ঢাকা, বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫
২৭ চৈত্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫
২৭ চৈত্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রামে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
চট্টগ্রামে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে সড়ক অবরোধ
সংগৃহীত ছবি

চট্টগ্রামে একটি কারখানায় ৪০ জন শ্রমিক ছাঁটাইয়ের (অব্যাহতি) প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিক্ষুদ্ধ শ্রমিকরা। রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) এক্সেলসিওর শুজ লিমিটেড নামে একটি জুতা তৈরি কারখানার শ্রমিকদের ফ্রিপোর্ট মোড়ে আধাঘণ্টা সড়ক অবরোধে সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। আজ শনিবার (৫ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ সোলায়মান জানান, ছাঁটাইয়ের প্রতিবাদে এক্সেলসিওর শুজ লিমিটেড ৪০ জন শ্রমিক ফ্রিপোর্ট মোড়ে দুপুরে সড়ক অবরোধ করেন।

তারা আধঘণ্টার মতো সড়কে ছিল। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরানো হয়েছে।

তিনি আরো বলেন, ‘মালিকপক্ষ বলছে, ছাঁটাইকৃত শ্রমিকরা বিভিন্ন সময়ে কারখানায় কর্মরত অন্য শ্রমিকদের সঙ্গে খারাপ ব্যবহার করতেন। তারা কারখানা ভাঙচুরের সঙ্গেও জড়িত ছিলেন।

তাই তাদের সব পাওয়াদি মিটিয়ে ছাঁটাই করা হয়েছে। আমরা তাদের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছি।’

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, ছাঁটাইয়ের প্রতিবাদে আজ শনিবার দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত নগরের ইপিজেড থানার ফ্রিপোর্ট মোড় অবরোধ করে রাখেন শ্রমিকরা। জুতা তৈরির ওই কারখানাটি সিইপিজেডের ৩ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কে অবস্থিত।

বিক্ষুব্ধ শ্রমিকরা সিইপিজেডে প্রবেশমুখের সামনের সড়কেই অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা চাকরি ফেরতের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। শ্রমিকরা বলছেন, ঈদের আগে কোনো কারণ ছাড়াই তাদের ছাঁটাই করা হয়েছে। তারা চাকরি ফেরত চান। তারা কোনো অন্যায় কাজের সঙ্গে জড়িত ছিলেন না।

মালিকপক্ষের অভিযোগ, অব্যাহতি পাওয়া শ্রমিকরা অন্যদের সঙ্গে খারাপ ব্যবহার করতেন। প্রতিষ্ঠানের কাজ ভালোভাবে পালন করতেন না। কেউ কিছু বললে উল্টো দুর্ব্যবহার করতেন। তাদের সব পাওনা মিটিয়ে তাদের বের করে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে ওই শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন।

জানা যায়, সড়ক অবরোধ করে বিক্ষোভকালে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন। দাবি পূরণের আশ্বাস পেয়ে দুপুর দেড়টার দিকে তারা রাস্তা ছাড়েন। এরপর নগরের পতেঙ্গা থেকে কালুরঘাট প্রধান সড়কে আবার যানবাহন চলাচল শুরু হয়।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

রংপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রংপুর
নিজস্ব প্রতিবেদক, রংপুর
শেয়ার
রংপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর উপজেলার বলদীপুকুরে ট্রাকচাপায় আব্দুল আউয়াল (২৭) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার বলদীপুকুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল আউয়াল বলদীপুকুরে পায়রাবন্দ ইউনিয়নের মনিনপুর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ঢাকা-রংপুর মহাসড়কের বলদীপুকুর বাসস্ট্যান্ডের পশ্চিম পাশ থেকে একটি মোটরসাইকেলে ব্রিজের নীচ দিয়ে পূর্ব দিকে পার হচ্ছিল আউয়াল।

এ সময় উত্তর দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, ‘দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়েছে। চালককে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশকে বলা হয়েছে ট্রাক চালককে আটক করার জন্য।’

ওসি আরো বলেন, ‘মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।’

মন্তব্য

গুলিতে শ্রমিকের মৃত্যু: সাবেক শিক্ষামন্ত্রীসহ ৩২৫ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
গুলিতে শ্রমিকের মৃত্যু: সাবেক শিক্ষামন্ত্রীসহ ৩২৫ জনের বিরুদ্ধে মামলা

আওয়ামী লীগ সরকারের পতনের দিন গত বছরের ৫ আগস্ট গুলিবিদ্ধ হয়ে মো. ইউসূফ (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ২৫ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা তিন শ জনকে আসামি করা হয়েছে। 

