বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বৈঠক ভালো কিছু নিয়ে আসবে : আন্দালিব রহমান পার্থ

ভোলা প্রতিনিধি
ভোলা প্রতিনিধি
শেয়ার
বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বৈঠক ভালো কিছু নিয়ে আসবে : আন্দালিব রহমান পার্থ
সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ‘ড. মুহাম্মদ ইউনূস হলেন আন্তর্জাতিক সম্পদ। বিশ্বব্যাপী যে কয়জন ব্যক্তিত্ব রয়েছেন, তার মধ্যে ড. ইউনূস উল্লেখযোগ্য। থাইল্যান্ডে বাংলাদেশ ও ভারতের মধ্যকার যে দ্বিপক্ষীয় আলোচনা হয়েছে, তা দেশের জন্য ভালো কিছু নিয়ে আসবে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

তাই বিষয়টি আমি পজিটিভলি দেখি।’

শনিবার (৫ এপ্রিল) বিকেলে ভোলা শহরের উকিলপাড়া এলাকায় তার নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন
আল্লাহ কবে হবে এর বিচার : আসিফ নজরুল

আল্লাহ! কবে হবে এর বিচার : আসিফ নজরুল

 

তিনি আরো বলেন, ‘বর্তমান অন্তর্বর্তীকা‌লীন সরকার বিপ্লব ও গণ-অভ্যুত্থানের সরকার। এটা জনগ‌ণের ভো‌টের সরকার না হ‌লেও এটি জনগ‌ণের সরকার।

এই সরকার যাতে ব্যর্থ না হয়, সে জন্য প্রথম দিন থেকে এ সরকারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার রয়েছে। আমরা প্রথম দিন থেকেই বলে আসছি সংস্কার প্রয়োজন। তবে আমি মনে করি, বড় সংস্কারগুলো জনগণের প্রতিনিধি যারা, তাদের মাধ্যমেই যেন হয়। আমরা সেভাবেই এ সরকারকে সাহায্য করে যাচ্ছি এবং পাশে আছি।

পার্থ ব‌লেন, ‘প্রধান উপ‌দেষ্টা ব‌লে‌ছেন, ডি‌সেম্বর থে‌কে জু‌নের ম‌ধ্যে নির্বাচন হ‌বে। ত‌বে আমি বিশ্বাস ক‌রি, ডি‌সেম্ব‌রের ম‌ধ্যে নির্বাচন হ‌বে। আর প্রয়োজনীয় সংস্কারগু‌লো হ‌বে আর যেগু‌লো হ‌বে না সেগু‌লো জনগ‌ণের নির্বা‌চিত সরকার কর‌বে।’

তিনি আরো বলেন, ‘অন্তর্বর্তীকা‌লীন সরকার কী কী সংস্কার কর‌বে সেগু‌লো আমরা এখনো নি‌শ্চিত হইনি। সংস্কা‌রের ওপর আগামী‌তে অ‌নেক কিছুই নির্ভর ক‌রে।

আগামী‌তে কেমন নির্বাচন হ‌বে। প্রার্থী কারা হ‌বেন বা হ‌তে পার‌বেন।’

আরো পড়ুন
এবার আল্লু অর্জুনের নায়িকা হচ্ছেন প্রিয়াঙ্কা!

এবার আল্লু অর্জুনের নায়িকা হচ্ছেন প্রিয়াঙ্কা!

 

এ সময় উপ‌স্থিত ছি‌লেন জাতীয় পা‌র্টির (বি‌জে‌পি) ভোলা জেলার সভাপ‌তি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতা‌সিম বিল্লাহ, জাতীয় স্বেচ্ছা‌সেবক পা‌র্টির কেন্দ্রীয় ক‌মি‌টির ‌সি‌নিয়র যুগ্ন আহ্বায়ক মো. মাকসুদুর রহমান সো‌হেল, যুগ্ম আহ্বায়ক রিফাত হাওলাদার, কেন্দ্রীয় যুব সংহ‌তির সি‌নিয়র যুগ্ম আহ্বায়ক মে‌হেদী হাসান হান্নান, ভোলা জেলা ছাত্রসমা‌জের সভাপ‌তি শান্ত ঘোষ প্রমুখ।

মন্তব্য

সম্পর্কিত খবর

আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে পাল্লা দিয়ে খুলনায় অপরাধীরা বেপরোয়া

এইচ এম আলাউদ্দিন, খুলনা
এইচ এম আলাউদ্দিন, খুলনা
শেয়ার
আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে পাল্লা দিয়ে খুলনায় অপরাধীরা বেপরোয়া

এক সময়ের সন্ত্রাসের জনপথখ্যাত খুলনায় নানাভাবে জড়ো হতে শুরু করেছিল সন্ত্রাসীরা। বেপরোয়া হয়ে উঠে চরমপন্থী গ্রুপগুলো। এক সময় যারা ছিল আতংকের নাম সেইসব সন্ত্রাসী বাহিনীর প্রধানরা কেউ আত্মগোপন থেকে আবার কেউ কারামুক্ত হয়ে শুরু করেছিল নানান অপকর্ম। কখনো হত্যা, কখনো ছুরিকাহত আবার কখনো বিভিন্ন অপকর্ম করে নিজেদেরকে জানান দেওয়া শুরু করেছিল এসব সন্ত্রাসী বাহিনীগুলো।

