ঢাকা, রবিবার ১৩ এপ্রিল ২০২৫
৩০ চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ১৩ এপ্রিল ২০২৫
৩০ চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬

৯ দিন বন্ধের পর সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
শেয়ার
৯ দিন বন্ধের পর সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
সোনামসজিদ স্থলবন্দর

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি ও সিঅ্যান্ডএফ সংক্রান্ত কার্যক্রম ফের চালু হয়েছে। রবিবার (৬ এপ্রিল) থেকে আমদানি-রপ্তানি চালু হয়। এর আগে ঈদুল ফিতর উপলক্ষে গত শুক্রবার (২৮ মার্চ) থেকে গত শনিবার (৫ এপ্রিল) পর্যন্ত টানা ৯ দিন বন্দরের কার্যক্রম বন্ধ ছিল। 

বন্দর সূত্র জানায়, ৯ দিন বন্ধের মধ্যে গত ২৮ মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটি যুক্ত ছিল।

এরপর সোনামসজিদ আমদানি রপ্তানিকারক গ্রুপ ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যৌথ সিদ্ধান্তে  ঈদ উপলক্ষে ২৯ মার্চ শনিবার থেকে ৮ দিন টানা বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করে। তবে ছুটির মধ্যে বন্দরে অভ্যন্তরীণ লোড-আনলোড, জরুরি পণ্য পরিবহনসহ কিছু কার্যক্রম চালু ছিল।

আরো পড়ুন
রূপগঞ্জে রিভলবারসহ কিশোর গ্রেপ্তার

রূপগঞ্জে রিভলবারসহ কিশোর গ্রেপ্তার

 

সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ও বন্দর পরিচালনাকারী বেসরকারী অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার অপারেশন কামাল খান বলেন, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে বন্দরে আমদানীকৃত ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশ শুরু করে। এর মধ্যে রয়েছে চাল, পাথর, খইল, ভূষি, নারকেলসহ বিভিন্ন পণ্যবাহী ট্রাক।

এদিকে সোনামসজিদ ইমিগ্রেশন পথে ভারতের সাথে যাত্রী চলাচল ঈদের দিনসহ প্রতিদিনই চালু ছিল বলে জানিয়েছে ইমিগ্রেশন সূত্র।

মন্তব্য

সম্পর্কিত খবর

হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
শেয়ার
হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
ছবি : কালের কণ্ঠ

লালমনিরহাটের হাতীবান্ধায় ঘাস কাটতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুল ইসলাম (৪২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার গোতামারী ইউনিয়নের খর্পদোলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। 

নিহত আসাদুল উপজেলার গোতামারী ইউনিয়নের উত্তর গোতামারী এলাকার মৃত সামাদ আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, রবিবার সকালে আসাদুল ইসলাম বাড়ির পাশে ভারতীয় সীমান্ত ঘেঁষা খর্পদোলায় ঘাস কাটতে যান।

সেখানে আগে থেকেই পানি সেচের জন্য বৈদ্যুতিক মটরের সংযোগের বৈদ্যুতিক লাইনের বাশের খুঁটি ভেঙে ঝুলে ছিল। হঠাৎ ওই ঝুলে থাকা তার আসাদুলের গলায় জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে দুপুরের দিকে স্থানীয়রা খবর পেয়ে তার মৃতদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।

গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা বলেন, ‘ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুলের মৃত্যু হয়।

হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসছি। বিষয়টি নিয়ে এখনো কাজ করছি। কাজ শেষে বিস্তারিত জানাতে পারব।

মন্তব্য

শেরপুরে ভুট্টাক্ষেত থেকে সবজি ব্যবসায়ীর লাশ উদ্ধার

শেরপুর প্রতিনিধি
শেরপুর প্রতিনিধি
শেয়ার
শেরপুরে ভুট্টাক্ষেত থেকে সবজি ব্যবসায়ীর লাশ উদ্ধার
ছবি: কালের কণ্ঠ

নিখোঁজের দুদিন পর শেরপুরে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের দিকপাড়া গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে এক সবজি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৩ এপ্রিল) দুপুরে লাশটি উদ্ধার করে পরিচয় শনাক্ত করা হয়েছে। 

