ঢাকা, রবিবার ১৩ এপ্রিল ২০২৫
৩০ চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ১৩ এপ্রিল ২০২৫
৩০ চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬

মাঝ যমুনায় নৌকা ডুবে ১ জনের মৃত্যু, নিখোঁজ ২

জামালপুর প্রতিনিধি
জামালপুর প্রতিনিধি
শেয়ার
মাঝ যমুনায় নৌকা ডুবে ১ জনের মৃত্যু, নিখোঁজ ২
ছবি : কালের কণ্ঠ

জামালপুরের ইসলামপুরে যমুনার মাঝ নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে একজনের মৃত্যু হয়েছে। আরো দুই নৌকা যাত্রী নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে চেষ্টা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ৯টা উপজেলার কুলকান্দি যমুনার জিরো পয়েন্ট চর কুলকান্দির উদ্দেশে যাওয়ার পথে নদীর মাঝখানে অতিরিক্ত যাত্রীর কারণে নৌকাটি ডুবে যায়।

পরে বেশিরভাগ যাত্রীরা তীরে সঙ্গে ফিরে আসেন। এ সময় তিন যাত্রী নদীতে নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা একজনের মরদেহ উদ্ধার করেন।

আরো পড়ুন
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে শুল্ক ইস্যুর সমাধান করা হবে : প্রধান উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে শুল্ক ইস্যুর সমাধান করা হবে : প্রধান উপদেষ্টা

 

নৌকা ডুবে মারা যাওয়া ব্যক্তির নাম মো. বিল্লাল হোসেন মণ্ডল (৪০)।

তিনি উপজেলার কুলকান্দি ইউনিয়নের মধ্যপাড়া এলাকার সামছুল মণ্ডলের ছেলে। নিখোঁজ ব্যক্তিদের এখনো পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল ৯টায় ইসরামপুর উপজেলার যমুনা নদীর কুলকান্দি জিরো পয়েন্ট থেকে চর কুলকান্দির উদ্দেশে প্রায় ৪০ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা যাত্রা শুরু করে। মাঝপথে অতিরিক্ত যাত্রী বহন করায় নৌকাটি ডুবে যায়।

নৌকার যাত্রীরা সাঁতরে পাড়ে উঠতে পারলেও ৩ জন নিখোঁজ হন। খবর পেয়ে ইসলামপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনা স্থলে পৌঁছে ৪ ঘণ্টার চেষ্টায় বিল্লাল মন্ডল নামের একজনের মরদেহ উদ্ধার করে।

ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশনের কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, ‘একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি ২ জন নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে ডুবুরি দল কাজ করছে।’

আরো পড়ুন
‘তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার আন্দোলনের ফসল অন্তর্বর্তী সরকার’

‘তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার আন্দোলনের ফসল অন্তর্বর্তী সরকার’

 

ইসলামপুর থানার ওসি মো. সাইফুল্লাহ সাইফ বলেন, ‘নৌকা ডুবে দুজন নিখোঁজ রয়েছেন।

তাদের উদ্ধারের চেষ্টা চলছে। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’

মন্তব্য

সম্পর্কিত খবর

হবিগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

নবীগঞ্জ  (হবিগঞ্জ) প্রতিনিধি
নবীগঞ্জ  (হবিগঞ্জ) প্রতিনিধি
শেয়ার
হবিগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

হবিগঞ্জে নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইমদাদুর রহমান মুকুলকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৩ এপ্রিল) দুপুরে জেলা শহরের বেবিস্ট্যান্ড মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মুকুল উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল (দক্ষিণকুর্শা) গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় ঘটনায় আহত হাফিজুর রহমান বাদি হয়ে গত ৯ জানুয়ারি সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

ওই মামলার তদন্তে ইমদাদুর রহমান মুকুলের সংশ্লিষ্টতা পায় পুলিশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবির বলেন, ‌‘রবিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’
 

মন্তব্য

হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
শেয়ার
হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
ছবি : কালের কণ্ঠ

লালমনিরহাটের হাতীবান্ধায় ঘাস কাটতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুল ইসলাম (৪২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার গোতামারী ইউনিয়নের খর্পদোলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। 

