রিয় স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর পক্ষে এই সুযোগটা হতে পারে মোক্ষম।

ভারতীয় নিরাপত্তাব্যবস্থা যদি এই করিডরে দুর্বলতা দেখায়, তাহলে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো নতুন করে মাথাচাড়া দিতে পারে।

সীমান্ত এলাকায় গ্রামে গ্রামে সতর্কবার্তা :

উত্তর দিনাজপুর, ইসলামপুর, কোচবিহার—এই অঞ্চলের সীমান্তবর্তী গ্রামগুলোতে বিএসএফের পক্ষ থেকে সরাসরি মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, রাতের বেলায় অপ্রয়োজনীয় চলাফেরা এড়িয়ে চলতে এবং সন্দেহজনক কোনো কিছু চোখে পড়লে সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসন বা বিএসএফকে জানাতে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘গত কয়েক দিন ধরেই প্রতিদিন মাইকিং হচ্ছে। সীমান্তে আগের চেয়ে অনেক বেশি সৈন্য দেখা যাচ্ছে।

আমরা খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছি।’

আন্তর্জাতিক উত্তেজনার ছায়া : 

এই পুরো পরিস্থিতি আঞ্চলিক ভূরাজনীতির এক গভীর উত্তেজনার ইঙ্গিত বহন করে। চীন-ভারত সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপড়েনের মধ্য দিয়ে চলছে। সেইসঙ্গে বাংলাদেশকেও বিভিন্ন কৌশলগত মেরুকরণে টানার চেষ্টা করছে দুই দেশই। এই প্রেক্ষাপটে সীমান্তে এমন নিরাপত্তা জোরদার করা, মাইকিং করে সতর্কতা জারি করা এবং চোরাগোপ্তা হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে ঢাকা ও নয়াদিল্লি। কিন্তু সীমান্ত অঞ্চলের সাধারণ মানুষ পড়েছে নতুন এক দুশ্চিন্তার মধ্যে। ভারতের এই নিরাপত্তা তৎপরতা ভবিষ্যতে দুই প্রতিবেশী দেশের সম্পর্কেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

মন্তব্য

সম্পর্কিত খবর

সরকারি নলকূপের পানি নিয়ে সংঘর্ষ, আহত শতাধিক

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ প্রতিনিধি
শেয়ার
সরকারি নলকূপের পানি নিয়ে সংঘর্ষ, আহত শতাধিক
প্রতীকী ছবি

হবিগঞ্জের আজমিরীগঞ্জে গভীর নলকূপ থেকে পানি নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। রবিবারের (১৩ এপ্রিল) এই ঘটনায় উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত শতাধিক লোক আহত হয়।

স্থানীয় সূত্র জানায়, জলসুখা ইউনিয়নের বেশ কিছু এলাকায় বিগত কয়েকদিন থেকে টিউবওয়েলে পানি না উঠায় বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট দেখা দেয়। শনিবার সন্ধ্যায় মীরহাঠি গ্রামের অলি মিয়ার ২০ বছর বয়সী মেয়ে মধ্যপাড়া গ্রামের মাদ্রাসার পিছনে ওয়াহিদ মিয়ার বাড়ির সামনে সরকারি গভীর নলকূপ থেকে পানি আনতে যান।

এ সময় মাধ্যপাড়া গ্রামের আজমান মিয়ার ছেলে ওয়াসিম মিয়া পানি নিতে বাঁধা দেন। ওই কিশোরী প্রতিবাদ জানালে হাতাহাতির ঘটনা ঘটে। 

আরো পড়ুন
রংপুরে টেলিমেডিসিন সেবার উদ্বোধন

রংপুরে টেলিমেডিসিন সেবার উদ্বোধন

তারা জানায়, রবিবার সকালে জলসুখা বাজারে আজমান মিয়া ও অলি মিয়ার স্বজনদের মধ্য আবারো হাতাহাতির ঘটনা ঘটে। পরে আজমান মিয়ার পক্ষ নিয়ে ইউপি সদস্য আলা উদ্দিন মিয়ার নেতৃত্বে একদল গ্রামবাসী অলি মিয়ার স্বজনদের ওপর হামলা চালায়।

এ সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

তারা আরো জানায়, সংঘর্ষ চলাকালে কয়েকটি বসত ঘর ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের নারী পুরুষসহ অন্তত শতাধিক আহত হয়েছে। সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরো পড়ুন
বাংলাদেশ ব্যাংক থেকে ২ বিলিয়ন ডলার চুরির পরিকল্পনা ছিল : আইন উপদেষ্টা

বাংলাদেশ ব্যাংক থেকে ২ বিলিয়ন ডলার চুরির পরিকল্পনা ছিল : আইন উপদেষ্টা

আজমীরিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মাঈদুল হাছান জানান, সংঘর্ষ থামাতে পুলিশ তিন রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য

