সুবিশাল লেকের পাড়জুড়ে নানা প্রজাতির সবুজ বৃক্ষের সমারোহ। ব্যস্ত নগরীর জীবন ফেলে ছায়াঘেরা প্রাকৃতিক পরিবেশে ঘুরে বেড়ানোর মনোরম পরিবেশ। সঙ্গে রয়েছে শিশু থেকে বড়, নানা বয়সের মানুষের জন্য বিভিন্ন ধরনের রাইড। আর সুইমিং পুলের নীল জলরাশিতে প্রশান্তির ছোয়া।
সুবিশাল লেকের পাড়জুড়ে নানা প্রজাতির সবুজ বৃক্ষের সমারোহ। ব্যস্ত নগরীর জীবন ফেলে ছায়াঘেরা প্রাকৃতিক পরিবেশে ঘুরে বেড়ানোর মনোরম পরিবেশ। সঙ্গে রয়েছে শিশু থেকে বড়, নানা বয়সের মানুষের জন্য বিভিন্ন ধরনের রাইড। আর সুইমিং পুলের নীল জলরাশিতে প্রশান্তির ছোয়া।
পার্কের বিভিন্ন রাইডে চড়ার পাশাপাশি প্রাকৃতিক পরিবেশে ঈদ আনন্দে মেতে ওঠে বিনোদনপিপাসুরা। শিশু থেকে বৃদ্ধ, সব বয়সের মানুষের উপচে পড়া ভিড়ে মিলনমেলায় পরিণত হয়েছে বিনোদনকেন্দ্রটি।
রাজধানী ঢাকা থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে ভূলতাতে ১০০ একর জায়গার ওপর গড়ে উঠেছে নতুন এই বিনোদনকেন্দ্র।
দুই শিশুসন্তানকে নিয়ে ট্রেনে চড়ছিলেন ঢাকার কেরানীগঞ্জ থেকে আসা ব্যবসায়ী মো. ইমরান। তিনি কালের কণ্ঠকে বলেন, ‘আমি অনেক দিন ধরেই ভাবছিলাম সন্তানদের নিয়ে কোথাও ঘুরতে যাব।
নীল জলের সুবিশাল লেকে স্পিডবোটে চড়ে নানা বয়সের মানুষ আনন্দ উপভোগ করছে। কেউবা গরমের প্রশান্তির খোঁজে সুইমিং পুলে নেমে জলকেলি খেলে প্রশান্তি খুঁজছেন। দর্শনার্থী রফিকুল ইসলাম বলেন, ‘সুর্বণগ্রাম পার্কে এসে গ্রামীণ পরিবেশ পেয়েছি।
আর শিশু থেকে বৃদ্ধ ঘোড়ার গাড়িতে চড়ে সাফারি পার্কে নানা ধরনের পশুপাখি দেখে রোমাঞ্চের অনুভূতি নিচ্ছে। সাফারি পার্কে উঠ পাখি, হরিণ, ঘোড়া, হাঁসের সঙ্গে দেখা মিলল বাহুবলী গরুর।
প্রাণীদের পরিচর্চাকারী মো. আসাদ বলেন, ‘এখানে চট্টগ্রামের পাহাড়ি ১৮টি গরু রয়েছে। গরুগুলো দেখতে অনেকটায় বাহুবলী ছবির লড়াইয়ে অংশ নেয়া গরুর মতো। তাদের শক্তিও বেশ। তাই দর্শনার্থীরা তাদের বাহুবলী গরু হিসেবে ডাকে।’
এ ছাড়া পার্কের চারপাশে সারি সারি গাছ। আর পাখির কলকাকলী। প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পারছেন। বিকালে ঝাঁকে ঝাঁকে সাদা বক ফিরে এসে গাছের ডালে বসছে। বক, ঘুঘু, কুকিল, বউ কথা কও, শালিক, বাবু ও দোয়েলসহ নানা পাখিদের কলকাকলি পার্কটিতে ভিন্ন মাত্রা যোগ করেছে।
দুই শিশু সন্তান নিয়ে লেকের পাড়ে ঘুরছিলেন মেহেদী হাসান। তিনি বলেন, ‘আমরা ঘুরতে এসে সন্তুষ্ট। খুব শান্তিতে পরিবার নিয়ে ঘুরতে পারছি। এই পার্কে সবচেয়ে মজার বিষয় হচ্ছে পরিস্কার-পরিচ্ছন্নতা। এখানে কোনো ময়লা বা জীবাণু নেই, কোনো দুর্গন্ধ নেই। পরিবার নিয়ে ফ্রেশ এয়ারে ঘুরার মতো পার্ক এটা।’
আরেক দর্শনার্থী আলহাজ্ব আব্দুল মতিন বলেন, এখানে এসির কোনো প্রয়োজন নেই। প্রাকৃতিক পরিবেশে গাছপালার যে শীতল আবহাওয়া, এটাই যথেষ্ট।
সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্কে রাত্রি যাপনের জন্য বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। লেকের মধ্যে লাক্সারি কটেজগুলো যেকোনো দর্শনার্থীদের মন কেড়ে নিবে। অনেকেই ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে কটেজগুলোতে অবকাশযাপন করছেন।
সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্কের ব্যবস্থাপক (প্রশাসন) কামরুজ্জামান মৃধা বলেন, ‘বিনোদন সবার অধিকার। আমরা একটা বিশেষ গোষ্ঠী কিংবা শ্রেণিকে উদ্দেশ্য করে এই পার্ক গড়ে তুলিনি। সব শ্রেণির মানুষ যাতে পার্কের বিনোদন উপভোগ করতে পারে সেই দিকে লক্ষ্য রেখে পার্কে প্রবেশ থেকে শুরু করে রাইড ও খাবারের মূল্য সাশ্রয়ী রাখা হয়েছে।’
তিনি বলেন, ‘ঈদে আমরা প্রচুর দর্শনার্থীর সাড়া পেয়েছি। আবহাওয়া যদি ভাল থাকে তাহলে আমরা বাকি দিন গুলোতেও বিপুলসংখ্যক দর্শনার্থীর আগমন ঘটবে বলে আমরা প্রত্যাশা করছি। দর্শনার্থীদের চাহিদার বিষয়টি বিবেচনায় রেখে পার্কে আরো নতুন নতুন রাইড সংযোজন করার কাজ চলছে।’
