মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীতে ট্রলার নিয়ে দেশীয় অস্ত্রের মহড়া ও অশ্লীল নৃত্যের অভিযোগে ১৬ কিশোর ও যুবককে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) আটকদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
গতকাল বুধবার (২ এপ্রিল) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চালিয়ে সিরাজদিখানের তুলসীখালী সেতুর নিচ থেকে ১৪ জনকে এবং পরে নবাবগঞ্জের দৌলতপুর থেকে আরো দুজনকে আটক করা হয়।
আরো পড়ুন
দেড় যুগ পর গৌরনদী কেন্দ্রীয় ঈদের জামাতে সাবেক এমপি জহির উদ্দিন স্বপন
জানা যায়, আটকদের কাছ থেকে রামদা, ছুরি, চায়নিজ কুড়াল, হকিস্টিক ও পাইপ জব্দ করা হয়।
আটক কিশোর, যুবকরা ‘ডেঞ্জার গ্যাং’ নামের একটি অপরাধীচক্রের সদস্য বলে অভিযোগ রয়েছে। তাদের কাছ থেকে ‘ডেঞ্জার গ্যাং’ লেখা একই রঙের দুটি গেঞ্জি জব্দ করা হয়।
আরো জানা যায়, ঈদের দিন থেকে বিভিন্ন ট্রলারে করে কিশোর গ্যাং ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা তরুণরা উপজেলার চিত্রকোট ইউনিয়নের তুলসীখালী সেতুর আশপাশে ধলেশ্বরী নদীতে উচ্চ স্বরে গান বাজিয়ে অশ্লীল নৃত্য করছিল। এ সময় তারা দেশি অস্ত্র নিয়ে মহড়া দেয়।
এতে পরিবার নিয়ে নদীর পাড়ে ঘুরতে আসা মানুষ বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয় এবং অস্ত্র দেখে আতঙ্কিত হয়ে পড়ে। পরে অভিযোগ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের একটি যৌথ দল অভিযান চালায়।
আরো পড়ুন
তালতলীতে প্রেমিক যুগলের মরদেহ উদ্ধার
কেরানীগঞ্জ উপজেলার নতুন সোনাকান্দা আদর্শ পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান বলেন, ‘এটি মূলত নৌ পুলিশের কাজ। সেনাবাহিনীর একটি দল অভিযান চালালে আমরা তাদের সহযোগিতা করেছি।
১৬ জনের মতো আটক হয়েছে। আটক ব্যক্তিদের যাচাই-বাছাই চলছে।’
সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ন ম ইমরান খান জানান, দেশীয় অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখানো ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা করা হয়েছে। আসামিদের বৃহস্পতিবার আদালতে চালান করা হয়েছে।