‎লিবিয়ায় জিম্মি থেকে মুক্তি পেয়ে ফিরলেন ‎পিরোজপুরের লোকমান

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর প্রতিনিধি
শেয়ার
‎লিবিয়ায় জিম্মি থেকে মুক্তি পেয়ে ফিরলেন ‎পিরোজপুরের লোকমান
সংগৃহীত ছবি

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা লোকমান হোসেন লিবিয়ার জিম্মি থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরেছেন। তিনি সাপলেজা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড নলী জয়নগর গ্রামের বাসিন্দা।

গতকাল বুধবার (২ এপ্রিল) মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের দালাল দাদন জমাদ্দারের মাধ্যমে লিবিয়াতে জিম্মি থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন বলে জানিয়েছে তার পরিবার।

লোকমান হোসেন বলেন, ‘শাহ আলম নামের একজনকে সাড়ে ৩ লাখ টাকা দিয়েছি বিদেশ যাওয়ার জন্য, কিন্তু আমাকে বিক্রি করে দেন অন্য এক দালালের কাছে।

তারপর লিবিয়া থেকে ইতালি যাওয়ার জন্য শুরুতে ১০ লাখ টাকা দিয়েছি সিলেটের হবিগঞ্জের শিরু ইসলাম নামের দালালকে। কিন্তু আমাকে ইতালি পাঠাননি। তারা অনেক নির্যাতন করত, বাঁচার জন্য বাড়িতে টাকা চাইতাম। বাড়ির বসতঘরের জমি বিক্রি করে দিয়ে মাদারীপুরের দাদন জমাদ্দারকে দিয়েছি ১২ লাখ।
লিবিয়ায় ত্রিপলি জহুরাঘাট ওসামা ক্যাম্পের একটি রুমে বন্দি করে রাখে এবং মুক্তিপণের জন্য প্রতিদিন নির্যাতন করে।’

আরো পড়ুন
অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে : সরোয়ার

অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে : সরোয়ার

 

লোকমান হোসেনের স্ত্রী রিমি আক্তার (২৮) বলেন, ‘স্বামীকে মুক্ত করার জন্য দালালের বাড়িতে গিয়ে আমরা অনেক দিন থেকেছি। তিনি নিশ্চিত মুক্তি পেয়েছেন সেটা জেনে সেখান থেকে আমরা এসেছি। আমার স্বামী আজ ১১ মাস পরে দেশে ফিরেছেন।

বেঁচে আছেন কি না, সেটাও জানা ছিল না ‘

এ বিষয়ে সাপলেজা ইউনিয়নের ইউপি সদস্য কাজল খান বলেন, লোকমান দেশে ফিরেছেন। শুরু থেকে পরিবারটির পাশে ছিলাম। শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। লোকমানের এখন ভালো চিকিৎসার প্রয়োজন।

আরো পড়ুন
বাগাতিপাড়ায় ১৫ দিনব্যাপী বাঘার ঈদ মেলা শুরু

বাগাতিপাড়ায় ১৫ দিনব্যাপী বাঘার ঈদ মেলা শুরু

 

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম বলেন, তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

তার সার্বিক বিষয়ে উপজেলা প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

টঙ্গীতে ছুরিকাঘাতে পোশাক শ্রমিক খুন

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
শেয়ার
টঙ্গীতে ছুরিকাঘাতে পোশাক শ্রমিক খুন
প্রতীকী ছবি

টঙ্গীতে একটি খোলা মাঠে আলিমুল (২৫) নামে এক পোশাক শ্রমিককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। নিহত আলিমুল নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার কলিমুদ্দিনের ছেলে। সে মুদাফ এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি গার্মেন্টসে পোশাক শ্রমিকের কাজ করতেন।

রবিবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে টঙ্গী পশ্চিম থানাধীন ৫২নং ওয়ার্ডের বড় দেওড়া মুদাফা এলাকার উত্তরা প্রবর্তন সিটির মাঠে এই ঘটনা ঘটে।

নিহতের বুকের বাম পাশে দাঁড়াল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। নিহত যুবকের গায়ে সাদাকালো চেক শার্ট ও নেভি ব্লু জিন্স প্যান্ট ছিল।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রবর্তন মাঠে হঠাৎ চিৎকার চেঁচামেচির শব্দ শোনে মানুষ দৌড়ে যায়। সেখানে গুরুতর আহত অবস্থায় অজ্ঞাত যুবককে উদ্ধার করে স্থানীয় লোকজন উত্তরার ইস্ট ওয়েস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

