ঈদুল ফিতরের পঞ্চম দিনেও ঢাকায় পরিপূর্ণ কর্মচাঞ্চল্য ফেরেনি। শুক্রবার (৪ এপ্রিল) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অনেক দোকান ও মার্কেট বন্ধ রয়েছে। আবার ঈদের ছুটির শেষ সময়েও দোকানি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের অনেকে কর্মস্থলে ফেরেননি।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিভিন্ন জনবহুল এলাকার মার্কেট ও শপিং মলগুলোর অনেক দোকানের শাটার নামানো।
খোলা থাকা দোকানগুলোতেও বেচাকেনা কম, বিশেষ করে মোহাম্মদপুর, ধানমণ্ডি, নিউমার্কেট, গাউছিয়া ও মিরপুরের বিভিন্ন মার্কেটে অন্য ছুটির দিনের মতো ভিড় নেই। আবার এলাকা ও পাড়া-মহল্লার অনেক দোকানেও তালা ঝুলছে। খোলা দোকানগুলোতে বিক্রেতাদের অলস সময় কাটাতেও দেখা গেছে।
ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের ছুটি শেষ হয়ে এলেও মানুষের মধ্যে এখনো উত্সবের আমেজ বিরাজ করছে।
দীর্ঘ রোজা ও ঈদের ব্যস্ততা শেষে মানুষ একটু বিশ্রাম নিতে চাইছে। কর্মস্থলে ফেরার বিষয়েও অনেকে দেরি করছেন। সে জন্য এখনো রাজধানীতে ধীরগতি বিরাজ করছে। এ অবস্থায় ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক কার্যক্রমে ফিরতে আরো কয়েক দিন সময় লাগবে বলে মনে করছেন তাঁরা।
রাজন মাহমুদ নামের এক দোকানি বলেন, ‘ঈদের সময় অনেক ব্যস্ততা যায়। ছুটিতে বাড়ি গিয়েছিলাম, গতকাল (বৃহস্পতিবার) ফিরেছি। আজ (শুক্রবার) দোকান খুলেছি কিন্তু মার্কেটে মানুষের আনাগোনা খুই কম। ফলে বিক্রিও কম। তা ছাড়া এখনো স্টাফরা ফেরেনি।
’
তিনি আরো বলেন, ‘ঢাকার বাইরে যাওয়া ক্রেতা এবং শ্রমজীবী মানুষ এখনো ঢাকায় পুরোপুরি না ফেরায় মার্কেট ও ফুটপাতে প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে না। এ ছাড়া শহরের রাস্তাঘাটেও যানবাহনের চাপ কম। হয়তো আরো কয়েক দিন পরে পরিস্থিতি স্বাভাবিক হবে।’
গাউছিয়া মার্কেটের আরেক বিক্রেতা মাহবুব বলেন, ‘ক্রেতা নেই বললেই চলে। যাঁরা ঢাকায় ফিরেছেন, তাঁরাও কাজ শুরু করেননি পুরোদমে। আরো দু-এক দিন পর হয়তো গতি ফিরবে।’