ধরা পড়ল ৪০ কেজি ওজনের অজগর

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
শেয়ার
ধরা পড়ল ৪০ কেজি ওজনের অজগর
সংগৃহীত ছবি

বাগেরহাটের শরণখোলায় আবারও বিশাল একটি অজগর সাপ ধরা পড়েছে। শনিবার (২৯ মার্চ) রাতে ওয়াইল্ড টিম, ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) ও কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা সুন্দরবনসংলগ্ন বগী গ্রামের আমীর তালুকদারের বাড়ি থেকে সাপটি উদ্ধার করেন।

রবিবার (৩০ মার্চ) সকালে অজগরটি সুন্দরবনে অবমুক্ত করেন বনরক্ষীরা। এর আগে ২১ মার্চ বনসংলগ্ন সোনাতলা গ্রাম থেকে ২০ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছিল।

ওই অজগরটির ওজন ছিল ৫৫ কেজি।

আরো পড়ুন
ঈদগাহে ইমাম নিয়ে বিরোধে ঈদের জামাত বন্ধ, ১৪৪ ধারা জারি

ঈদগাহে ইমাম নিয়ে বিরোধে ঈদের জামাত বন্ধ, ১৪৪ ধারা জারি

ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার জানান, আমীর তালুকদার শনিবার রাত ৯টার দিকে ফোন করে সাপের খবর জানান। রাতে গিয়ে তার বাড়ির পাশের ঝোপ থেকে ১৬ ফুট লম্বা এই অজগরটি উদ্ধার করে বগী ফরেস্ট স্টেশনে হস্তান্তর করা হয়। 

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বগী ফরেস্ট স্টেশন কর্মকর্তা (এসও) মো. আব্দুস ছবুর জানান, ওয়াইল্ড টিম, ভিটিআরটি ও সিপিজি সদস্যরা রাতে অজগরটি ধরে অফিসে দিয়ে যান।

১৬ ফুট লম্বা এবং প্রায় ৪০ কেজি ওজনের অজগরটির বনে অবমুক্ত করা হয়েছে।

আরো পড়ুন
১২ যাত্রী নিয়ে পুকুরে মাইক্রোবাস, অতপর...

১২ যাত্রী নিয়ে পুকুরে মাইক্রোবাস, অতপর...

মন্তব্য

সম্পর্কিত খবর

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ, আহত ১০

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর প্রতিনিধি
শেয়ার
ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ, আহত ১০
ছবি: কালের কণ্ঠ

ফরিদপুর সদর উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তপক্ষে ১০ জন আহত হয়েছে। সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে বুধবার (০২ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষে বুধবার দুপুরে উপজেলার চাঁদপুর বাজার সংলগ্ন মাঠে ক্রিকেট খেলার আয়োজন করে স্থানীয়রা।

খেলায় চাঁদপুর গ্রামবাসী দুইটি দলে বিভক্ত হয়ে খেলায় অংশ নেয়। খেলা চলাকালীন সময়ে নজরুল বেপারীর ছেলে বাদশার সঙ্গে আকিদুল শেখের ছেলে নাজমুলের বাকবিতন্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। ওই সময় স্থানীয়রা দুইজনকে শান্ত করে বিষয়টি মীমাংসা করে দেয়।

এরই জের ধরে বিকেলে বাদশা ও নাজমুলের পরিবারের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০জন আহত হয়। গুরুতর আহত ৪ জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কোন পক্ষই এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় লিখিত অভিযোগ জমা দেয়নি বলে জানা গেছে।

এ ব্যাপারে কোতয়ালী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শেখ আহাদুজ্জামান বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সংঘর্ষে গুরুতর আহত ৪ জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখানো কোনো পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।’

মন্তব্য

ঈদমেলার নামে জুয়া ও অশ্লীলতা, ৩ নারীসহ গ্রেপ্তার ৩৮

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ঈদমেলার নামে জুয়া ও অশ্লীলতা, ৩ নারীসহ গ্রেপ্তার ৩৮
সংগৃহীত ছবি

জামালপুরের ইসলামপুরে অশ্লীল নাচ-গান ও জুয়ার আসর চালানোর অভিযোগে নারীসহ ৩৮ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আজ বুধবার পৃথক তিন মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে পাঠিয়েছে পুলিশ। 