রাত ৮টা ২৫ মিনিটে কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক ডা. তারানা বিনতে আনোয়ার মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা রেজওয়ান জানান, আমার ভাতিজা মুদাফা এলাকার একটি গার্মেন্টসে চাকরি করে। আগামীকাল তার অফিস খোলা। কিন্তু একদিন আগেই আলিমুল বাড়ি থেকে টঙ্গীতে যান।

এরপর আজ রাতে তার মৃত্যুর সংবাদ পাই।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান কালের কণ্ঠকে খুনের সংবাদটি নিশ্চিত করে বলেন, নিহতের পরিচয় শনাক্ত ও আসামি গ্রেপ্তারে কাজ চলছে।

মন্তব্য

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহতের ঘটনায় ৬ নেতা বহিষ্কার

রংপুর অফিস
রংপুর অফিস
শেয়ার
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহতের ঘটনায় ৬ নেতা বহিষ্কার

রংপুরের বদরগঞ্জে একটি টিনের দোকানকে ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহতের ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন দলের হাইকমান্ড। রবিবার (৬ এপ্রিল) দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য ৬ নেতাকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে রংপুর জেলা বিএনপি ও বদরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আলী সরকার, রংপুর জেলা বিএনপির সদস্য ও বদরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির মানিক,  বদরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শহিদুল হক মানিক, উপজেলার ১০নং মধুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. এনামুল হক, ১৩নং কালুপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সামছুল হক এবং ১৪নং বিষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. গোলাম কিবরিয়া।

মন্তব্য

বিয়ের অনুষ্ঠান থেকে আ. লীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ প্রতিনিধি
শেয়ার
বিয়ের অনুষ্ঠান থেকে আ. লীগ নেতা গ্রেপ্তার
সংগৃহীত ছবি

ময়মনসিংহের গফরগাঁয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আব্দুল হামিদ মনসুরকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৬ এপ্রিল) বিকেলে তাকে একটি বিয়ের অনুষ্ঠান থেকে গ্রেপ্তার করা হয়।

মনসুর উপজেলার ৩ নম্বর চরআলগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি নয়াপড়া গ্রামের মৃত জনাব আলীর ছেলে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরো পড়ুন
দীর্ঘদিন টমেটো ভালো রাখবেন যেভাবে

দীর্ঘদিন টমেটো ভালো রাখবেন যেভাবে

স্থানীয় সূত্র জানায়, রবিবার বিকেল ৩টার দিকে ভাটিপাড়া এলাকায় বন্ধুর ভাতিজির বিয়েতে যান মনসুর। ওই সময় পুলিশের একটি দল তার উপস্থিতি নিশ্চিত করে গ্রেপ্তার করে। 

মন্তব্য

জুলাই যোদ্ধা শহীদ হৃদয়ের বাবাকে রিকশা সহায়তা

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী প্রতিনিধি
শেয়ার
জুলাই যোদ্ধা শহীদ হৃদয়ের বাবাকে রিকশা সহায়তা
ছবি : কালের কণ্ঠ

জুলাই যোদ্ধা শহীদ মো. আশিকুর রহমান হৃদয়ের (১৭) বাবাকে রিকশা ও আর্থিক সহায়তা দিয়েছে পটুয়াখালী জেলা প্রশাসন। রবিবার (৬ এপ্রিল) জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন এই সহায়তা তুলে দেন। 

জেলা প্রশাসক বলেন, ‘একজন সাহসী তরুণের মৃত্যুর খবর আমাদের নাড়া দিয়েছে। তার পরিবারের কষ্ট লাঘবে আমরা যতটুকু সম্ভব সহায়তা করছি।

একজন বাবা যেন সন্তান হারিয়ে সম্পূর্ণ ভেঙে না পড়েন, সেই জন্য তাকে একটি অটোরিকশা দেওয়া হয়েছে। এ ছাড়া তার অসুস্থ ছোট ছেলের চিকিৎসা যেন সঠিকভাবে হয় সেটিও আমরা নিশ্চিত করব।’

আরো পড়ুন
৬ নেতাকে বহিষ্কার করল বিএনপি

৬ নেতাকে বহিষ্কার করল বিএনপি

তিনি আরো বলেন, ‘সরকার সব সময় মানুষের পাশে আছে। বিশেষ করে যারা গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রেখেছে।

তাদের পরিবারের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।’

হৃদয় ৪ এপ্রিল বিকেলে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মারা গেছে। জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার অভাবে তার মৃত্যু হয়।

আরো পড়ুন
মায়ানমারের মাইন বিস্ফোরণে বাংলাদেশি জেলের পা বিচ্ছিন্ন

মায়ানমারের মাইন বিস্ফোরণে বাংলাদেশি জেলের পা বিচ্ছিন্ন

মন্তব্য

সর্বশেষ সংবাদ