রংপুরে টেলিমেডিসিন সেবার উদ্বোধন

রংপুর অফিস
রংপুর অফিস
শেয়ার
রংপুরে টেলিমেডিসিন সেবার উদ্বোধন

রংপুরের প্রান্তিক জনপদে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা নিশ্চিতে টেলিমেডিসিন সেবা চালু করলো রংপুর কমিউনিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল। রবিবার (১৩ এপ্রিল) দুপুরে নগরীর খামারপাড়া, পানবাড়ি বাজার এলাকায় টেলিমেডিসিন সেন্টারের উদ্বোধন করা হয়।

রংপুর সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা এ টেলিমেডিসিন সেবার উদ্বোধন করেন। 

এসময় রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান সরকার, উপব্যবস্থাপনা পরিচালক আল আমিন, পরিচালক স্বপন কুমার রায়, অতিরিক্ত পরিচালক মিরাজুল মহসিন, রংপুর কমিউনিটি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. ছামছুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

গ্রাহকরা জানান, সেন্টারে সেবা পেয়ে খুশি তারা। তাদের দাবি সব স্থানে এই সেবা চালু করলে ভোগান্তি কমবে। তাৎক্ষণিক ও সহজে সেবা পেতে টেলিমেডিসিন সেবা অত্যন্ত কার্যকরী। এতে তাড়াতাড়ি সেবা পাওয়ার পাশাপাশি মানুষের অর্থনৈতিক সাশ্রয় হবে।

 

নগরীর ৩৩ টি ওয়ার্ডে ১৪০টি সেন্টারের মাধ্যমে এই টেলিমেডিসিন সেবা দেয়া হবে জানিয়েছেন উদ্যোক্তারা।

মন্তব্য

ডামুড্যায় পৌর বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
শেয়ার
ডামুড্যায় পৌর বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল
ছবি : কালের কণ্ঠ

শরীয়তপুরের ডামুড্যায় পৌর বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ মিছিল করেছেন একাংশের নেতাকর্মীরা। রবিবার (১৩ এপ্রিল) বিকেল ৫টায় এই বিক্ষোভ মিছিল করা হয়।

মিছিলটি বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে স্বর্ণকারপট্টিতে এসে শেষ হয়। এ সময় নারীদের হাতে ঝাড়ু ছিল।

ডামুড্যা পৌরসভার বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রাজ্জাক মাঝি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যেসব বিএনপি নেতা আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে বিভিন্ন রকম সুযোগ-সুবিধা নিয়েছেন এবং বিএনপির কোনো কার্যক্রমে অংশগ্রহণ করেননি, সেসব নেতাকে দিয়ে গত ৭ মার্চ ডামুড্যা পৌরসভার একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 

তিনি বলেন, স্থানীয়ভাবে যেসব বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী সব আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকেও তারা আহ্বায়ক কমিটিতে পদ পায়নি। এই নগ্ন এবং ভঙ্গুর আহ্বায়ক কমিটি গঠনের নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সঙ্গে এই কমিটি বিলুপ্ত করে বিএনপির সঙ্গে যারা নিয়মিত কাজ করেছে, তাদের দিয়ে কমিটি করার দাবি জানাই।

 

বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে পৌর বিএনপি থেকে বহিষ্কৃত নেতাকে আহ্বায়ক করে পকেট কমিটি ঘোষণা করেছেন। কমিটির বেশির ভাগ লোক এলাকায় থাকে না। তারা আওয়ামী লীগ থেকে নিয়মিত সুযোগ-সুবিধা নিয়েছে। এমনকি তারা গত সরকারের আমলে বিভিন্ন নির্বাচনে প্রার্থীদের সঙ্গে নির্বাচনের প্রচার-প্রচারণা করেছে অথচ এত বছর তারা সুযোগসন্ধানী ছিল, এখনো তারা সুযোগসন্ধানী হয়ে রয়েছে; আমরা এই কমিটি মানি না।

অবিলম্বে এই অবৈধ পকেট কমিটি বাতিল করে নতুন করে কমিটি গঠনের জোর দাবি জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রাজ্জাক মাঝি, সাবেক পৌর যুবদল সভাপতি আসাদুজ্জামান লাতু খান, সাবেক সাংগঠনিক সম্পাদক ডাক্তার জাহের, বিএনপি নেতা সাব্বির রহমান শিকদার, রাজা বেপারীসহ পৌরসভার দুই শতাধিক নেতাকর্মী।

মন্তব্য

সিএনজিস্ট্যান্ড দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
শেয়ার
সিএনজিস্ট্যান্ড দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনার ঈশ্বরদীতে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছেন। আজ রবিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার দাশুড়িয়া নতুন গোলচক্কর মোড়ে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মনোয়ারুল দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি বলে জানা গেছে। মনোয়ার একই ইউনিয়নের নওদাপাড়া এলাকার আবুল কালাম প্রামাণিকের ছেলে।

