মুন্সীগঞ্জে ট্রলার নিয়ে দেশীয় অস্ত্রের মহড়া, ১৬ কিশোর আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ প্রতিনিধি
শেয়ার
মুন্সীগঞ্জে ট্রলার নিয়ে দেশীয় অস্ত্রের মহড়া, ১৬ কিশোর আটক
সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীতে ট্রলার নিয়ে দেশীয় অস্ত্রের মহড়া ও অশ্লীল নৃত্যের অভিযোগে ১৬ কিশোর ও যুবককে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) আটকদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

গতকাল বুধবার (২ এপ্রিল) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চালিয়ে সিরাজদিখানের তুলসীখালী সেতুর নিচ থেকে ১৪ জনকে এবং পরে নবাবগঞ্জের দৌলতপুর থেকে আরো দুজনকে আটক করা হয়।

আরো পড়ুন
দেড় যুগ পর গৌরনদী কেন্দ্রীয় ঈদের জামাতে সাবেক এমপি জহির উদ্দিন স্বপন

দেড় যুগ পর গৌরনদী কেন্দ্রীয় ঈদের জামাতে সাবেক এমপি জহির উদ্দিন স্বপন

 

জানা যায়, আটকদের কাছ থেকে রামদা, ছুরি, চায়নিজ কুড়াল, হকিস্টিক ও পাইপ জব্দ করা হয়।

আটক কিশোর, যুবকরা ‘ডেঞ্জার গ্যাং’ নামের একটি অপরাধীচক্রের সদস্য বলে অভিযোগ রয়েছে। তাদের কাছ থেকে ‘ডেঞ্জার গ্যাং’ লেখা একই রঙের দুটি গেঞ্জি জব্দ করা হয়।

আরো জানা যায়, ঈদের দিন থেকে বিভিন্ন ট্রলারে করে কিশোর গ্যাং ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা তরুণরা উপজেলার চিত্রকোট ইউনিয়নের তুলসীখালী সেতুর আশপাশে ধলেশ্বরী নদীতে উচ্চ স্বরে গান বাজিয়ে অশ্লীল নৃত্য করছিল। এ সময় তারা দেশি অস্ত্র নিয়ে মহড়া দেয়।

এতে পরিবার নিয়ে নদীর পাড়ে ঘুরতে আসা মানুষ বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয় এবং অস্ত্র দেখে আতঙ্কিত হয়ে পড়ে। পরে অভিযোগ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের একটি যৌথ দল অভিযান চালায়।

আরো পড়ুন
তালতলীতে প্রেমিক যুগলের মরদেহ উদ্ধার

তালতলীতে প্রেমিক যুগলের মরদেহ উদ্ধার

 

কেরানীগঞ্জ উপজেলার নতুন সোনাকান্দা আদর্শ পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান বলেন, ‘এটি মূলত নৌ পুলিশের কাজ। সেনাবাহিনীর একটি দল অভিযান চালালে আমরা তাদের সহযোগিতা করেছি।

১৬ জনের মতো আটক হয়েছে। আটক ব্যক্তিদের যাচাই-বাছাই চলছে।’

সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ন ম ইমরান খান জানান, দেশীয় অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখানো ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা করা হয়েছে। আসামিদের বৃহস্পতিবার আদালতে চালান করা হয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

নারায়ণগঞ্জে দুর্বৃত্তদের অস্ত্রাঘাতে মাদক ব্যবসায়ীর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
শেয়ার
নারায়ণগঞ্জে দুর্বৃত্তদের অস্ত্রাঘাতে মাদক ব্যবসায়ীর মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে রনি (৩২) নামের এক মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দিপাড়া সড়কের এলাহিপল্লী মোড়ে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রনি কলাগাছিয়া ইউনিয়নের মাধবপাশা এলাকার ছলিমুদ্দিন ওরফে ছইল্লা মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম। 

ওসি তরিকুল ইসলাম বলেন, ‘নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত। তার বিরুদ্ধে বন্দর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তাকে কারা হত্যা করেছে এবং কি কারণে করা হয়েছে তা এখনি বলা সম্ভব হচ্ছে না।

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে বিস্তারিত বলা যাবে।’ 

এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
 

মন্তব্য

বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
শেয়ার
বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাইয়ের মৃত্যু
প্রতীকী ছবি

ময়মনসিংহে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই লাল চাঁন (২২) মারা গেছেন। রবিবার (৬ এপ্রিল) সদর উপজেলার খাগডহর ইউনিয়নের মির্জাপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বড় ভাই জালাল উদ্দিনকে (৩৫) আটক হয়েছে। 

