জামালপুরের ইসলামপুরে যমুনার মাঝ নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে একজনের মৃত্যু হয়েছে। আরো দুই নৌকা যাত্রী নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে চেষ্টা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ৯টা উপজেলার কুলকান্দি যমুনার জিরো পয়েন্ট চর কুলকান্দির উদ্দেশে যাওয়ার পথে নদীর মাঝখানে অতিরিক্ত যাত্রীর কারণে নৌকাটি ডুবে যায়।
পরে বেশিরভাগ যাত্রীরা তীরে সঙ্গে ফিরে আসেন। এ সময় তিন যাত্রী নদীতে নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা একজনের মরদেহ উদ্ধার করেন।
আরো পড়ুন
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে শুল্ক ইস্যুর সমাধান করা হবে : প্রধান উপদেষ্টা
নৌকা ডুবে মারা যাওয়া ব্যক্তির নাম মো. বিল্লাল হোসেন মণ্ডল (৪০)।
তিনি উপজেলার কুলকান্দি ইউনিয়নের মধ্যপাড়া এলাকার সামছুল মণ্ডলের ছেলে। নিখোঁজ ব্যক্তিদের এখনো পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল ৯টায় ইসরামপুর উপজেলার যমুনা নদীর কুলকান্দি জিরো পয়েন্ট থেকে চর কুলকান্দির উদ্দেশে প্রায় ৪০ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা যাত্রা শুরু করে। মাঝপথে অতিরিক্ত যাত্রী বহন করায় নৌকাটি ডুবে যায়।
নৌকার যাত্রীরা সাঁতরে পাড়ে উঠতে পারলেও ৩ জন নিখোঁজ হন। খবর পেয়ে ইসলামপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনা স্থলে পৌঁছে ৪ ঘণ্টার চেষ্টায় বিল্লাল মন্ডল নামের একজনের মরদেহ উদ্ধার করে।
ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশনের কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, ‘একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি ২ জন নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে ডুবুরি দল কাজ করছে।’
আরো পড়ুন
‘তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার আন্দোলনের ফসল অন্তর্বর্তী সরকার’
ইসলামপুর থানার ওসি মো. সাইফুল্লাহ সাইফ বলেন, ‘নৌকা ডুবে দুজন নিখোঁজ রয়েছেন।
তাদের উদ্ধারের চেষ্টা চলছে। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’