 

স্থানীয় বিএনপির নেতারা জানান, ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের চাঁদপুর লক্ষ্মীকোলা, দাশুড়িয়া বস্তিপাড়া এলাকায় মাটি কাটা, দাশুড়িয়া মোড়ের সিএনজিস্ট্যান্ড, বাস কাউন্টারসহ বিভিন্ন পয়েন্ট থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিপন প্রামাণিক ও তার বড় ভাই স্থানীয় শ্রমিক ইউনিয়নের সভাপতি রকু প্রামাণিকের সঙ্গে দাশুড়িয়া ইউনিয়ন যুবদলের সদস্যসচিব বিপুল মোল্লার সংঘর্ষসহ রেষারেষি চলে আসছিল। বিপুল মোল্লার নেতৃত্বে চাঁদপুর লক্ষ্মীকোলাসহ বেশ কয়েকটি স্থানে মাটি কাটা হচ্ছিল। আর রিপন প্রামাণিক ও তার ভাই শ্রমিক নেতা রকু প্রামাণিকের নেতৃত্বে দাশুড়িয়ার সিএনজি, অটোরিকশাসহ বেশ কিছু পয়েন্ট থেকে চাঁদা তোলা হচ্ছিল।

সূত্র মতে, গত শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যা থেকে দাশুড়িয়া সিএনজিস্ট্যান্ডসহ বেশ কিছু স্থান থেকে রিপন ও রকুকে চাঁদা তুলতে বাধা দেয় বিপুল মোল্লা গ্রুপ।

তখন ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিপন প্রামাণিকের বড় ভাই ও স্থানীয় শ্রমিক ইউনিয়নের সভাপতি রকু প্রামাণিকের সঙ্গে দাশুড়িয়া ইউনিয়ন যুবদলের সদস্যসচিব বিপুল মোল্লার বাগবিতণ্ডা হয়। পরে দুই পক্ষের সংঘর্ষে বিপুল মোল্লাসহ তার অনুসারী কয়েকজন আহত হন। এই ঘটনায় বিপুল মোল্লা গ্রুপের লোকজন শ্রমিক ইউনিয়ন নেতা রকু প্রামাণিকের অফিস ভাঙচুর করে। এ নিয়ে দুই পক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগও করে।
এসব নিয়ে দুই গ্রুপের মধ্যে বেশ উত্তেজনা চলছিল।

আরো পড়ুন
কালের ক্রমে জৌলুস হারিয়েছে চৈত্র সংক্রান্তির ‘ঘুড়ি উৎসব’

কালের ক্রমে জৌলুস হারিয়েছে চৈত্রসংক্রান্তির ‘ঘুড়ি উৎসব’

 

এই উত্তেজনা নিরাসনের জন্য পাবনা জেলা বিএনপির নেতৃবৃন্দের নির্দেশে সালিস বৈঠকের মাধ্যমে মীমাংসার কথা বলে রবিবার দুপুরে দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সুলভ মালিথার বাড়িতে দুই পক্ষ থেকে ডাকা হয়। কিন্তু ঘটনাস্থলে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিপন প্রামাণিক ও তার বড় ভাই শ্রমিক ইউনিয়নের সভাপতি রকু প্রামানিকের নেতৃত্বে দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মনোয়ারুল ইসলামের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে মনোয়ারের মাথা ও পিঠে কুপিয়ে জখম করে। একই সঙ্গে হামলাকারীরা মনোয়ারকে গুলি করে।

এতে দুটি গুলি মনোয়ারের পেটে ও কোমরে বিদ্ধ হয়। স্থানীয়রা আহত মনোয়ারকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

আরো পড়ুন
আ. লীগ আমলের ১০ অর্থনৈতিক অঞ্চল বাতিল করল সরকার

আ. লীগ আমলের ১০ অর্থনৈতিক অঞ্চল বাতিল করল সরকার

 

পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ঘটনার সময় কর্তব্যরত চিকিৎসকদের বরাত দিয়ে দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথা জানান, আহত মনোয়ারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথা জানান, সিএনজিস্ট্যান্ড নিয়ে দ্বন্দ্বের জেরে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মনোয়ারুলকে যুবদল নেতা রিপন ও রকুর নেতৃত্বে গুলি করা হয়েছে। এ বিষয়ে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। দলীয় সাইনবোর্ড নিয়ে কেউ অপকর্মে জড়িত হলে তার দায় দল নেবে না। হামলাকারীরা পাবনা জেলা বিএনপির নেতাদের নির্দেশ উপেক্ষা করে এই হামলা করেছে।

ঈশ্বরদী থানার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, গুলিবিদ্ধ মনোয়ারুলকে পাবনা জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুলিবিদ্ধের ঘটনায় এখনো কোনো অভিযোগ হয়নি, তবে পূর্বের ঘটনায় দুই পক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে। দ্রুতই জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