লাল চাঁন মির্জাপুর মধ্যপাড়া এলাকার মৃত ইসলাম উদ্দিনের ছেলে।

আরো পড়ুন
গরমে বাড়িতে তৈরি করুন বেলের শরবত, রইল কয়েকটি রেসিপি

গরমে বাড়িতে তৈরি করুন বেলের শরবত, রইল কয়েকটি রেসিপি

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, পারিবারিক বিরোধে এ ঘটনা ঘটতে পারে। ঘটনার সময় তাদের ভগ্নিপতি দুই ভাইকে নিয়ে আলোচনা করছিলেন। এ সময় দুই ভাইয়ের মাঝে তর্কাতর্কি শুরু হলে লাল চাঁনকে দা দিয়ে ঘাড়ে কোপ দেন জালাল। 

ওসি বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

আরো পড়ুন
মায়ানমারের মাইন বিস্ফোরণে বাংলাদেশি জেলের পা বিচ্ছিন্ন

মায়ানমারের মাইন বিস্ফোরণে বাংলাদেশি জেলের পা বিচ্ছিন্ন

মন্তব্য

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
সংগৃহীত ছবি

চট্টগ্রামের ফটিকছড়িতে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামাল উদ্দিন (৫০) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। শনিবার (৫ এপ্রিল) তাকে আটক করা হয়।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দোকানে কিছু কিনতে গেলে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন জামাল। পরে ওই ছাত্রী ঘটনাটি তার পরিবারকে জানালে বিষয়টি স্থানীয় সমাজপতিদের অবগত করা হয়।

আরো পড়ুন
শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে চার্জশিট এ মাসেই

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে চার্জশিট এ মাসেই

তারা আরো জানায়, শনিবার রাতে এক সামাজিক বৈঠকে সমঝোতার চেষ্টা করে অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে স্থানীয়রা।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। রবিবার ভুক্তভোগীর মা বাদী হয়ে ফটিকছড়ি থানায় মামলা করেন। 

আরো পড়ুন
কুমিল্লায় নিখোঁজ ২ শিশুর লাশ তিতাস নদী থেকে উদ্ধার

কুমিল্লায় নিখোঁজ ২ শিশুর লাশ তিতাস নদী থেকে উদ্ধার

মন্তব্য

গলায় ফাঁস নিয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ, স্বামী আটক

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর প্রতিনিধি
শেয়ার
গলায় ফাঁস নিয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ, স্বামী আটক
সংগৃহীত ছবি

ফরিদপুরের বোয়ালমারীতে রিয়া বেগম (২৪) নামের এক গৃহবধূর গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামী মাহফুজুর রহমান সজলকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। 

রবিবার (৬ এপ্রিল) বিকেলে বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের ধর্মহাটি দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ রিয়া বেগম ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চিলারকান্দী গ্রামে মো. আরজু মল্লিকের মেয়ে।

গৃহবধুর স্বামীকে আটকের বিষয়টি রবিবার দিবাগত রাতে নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান। 

আরো পড়ুন
গরমে বাড়িতে তৈরি করুন বেলের শরবত, রইল কয়েকটি রেসিপি

গরমে বাড়িতে তৈরি করুন বেলের শরবত, রইল কয়েকটি রেসিপি

 

থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চিলারকান্দী গ্রামে মো. আরজুল মল্লিকের মেয়ে রিয়া বেগম (২৪) ও একই জেলার বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের ধর্মহাটি দক্ষিণপাড়া গ্রামের মো. নজরুল মোল্যার ছেলে মাহফুজুর রহমান সজলের (৩০) সাথে দুই বছর আগে বিয়ে হয়। রিয়ার স্বামী মাহফুজুর রহমান নারায়ণগঞ্জ জেলায় একটি ওষুধ কম্পানিতে চাকরি করেন। সেই সুবাদে ছয় মাস আগে তার স্ত্রী রিয়াকে নিয়ে নারায়ণগঞ্জে বসবাস শুরু করেন।

ঈদের ছুটিতে তারা বাড়িতে ঈদ করতে আসেন। 

জানা গেছে, স্বামী মাহফুজুর নারায়নগঞ্জ না নিয়ে গ্রামের বাড়িতে স্ত্রী রিয়াকে রেখে যাবেন বলে জানায়। স্বামীর সাথে নারায়ণগঞ্জের বাসায় যাওয়া নিয়ে রবিবার দুপুরে তাদের মধ্যে মনোমালিন্য হয়। এ ঘটনার জের ধরে ওই দিন দুপুরে বসতঘরের আড়ার সাথে গলায় ফাঁস নেন।

 

তবে নিহত গৃহবধূর মামা হাসান বলেন, ‘আমার ভাগ্নির সঙ্গে জামাইয়ের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে তাকে মেরে ঝুলিয়ে রেখে গলায় ফাঁস দেওয়ার নাটক করেছে। আমাদের মেয়েকে ওরা মেরে ফেলেছে।’

এ ব্যাপারে বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান বলেন, নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য আগামীকাল সোমবার ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