নিহত আসাদুল উপজেলার গোতামারী ইউনিয়নের উত্তর গোতামারী এলাকার মৃত সামাদ আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, রবিবার সকালে আসাদুল ইসলাম বাড়ির পাশে ভারতীয় সীমান্ত ঘেঁষা খর্পদোলায় ঘাস কাটতে যান।

সেখানে আগে থেকেই পানি সেচের জন্য বৈদ্যুতিক মটরের সংযোগের বৈদ্যুতিক লাইনের বাশের খুঁটি ভেঙে ঝুলে ছিল। হঠাৎ ওই ঝুলে থাকা তার আসাদুলের গলায় জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে দুপুরের দিকে স্থানীয়রা খবর পেয়ে তার মৃতদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।

গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা বলেন, ‘ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুলের মৃত্যু হয়।

হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসছি। বিষয়টি নিয়ে এখনো কাজ করছি। কাজ শেষে বিস্তারিত জানাতে পারব।

মন্তব্য

শেরপুরে ভুট্টাক্ষেত থেকে সবজি ব্যবসায়ীর লাশ উদ্ধার

শেরপুর প্রতিনিধি
শেরপুর প্রতিনিধি
শেয়ার
শেরপুরে ভুট্টাক্ষেত থেকে সবজি ব্যবসায়ীর লাশ উদ্ধার
ছবি : কালের কণ্ঠ

নিখোঁজের দুই দিন পর শেরপুরে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের দিকপাড়া গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে এক সবজি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৩ এপ্রিল) দুপুরে লাশটি উদ্ধার করে পরিচয় শনাক্ত করা হয়েছে। 

নিহতের নাম মাহবুবুর রহমান আনন্দ (২৭)। তিনি পার্শ্ববর্তী ডাকপাড়া গ্রামের লেবু মিয়ার ছেলে।

পাশের জামালপুর শহরের বানিয়াবাজার এলাকায় আনন্দ ভাড়া বাসায় থাকতেন।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত ১১ এপ্রিল রাত থেকে আনন্দের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। দুই দিন পর ভুট্টক্ষেত থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবাইদুল আলম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাটির তদন্ত চলছে।

মন্তব্য

‘সব দলই দেখলাম, অহন জামায়াত কী করে দেহি’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শেয়ার
‘সব দলই দেখলাম, অহন জামায়াত কী করে দেহি’
ছবি : কালের কণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মঠের গোড়ায় প্রধান সড়কের পাশেই ছোট্ট একটি প্যান্ডেল বানিয়ে বসে আছেন তিন-চারজন। সামনে বেশ কিছু মানুষের জটলা। একজন মাইক হাতে জামায়াতের যোগদানের জন্য আহ্বান জানাচ্ছেন। কেউ কেউ প্যান্ডেলে ঢুকে জামায়াতের সহযোগী সদস্যের ফরম পূরণ করে একটি টোকেন নিয়ে যাচ্ছেন।

ফরম পূরণ শেষে যাওয়ার সময় কথা হয় রিকশাচালকা মো. সুজনের সঙ্গে। তিনি বলেন, ‘সব দলই তো দেখলাম। অহন জামায়াত কী করে দেহি।’ 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জামায়াত সম্পর্কে আমি আগে থেকেই জানি।

অহন সুযোগ অইছে দেইক্কা ফরম ফিলাপ করলাম।’

রবিবার বিকেলে পৌর মুক্তমঞ্চের সামনে কথা হয় মো. সুজনের সঙ্গে। তিনিসহ আরো অনেককেই জামায়াতের সহযোগী সদস্যের ফরম পূরণ করতে দেখা যায়। দুপুর থেকে জামায়াতের উদ্যোগে এ গণসংযোগ ও সহযোগী সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়।

বিকেলে এ কার্যক্রমের উদ্বোধনকালে জেলা জামায়াতের আমীর মো. মোবারক হোসেন, সেক্রেটারি মো. আমিনুল ইসলাম, সহকারি সেক্রেটারি অধ্যাপক জুনায়েদ হাসানসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ এ সময় সাধারণ মানুষের মাঝে প্রচারণা চালান।

মন্তব্য

সর্বশেষ সংবাদ