ঈদের ঢাকা অনেকটাই ফাঁকা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ঈদের ঢাকা অনেকটাই ফাঁকা
সংগৃহীত ছবি

ঈদে ঢাকা ছেড়েছেন বহু মানুষ। গ্রামে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে গেল কয়েক দিন ছিল বাস কাউন্টার, রেল স্টেশন ও লঞ্চ টার্মিনালে উপচে পড়া ভিড়। তবে সোমবার ঈদুল ফিতরের দিন রাজধানীর সড়কগুলো ছিল অনেকটাই ফাঁকা। চিরাচরিত সেই ব্যস্ততা ও গণপরিবহনের ভিড় ছিল না।

দ্রুতগতির মোটরসাইকেলের চলাচল রয়েছে। যাত্রীদের চাপও দেখা গেছে কম।

দুপুরে ঢাকার বিভিন্ন সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে। সড়কে ব্যক্তিগত গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশার চলাচলও তুলনামূলক কম দেখা গেছে।

মাঝেমধ্যে ছোট পিকআপ ও অটোরিকশায় গানবাজনার মাধ্যমে কিশোরদের ঈদ উদযাপন করতেও দেখা যাচ্ছে।

দুপুর ৩টার দিকে মিরপুর, বনানী, মহাখালী, বিজয়সরণি, কুড়িল বিশ্বরোড এলাকা ঘুরে রাস্তা অনেকটা ফাঁকা দেখা যায়।

ঈদের দিনে ঢাকার ফাঁকা সড়কে বেপরোয়া হয়ে চলতে দেখা গেছে বাইকারদের। দিনভরই বিভিন্ন সড়কে বেপরোয়াভাবে গতির ঝড় তুলতে দেখা গেছে অনেককে।

তবে সকালের দিকে সড়কে কিছুটা ভিড় দেখা গেছে। ঈদের নামাজের জন্য অনেকেই বের হয়েছিলেন। আবার বিকেলের দিকেও মানুষের ভিড় দেখা যেতে পারে বলে মনে করছেন অনেকে।

মন্তব্য

সম্পর্কিত খবর

পল্লবীতে পারিবারিক সংঘাতে গোলাগুলি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
পল্লবীতে পারিবারিক সংঘাতে গোলাগুলি
ফাইল ছবি : সংগৃহীত

রাজধানীর পল্লবীতে পারিবারিক দ্বন্দ্বের জেরে সংঘাত এবং গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বাউনিয়াবাদ ই ব্লক এলাকায় এ ঘটনা ঘটে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম কালের কণ্ঠকে সংঘাতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘পারিবারিক দ্বন্দ্ব থেকে এই সংঘাতের সৃষ্টি হয়। সংঘাতে আধিপত্য বিস্তার করতে একটি গুলি ছোড়ার ঘটনা ঘটে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও ইটের আঘাতে একজনের মাথা ফেটে গেছে। এ ঘটনায় পল্লবী থানায় একটি মামলা হয়েছে।

মামলায় বাদী নিজের মাকে বিবাদী হিসেবে অভিযুক্ত করেছেন। পল্লবীতে প্রতিনিয়তই এমন ঘটনা ঘটছে।’

মামলার এজাহারে আটজন নামীয়সহ আরো অন্তত ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসীদের কাছে আগ্নেয়াস্ত্র থাকায় ছোটখাটো ঘটনাগুলোতে আধিপত্য বিস্তারের লক্ষে দু-একটি গুলি ছুড়ে আতঙ্কের সৃষ্টি করছে।

হামলাকারীদের মধ্যে পাতা সোহেল ছিল।

স্থানীয়রা জানান, ভাষানটেকের ইব্রাহিম ও মামুন বাহিনীর সদস্য পরিচয়দাতা বুক পোড়া সুজন, মাদক ব্যবসায়ী পাতা সোহেল, হোসেন, বাবলু ও তার ভাগিনাসহ অজ্ঞাত আরো ৮ জন এই হামলার সঙ্গে যুক্ত।

তাদের অভিযোগ, মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিশেষ করে আধিপত্যের লড়াই নিয়ে পল্লবীতে গোলাগুলির ঘটনা ঘটছে। আগ্নেয়াস্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ায় পল্লবীবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

গুলশানের ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
গুলশানের ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর গুলশানের কালাচাঁদপুরের এলাকার ভাড়া বাসা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে গুলশান কালাচাঁদপুরের নাজিরের ম্যাচের চতুর্থ তলার কক্ষ থেকে তাকে উদ্ধার করা হয়। মৃতের নাম নিলয় গায়েন (২৮)।

সে পেশায় ফুডপান্ডার রাইডার ছিল।

তিনি গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার চাওচা গ্রামের মৃত নিখিল গায়েনের ছেলে। বর্তমানে তিনি গুলশান এলাকার কালাচাঁদপুরের ক ৩৮/৩ নাজিরের ম্যাচে থাকতেন।

সত্যতা নিশ্চিত করে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) রাজু আহমেদ বলেন, খবর পেয়ে বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে গুলশান কালাচাঁদপুরের ৩৮/৩ নাজিরের ম্যাচের চতুর্থ তলার কক্ষ থেকে সিলিং ফ্যানের সাথে গামছা ও চাদরের অংশ দিয়ে ঝুলন্ত অবস্থায় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরে আইনি প্রক্রিয়া শেষে দুপুরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

এসআই আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এছাড়া অন্য কোনো কারণ রয়েছে কিনা তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। 