নিহতের নাম মাহবুবুর রহমান আনন্দ (২৭)। তিনি পার্শ্ববর্তী ডাকপাড়া গ্রামের লেবু মিয়ার ছেলে।

পাশের জামালপুর শহরের বানিয়াবাজার এলাকায় আনন্দ ভাড়া বাসায় থাকতেন।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত ১১ এপ্রিল রাত থেকে আনন্দের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। দুদিন পর ভুট্টক্ষেত থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবাইদুল আলম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাটির তদন্ত চলছে।

মন্তব্য

‘সব দলই দেখলাম, অহন জামায়াত কী করে দেহি’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শেয়ার
‘সব দলই দেখলাম, অহন জামায়াত কী করে দেহি’
ছবি : কালের কণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মঠের গোড়ায় প্রধান সড়কের পাশেই ছোট্ট একটি প্যান্ডেল বানিয়ে বসে আছেন তিন-চারজন। সামনে বেশ কিছু মানুষের জটলা। একজন মাইক হাতে জামায়াতের যোগদানের জন্য আহ্বান জানাচ্ছেন। কেউ কেউ প্যান্ডেলে ঢুকে জামায়াতের সহযোগী সদস্যের ফরম পূরণ করে একটি টোকেন নিয়ে যাচ্ছেন।

ফরম পূরণ শেষে যাওয়ার সময় কথা হয় রিকশাচালকা মো. সুজনের সঙ্গে। তিনি বলেন, ‘সব দলই তো দেখলাম। অহন জামায়াত কী করে দেহি।’ 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জামায়াত সম্পর্কে আমি আগে থেকেই জানি।

অহন সুযোগ অইছে দেইক্কা ফরম ফিলাপ করলাম।’

রবিবার বিকেলে পৌর মুক্তমঞ্চের সামনে কথা হয় মো. সুজনের সঙ্গে। তিনিসহ আরো অনেককেই জামায়াতের সহযোগী সদস্যের ফরম পূরণ করতে দেখা যায়। দুপুর থেকে জামায়াতের উদ্যোগে এ গণসংযোগ ও সহযোগী সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়।

বিকেলে এ কার্যক্রমের উদ্বোধনকালে জেলা জামায়াতের আমীর মো. মোবারক হোসেন, সেক্রেটারি মো. আমিনুল ইসলাম, সহকারি সেক্রেটারি অধ্যাপক জুনায়েদ হাসানসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ এ সময় সাধারণ মানুষের মাঝে প্রচারণা চালান।

মন্তব্য

দুই মোটরসাইকেলের সংঘর্ষে বিএনপিকর্মী নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর প্রতিনিধি
শেয়ার
দুই মোটরসাইকেলের সংঘর্ষে বিএনপিকর্মী নিহত
নিহত বিএনপি কর্মী মো. দুলাল

লক্ষ্মীপুরের কমলনগরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত বিএনপিকর্মী মো. দুলাল (৩৩) মারা গেছেন। রোববার (১৩ এপ্রিল) দুপুরে ঢাকা মেডেকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

এর আগে শনিবার (১২ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়নের বলিরপোল এলাকায় দুর্ঘটনায় দুলাল আহত হয়। 

মৃত দুলাল উপজেলার চরকালকিনি ইউনিয়নের মতিরহাট এলাকার চর শামসুদ্দিন গ্রামের ছিদ্দিকুল ইসলামের ছেলে।

ঘরে তার আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও ৭ বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। তিনি ইউনিয়ন বিএনপির একনিষ্ঠ কর্মী ও মতিরহাট বাজারে তার কামারের দোকান ছিল। 

পরিবার সূত্রে জানা যায়, ঘটনার সময় জরুরি প্রয়োজনে ব্যবসায়ী নুর নবীর মোটরসাইকেলে করে দুলাল তোরাবগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থল পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

মোটরসাইকেলের পেছনে থাকলেও দুলাল মাথায় আঘাত পায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
 

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ঘটনাটি কেউ আমাদের জানায়নি। কেউ কোনো অভিযোগও দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

মন্তব্য

সর্বশেষ সংবাদ