ঘটনার ৮ মাস পর আজ বুধবার চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানায় মামলাটি দায়ের করেন ইউসূফের বাবা মো. ইউনুছ।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নিহত শ্রমিকের বাবা ইউনুস বাদী হয়ে সাবেক শিক্ষামন্ত্রীসহ ২৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন। মামলায় আরো তিন শ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এখন মামলাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জানা গেছে, মামলায় সাবেক কাউন্সিলর মোর্শেদ আক্তার চৌধুরী, ওয়াসিম উদ্দিন চৌধুরী, তৌফিক আহম্মেদ চৌধুরী, জাফর আলম চৌধুরী, আবদুস সবুর লিটন, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুম, ডবলমুরিং থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল টিপুসহ ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহারে বাদী মো. ইউনুস অভিযোগ করেছেন, ভুক্তভোগী ইউসুফ তার ছেলে। গত বছরের ৫ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে ইউসুফ তার মাকে জানিয়েছিল, দেওয়ানহাট এলাকায় বিভিন্ন দোকানে বরফ সরবরাহ করার জন্য তিনি যাচ্ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে ইউসূফের স্ত্রীর বড় বোন তার স্ত্রীকে ফোন করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দেওয়ানহাট মোড়ে গুলিবিদ্ধ হয়ে ইউসূফ মারা গেছেন। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়া হয়েছে।

তখন আন্দোলনের কারণে বিভিন্ন দিকে গণ্ডগোল থাকায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে থেকে মরদেহ অ্যাম্বুলেন্সে গ্রামে বাড়িতে নিয়ে যায় ইউসুফের স্ত্রীর বড় বোন। গ্রামে নিয়ে যাওয়ার পর ইউসূফের বুকের মাঝখানে গুলিবিদ্ধ দেখতে পান বলে মামলার এজহারে উল্লেখ করেছেন বাদী।

বাদী মামলার এজহারে আরো উল্লেখ করেছেন ,স্থানীয়ভাবে জানতে পেরেছি, মহিবুল, মহিউদ্দিন বাচ্চু, এম লতিফ ও আ জ ম নাছিরের নির্দেশে এজহার নামীয় বাকি আসামিসহ অজ্ঞাতনামা আসিমারা ৫ আগস্ট দেওয়ানহাট মোড়ে লাঠিসোঁটা, লোহার রড়, ধারালো কিরিচ, দেশি ও বিদেশি অস্ত্রসস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে দেশি ও বিদশি অস্ত্র ব্যবহার করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। আসামিদের ছোঁড়া গুলিতে ইউসূফ মৃত্যুবরণ করে। বাদী ও তার পরিবার ছেলের মৃত্যুশোকে থাকায় এবং বিভিন্ন পারিপার্শ্বিক কারণে এজাহার দায়ের করতে বিলম্ব করেছেন।

মন্তব্য

গাংনীতে ট্রাকচাপায় প্রাণ গেল বৃদ্ধের

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর প্রতিনিধি
শেয়ার
গাংনীতে ট্রাকচাপায় প্রাণ গেল বৃদ্ধের
সংগৃহীত ছবি

মেহেরপুর গাংনীতে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল সামসুল হক (৬৫) নামের এক বৃদ্ধের। বুধবার (৯ এপ্রিল) তেঁতুলবাড়িয়া-নবীনপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

সামসুল নওপাড়া নবীনপুর গ্রামের বাসিন্দা।

নিহতের ছেলে শামীম হোসেন জানান, সকালে তার বাবা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে পাখি ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন।

এ সময় নওপাড়া বাজার পার হয়ে নবীনপুর কাছাকাছি স্থানে পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দেয়। 

আরো পড়ুন
‘মার্চ ফর গাজা’র জমায়েতের স্থান পরিবর্তন

‘মার্চ ফর গাজা’র জমায়েতের স্থান পরিবর্তন

তিনি আরো জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থার অবনতি হয়। পরে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

আরো পড়ুন
ডায়াবেটিস হলেই কি চোখের সমস্যা দেখা দেয়?

ডায়াবেটিস হলেই কি চোখের সমস্যা দেখা দেয়?

মন্তব্য

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় লন্ডনপ্রবাসী নিহত

কিশোরগঞ্জ প্রতি‌নি‌ধি
কিশোরগঞ্জ প্রতি‌নি‌ধি
শেয়ার
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় লন্ডনপ্রবাসী নিহত
নিহত মোস্তাক মোল্লা

কি‌শোরগ‌ঞ্জে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে মোটরসাইকেল আরোহী লন্ডনপ্রবাসী মোস্তাক মোল্লা নিহত হয়েছেন। বুধবার (৯ এপ্রিল) দুপুরে জেলা শহরের গাইটাল পুকুরপার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তাক মোল্লা (৩৫) সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের ভাটগাঁও গ্রামের আশরাফ উদ্দিনের (মেনু মোল্লার) ছেলে। তিনি লন্ডন থেকে ৩ এপ্রিল বাংলাদেশে নিজ বাড়িতে এসেছেন।

কয়েক দিন পর তার লন্ডন ফিরে যাওয়ার কথা ছিল।

আরো পড়ুন
‘মার্চ ফর গাজা’র জমায়েতের স্থান পরিবর্তন

‘মার্চ ফর গাজা’র জমায়েতের স্থান পরিবর্তন

 

স্বজনরা জানায়, দুপুরে দুর্ঘটনার পর স্থানীয়রা আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে নিয়ে যাওয়ার পথে বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করে বলেন, মোস্তাক মোল্লাবাড়ি থেকে মোটরসাইকেলে করে জেলা শহরে যাওয়ার পথে গাইটাল পুকুরপার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অ‌টো‌রিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ নেওয়ার পথে তিনি মারা যান।

এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