এর আগে গতকাল মঙ্গলবার উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের হাড়গিলা বাঁধ এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের দিন থেকে হাড়গিলা বাঁধসংলগ্ন খোলা মাঠে শামিয়ানা টাঙিয়ে স্থানীয় একটি চক্র ‘ঈদমেলা’ নামে জুয়া খেলাসহ অশ্লীল নাচ-গান পরিচালনা করছিল।

খবর পেয়ে গভীর রাতে সেখানে অভিযান চালায় সেনাবাহিনী ও ইসলামপুর থানা-পুলিশের একটি দল। এ সময় তিন নারীসহ ৩৮ জনকে আটক করে যৌথ বাহিনীর সদস্যরা। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে পৃথক তিনটি মামলা করা হয়।

আরো পড়ুন
‘ড. ইউনূসকে কাজে লাগাতে ব্যর্থ হলে তা হবে কালো অধ্যায়’

‘ড. ইউনূসকে কাজে লাগাতে ব্যর্থ হলে তা হবে কালো অধ্যায়’

 

মামলা সূত্রে জানা যায়, ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাদী হয়ে জুয়া নিরোধ আইনে ২৪ জনের নামে এবং যৌথ বাহিনীর সঙ্গে মারমুখী আচরণ করায় ১৪ বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়েছেন।

 

এ ছাড়া সন্দেহমূলক ধারায় ১৪ জনের বিরুদ্ধে অপর একটি মামলা করা হয়েছে। এসব মামলায় আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, ঈদমেলার নাম ভাঙিয়ে জুয়া খেলাসহ অশ্লীল নাচ-গানে জড়িত থাকার অভিযোগে ৩৮ জনকে আটক করা হয়। পৃথক তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

কুড়িগ্রামের এসপিকে প্রত্যাহারের দাবি বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের

উত্তরাঞ্চল প্রতিনিধি
উত্তরাঞ্চল প্রতিনিধি
শেয়ার
কুড়িগ্রামের এসপিকে প্রত্যাহারের দাবি বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের
সংগৃহীত ছবি

কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) মাহফুজুর রহমানের বিরুদ্ধে ফ্যাসিস্ট আচরণের অভিযোগ এনে তাকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা।

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় অটোরিকশা আটকে দম্পতিকে হয়রানির অভিযোগে হওয়া মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেৃতত্বদানকারী এক ছাত্র প্রতিনিধিকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে সংগঠনটি। 

গতকাল মঙ্গলবার (১ এপ্রিল) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার যুগ্ম দপ্তর সচিব ও দপ্তর সেলের সম্পাদক লোকমান হোসেন স্বাক্ষরিত প্রতিবাদ বিবৃতিতে এ তথ্য জানা যায়।

আরো পড়ুন
‘ড. ইউনূসকে কাজে লাগাতে ব্যর্থ হলে তা হবে কালো অধ্যায়’

‘ড. ইউনূসকে কাজে লাগাতে ব্যর্থ হলে তা হবে কালো অধ্যায়’

 

মঙ্গলবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজিবপুর উপজেলা ছাত্রপ্রতিনিধি মেহেদী হাসানসহ চার জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন স্থানীয় এক ব্যবসায়ী।

মেহেদী ও তার সঙ্গীদের বিরুদ্ধে ওই ব্যবসায়ীর মেয়ে ও জামাইসহ কয়েকজনকে অপহরণ ও শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ আনা হয়। পরে ছাত্রপ্রতিনিধি মেহেদীকে গ্রেপ্তার করে পুলিশ।

রাজিবপুরের বাসিন্দা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সংগঠক রবিউল ইসলাম রবিন নিন্দা জানিয়ে বলেন, ‘ঈদের রাতে অটোরিকশায় কয়েকজন যুবক ও দুজন মেয়ে যাচ্ছিল। বিষয়টিতে সন্দেহ হওয়ায় অটোরিকশা থামিয়ে যাত্রীদের পরিচয় ও গন্তব্য জানতে চেয়েছিলেন ছাত্রপ্রতিনিধি।