সম্পর্কিত খবর
ফরিদপুরের নগরকান্দায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার(৬ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের মাশাউজান এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, উপজেলার মাশাউজান এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশের একটি ওষুধের কার্টনের মধ্যে নবজাতকের মরদেহ দেখতে পায় পথচারীরা। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি জানায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) তারেক বিশ্বাস বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
মানিকগঞ্জের সাটুরিয়ার ধানকোড়া গুচ্ছ গ্রামের কামাল হোসেনের কন্যা কেয়া আক্তার (১৩) নামে এক শিশু কার্বোলিক এসিড পান করে আত্মহত্যার খবর পাওয়া গেছে।
আজ রবিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কান্দাপাড়া গুচ্ছগ্রামের কামাল হোসেন (ড্রাইভার)-এর মেয়ে কেয়া বাবার কাছে কিছু টাকা চায়। বাবা টাকা না দেওয়ায় অভিমান করে ঘরে থাকা বিষাক্ত কার্বোলিক এসিড পান করে। পরিবারের লোকজন দেখতে পেয়ে দ্রুত চিকিৎসার জন্য মানিকগঞ্জ মেডিক্যাল কলেজে নিয়ে যায়।
এলাকাবাসী জানান, কেয়ার খিচুনী অসুখ ছিল। সে কারণে একটু অভিমানী ছিল। বাবার কাছে কিছু টাকা চেয়েছিল।
সাটুরিয়া থানার ওসি শাহীনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাতক্ষীরার তালা উপজেলার শিরাশুণীর গুচ্ছগ্রামে বাড়ির পাশের জনৈক মিন্টু মিঞার আম বাগানের একটি গাছ থেকে হান্নান শেখ নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, পরকীয়ার বলি হিসেবে তাকে কেউ পরিকল্পিতভাবে হত্যা করেছে।
থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
নিহত হান্নান শেখ শিরাশুণীর গুচ্ছগ্রামের মৃত শামছুর রহমান শেখের ছেলে।
জানা যায়, হত্যার আগের রাতে একই গ্রামের বাসিন্দা জনৈকা ফরিদা বেগমের সঙ্গে তার বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়।
স্থানীয় জনৈক বিল্লাল জানান, আগের দিন রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে তার বাড়ির সামনে মৃত আব্দুল মান্নানের স্ত্রী ফরিদা বেগমের সঙ্গে হান্নান ঝগড়া করছিলেন। এ সময় তাদের বাগবিতণ্ডায় রীতিমতো অতিষ্ঠ হয়ে তিনি বাড়ি থেকে চিৎকার দিয়ে তাদের চুপ থাকতে বলেন। এর কিছুক্ষণ পর বাড়ির লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে ফরিদা বেগমকে রক্তাক্ত অবস্থায় সেখানে পড়ে থাকতে দেখে।
তিনি জানান, আজ সকালে স্থানীয়রা ফরিদার বাড়ির পেছনে মিন্টুর আম বাগানের একটি গাছে হান্নানের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
আহত ফরিদার দাবি, হান্নান তাকে প্রায়ই কুপ্রস্তাব দিতেন।
হান্নানের বড় ভাই আব্দুল মান্নান বলেন, তিনি ভাই হত্যায় থানায় মামলা করবেন।
জয়পুরহাটে ঈদকে ঘিরে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ঢাকাগামী ৩ পরিবহনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার (৫ এপ্রিল) বিকেলে শহরের ঢাকাগামী পরিবহনের কাউন্টারগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রউফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত ঢাকাগামী রকি পরিবহনকে ৫ হাজার টাকা, আহাদ পরিবহনকে ৫ হাজার টাকা এবং শাহ ফতেহ আলী পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় এবং দৃশ্যমান স্থানে ভাড়ার চার্ট না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঢাকাগামী পরিবহনগুলোকে জরিমানা করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রউফ বলেন, যাত্রীদের ভোগান্তি কমানো এবং পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।