মন্তব্য

১৮ হাজার টাকার প্রতিদিনের সুদ ৬০০, দিনমজুরের আত্মহত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
১৮ হাজার টাকার প্রতিদিনের সুদ ৬০০, দিনমজুরের আত্মহত্যার অভিযোগ
প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁওয়ে পাওনা টাকার জন্য চাপ প্রয়োগ করায় বিষ পানে আত্মহত্যার অভিযোগ উঠেছে দিন মজুরের বিরুদ্ধে। মৃতের নাম আল-আমিন খান (২৪)।  তিনি পেশায় রাজমিস্ত্রীর কাজ করতেন। ফরিদপুর জেলার মধুখালী উপজেলার চাদপুর গ্রামের রইজ খানের ছেলে আল-আমিন।

বর্তমানে মেরাদিয়া মধ্যপাড়া স্ত্রী ও পাঁচ মাসের কন্যা সন্তান নিয়ে থাকতেন। 

সত্যতা নিশ্চিত করে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) অনুপ বিশ্বাস বলেন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউর সামনে থেকে গত বুধবার দিবাগত রাত (৩ এপ্রিল) দেড়টার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে সকালে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। 

আরো পড়ুন
ভারতের বিপক্ষে ড্র করে সুখবর পেয়েছেন হামজারা, শীর্ষে আর্জেন্টিনাই

ভারতের বিপক্ষে ড্র করে সুখবর পেয়েছেন হামজারা, শীর্ষে আর্জেন্টিনাই

 

তিনি বলেন,  প্রাথমিক তদন্তে জানা গেছে,  আল-আমিন খান কিছু টাকা ঋণ নিয়েছিলেন।

পাওনাদার ওই টাকার জন্য চাপ প্রয়োগ করায় গত ২১ মার্চ দিবাগত রাতে বিষ জাতীয় পদার্থ পান করেন। পরে অসুস্থ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখান থেকে আইসিইউর জন্য মালিবাগের একটি হাসপাতাল নিয়ে রাখা হয়। সেখান থেকে সর্ব শেষ মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। 

মৃতের বাবা রইজ খান বলেন, আমি যতটুকু শুনেছি, আমার ছেলে আল-আমিন তার বর্তমান বসবাসরত এলাকার এক ওষুধ ফামের্সীর দোকানীর কাছ থেকে সুদে ১৮ হাজার নিয়ে ছিল। ওই টাকার মধ্যে তিনি নিজে জন্য ১০ হাজার টাকা, আরেকজনের জন্য ৮ হাজার নিয়েছিল। যার বিনিময়ে প্রতিদিন ৬ শত টাকা করে সুদ দেয়ার কথা ছিল।

এরই মধ্যে যে ছেলে ৮ হাজার টাকা নিয়েছিল, সে পালিয়ে যায়। ওই সব টাকার জন্য পাওনাদার তাকে চাপ প্রয়োগ করায় তিনি বিষ পান করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

আরো পড়ুন
ভারতের বিপক্ষে ড্র করে সুখবর পেয়েছেন হামজারা, শীর্ষে আর্জেন্টিনাই

ভারতের বিপক্ষে ড্র করে সুখবর পেয়েছেন হামজারা, শীর্ষে আর্জেন্টিনাই

 

মৃতের বাবা রইজ আরও বলেন, ছেলে অসুস্থ থাকা অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায়  দেড় লাখ টাকার বেশি খরচ হয়। যা আমার পক্ষে দেয়া সম্ভব নয়। পরে গ্রামের বাড়িতে গিয়ে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জনের কাছ থেকে ধার-দেনা করে টাকা নিয়ে এসে পরিশোধ করতে হয়েছে। দুই বোন এক ভাইয়ের মধ্যে আল-আমিন ছিল ছোট।

মন্তব্য

ধলেশ্বরী নদীতে সেনা অভিযান : অস্ত্রসহ ডেঞ্জার গ্যাংয়ের ১৬ জন আটক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ধলেশ্বরী নদীতে সেনা অভিযান : অস্ত্রসহ ডেঞ্জার গ্যাংয়ের ১৬ জন আটক
সংগৃহীত ছবি

ধলেশ্বরী নদীর কেরানীগঞ্জের তুলসীখালী ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ডেঞ্জার গ্যাংয়ের ১৬ জনকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে সেনাবাহিনী। গতকাল বুধবার তাদের আটক করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেরানীগঞ্জের তুলসীখালী ব্রিজ এলাকায় সেনাবাহিনীর টহল দল একটি কিশোর গ্যাংয়ের ১৬ জন সদস্যকে গ্রেপ্তার করে। ওই সময়ে এই কিশোর গ্যাংয়ের সদস্যরা নদীতে নৌকার ওপর উচ্চ শব্দে গান বাজিয়ে দেশীয় অস্ত্র প্রদর্শন করে নাচানাচি করছিল।

নৌকাটিকে নিয়ন্ত্রণে নিয়ে সার্চ করে সেনাবাহিনী। পরে নৌকা থেকে ১৪ জনকে আটক ও  আটটি রামদা, সাতটি কুড়াল উদ্ধার করা হয়।

আটককৃত সবাই কিশোর গ্যাং 'ডেঞ্জার গ্যাংয়ের' সদস্য। এদের দেওয়া তথ্য অনুযায়ী গ্যাংয়ের আরো দুই জনকে আটক করে সবাইকে কেরানীগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সেনাবাহিনীর টহল দল পালিয়ে যাওয়া সদস্যদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী কর্তৃক এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