শুধুমাত্র মেয়েদের নিরাপত্তার কথা চিন্তা করে এমনটা করেছিল। সেখানে বিবাহিত দম্পতি থাকার বিষয়টি জানা ছিল না। কিন্তু এ ঘটনায় ছাত্রপ্রতিনিধির সাথে অটোরিকশায় থাকা জেলা শিক্ষা অফিসার (ডিই্ও) শামসুল আলমের ছেলে শিহাবের বাগবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। বিষয়টিকে প্রভাব খাটিয়ে মামলা ও গ্রেপ্তারে পর্যায়ে নিয়ে গেছেন এসপি ও ডিইও।

আরো পড়ুন
বাবার মৃত্যুর দিনে সন্তানের আগমন

বাবার মৃত্যুর দিনে সন্তানের আগমন

 

বিবৃতিতে বলা হয়েছে, ‘পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে বিপ্লবের পক্ষের শক্তিকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি ও ভীতি প্রদর্শন করা হচ্ছে। এসপি কোন অপশক্তির ইশারায় এমন ফ্যাসিস্ট আচরণ করছেন তা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’

এসপির বিরুদ্ধে অভিযোগ তুলে বিবৃতিতে দাবি করা হয়, ‘জুলাই আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযোগ উঠলে কোনও ধরণের তদন্ত ছাড়াই ব্যবস্থা নেওয়া হচ্ছে। অথচ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র জান্নাতুল তহুরা তন্নীর ওপর হামলা করে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো এসপি মাহফুজুর রহমান হামলাকারীদের সাথে আপসের পরামর্শ দেন।

এ বিষয় নিয়ে জানতে এসপি মাহফুজুর রহমানকে কয়েকবার ফোন দিলেও তিনি সাড়া দেননি। এছাড়া এসপির হোয়াটসঅ্যাপ নাম্বারে ম্যাসেজ দিয়ে মন্তব্য জানতে চাইলেও তিনি কোনও উত্তর দেননি।

মন্তব্য

২০ টাকা বেশি নেওয়ার খেসারত ৫০ হাজার!

ফেনী প্রতিনিধি
ফেনী প্রতিনিধি
শেয়ার
২০ টাকা বেশি নেওয়ার খেসারত ৫০ হাজার!
জেলার মানচিত্র

ঈদকে সামনে রেখে সারা দেশে পরিবহন সেক্টরে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগের আলোকে ফেনীতে পরিবহন কাউন্টার গুলিতে স্থানীয় প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।

বুধবার (২ এপ্রিল) দুপুরে ফেনীর ছাগলনাইয়া মুহুরীগঞ্জ স্টার লাইন কাউন্টারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের  নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস এ অভিযান পরিচালনা করেন।

আরো পড়ুন
একসঙ্গে দেখা গেল পলাতক সাবেক ৪ মন্ত্রীকে

একসঙ্গে দেখা গেল পলাতক সাবেক ৪ মন্ত্রীকে

 

চট্টগ্রামগামী এক যাত্রীর অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাসের ভ্রাম্যমাণ আদালত নির্ধারিত ভাড়ার চেয়ে ২০ টাকা বেশি ভাড়া নেয়ার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত মহুরীগঞ্জ স্টার লাইন কাউন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

সরেজমিনে দেখা যায়, স্টার লাইন এসি বাসে নির্দিষ্ট ভাড়ার থেকে টিকিট প্রতি ২০ টাকা বেশি নেওয়া হচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বিষিয়ে টিকিট কাউন্টারের ম্যানেজার রেজাউলের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঈদ উপলক্ষে ফেনী থেকে বাস ফুল ফিল যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশে গেলেও চট্টগ্রাম থেকে ফিরতি গাড়িতে যাত্রী থাকে না। তাই ভাড়া বাড়িয়ে নেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ সুমিত কালের কণ্ঠকে বলেন, স্টার লাইন বাস সার্ভিস সরকার অনুমোদিত যাত্রীদের কাছ থেকে ভাড়া বাড়িয়ে নেওয়ার কোনো কাগজপত্র দেখাতে পারেনি।

তাই ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