 

পুলিশও ঈদের একদিন আগে অনেকটা ঝুঁকি নিয়ে আড়াই ঘণ্টা বন্দুকযুদ্ধের পর একটি বাহিনী প্রধানসহ ১০ জনকে গ্রেপ্তার করে অস্ত্রসহ। যেটি খুলনার আন্ডার ওয়ার্ল্ডকে বড় ধরনের ধাক্কা বলেও মনে করছেন অনেকে। কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে পাল্লা দিয়েই বেপরোয়া হয়ে উঠছে অপরাধীরা।

নগরীর সোনাডাঙ্গার আরামবাগে গত ২৯ মার্চ দিবাগত রাতে সন্ত্রাসীদের সঙ্গে যৌথবাহিনীর আড়াই ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের পর অস্ত্রসহ অন্তত ১০ জনকে গ্রেপ্তারের পর আবারো জেলার রূপসা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির রক্তমাখা লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।

এ ছাড়া একইরাতে নগরীর তিনটি এলাকায় ঘটে ধারাল অস্ত্র দিয়ে আঘাতের ঘটনায় ওই তিনটি ঘটনায় মোট পাঁচজন আহত হন। এর আগের রাতে নগরীর নিউ মার্কেটের কাছে ছিনতাইকারীদের হাতে জখম হন একজন।
এভাবে একের পর এক অপরাধের ঘটনা প্রমাণ করে আইন-শৃঙ্খলা বাহিনীকে অনেকটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সন্ত্রাসীরা।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার (৯ এপ্রিল) দিবাগত মধ্যরাতে নগরীর খালিশপুর থানাধীন জোড়াগেট সংলগ্ন ছুরিকাঘাতে আহত করা হয়েছে মো. হাসান তালুকদার (১৯) নামের একজনকে।

হাসান তালুকদার নগরীর ৭ নম্বর ঘাট এলাকার বাসিন্দা সোহরাব তালুকদারের ছেলে। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার কিছু সময় আগে জেলার রূপসা সেতু টোলপ্লাজা থেকে কুদির বটতলার দিকে যেতে একজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে খুমেক হাসপাতালে পাঠায় হাইওয়ে থানা পুলিশ। তার মাথায় আঘাত রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেলেও কিভাবে তিনি আঘাতপ্রাপ্ত হন তা জানা যায়নি। লাশটি খুমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

একই রাতে নগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় দুটি কোপাকুপির ঘটনা ঘটে। এতে মোট চারজন আহত হন। তাদেরকেও খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোনাডাঙ্গা আল আমিন মহল্লা এলাকা প্রতিপক্ষের ধারাল অস্ত্রের আঘাতে আহত হন, খুলনা থানাধীন বাগমারা এলাকার মোহাম্মদ কিসমত গাজীর ছেলে পলাশ (২০) ও একই এলাকার বেল্লালের ছেলে মো. হাসান (২৪)।

এ ছাড়া সোনাডাঙ্গা তৃতীয় আবাসিকের মধ্যেও প্রতিপক্ষের ধারাল অস্ত্রের আঘাতে আহত হন, আল ফারুক সোসাইটির সামনে মো. রবিউলের ছেলে মো. আল আমিন (১৮) ও করিমনগরের মো. বাবুলের ছেলে অভি মৃধা (২৪)।

এর আগের রাতে (মঙ্গলবার দিবাগত রাত ৩টায়) নগরীর নিউমার্কেট এলাকায় মোটরসাইকেলে যাওয়ার সময় ছিনতাইকারীদের কবলে পড়েন মো. ভুট্টো সরদার (৪৬) ও তার শ্যালক দিপু (২৭)। তারা দুজনে মোটরসাইকেলযোগে বৈকালী থেকে জরুরি কাজে ডাকবাংলার দিকে যাওয়ার সময় ছিনতাইয়ের কবলে পড়েন। এসময় ছিনতাইকারীরা ভুট্টোকে ধারাল অস্ত্রের আঘাত করে নগদ ৬৫ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ উঠেছে। কিন্তু ওই রাতে কেন তারা বৈকালী থেকে ডাকবাংলার দিকে যাচ্ছিলেন তার সঠিক কোনো কারণও জানা যায়নি। আহত ভুট্টোকেও খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। এমনকি ছিনতাইকারীরা তাদের মোটরসাইকেলটিও ভাঙচুর করে। এভাবেই একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ডে আতঙ্কিত হয়ে পড়েছে নগরবাসী।

সম্প্রতি নগরীর জাতিসংঘ পার্কের চলমান ঈদ আনন্দ মেলা মাঠে একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ছাড়াও বিগত কয়েক মাস ধরে নগরী ও জেলার বিভিন্ন উপজেলায় হত্যাসহ নানা অপরাধ কর্মকাণ্ড সংঘটিত হয়েছে। যা নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেকটা বিব্রত।

মন্তব্য

সিংগাইরে বাবা-ছেলের ধর্ষণে ৫ মাসের অন্তঃসত্ত্বা বুদ্ধিপ্রতিবন্ধী তরুণী

সিংগাইর, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
সিংগাইর, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
শেয়ার
সিংগাইরে বাবা-ছেলের ধর্ষণে ৫ মাসের অন্তঃসত্ত্বা বুদ্ধিপ্রতিবন্ধী তরুণী
প্রতীকী ছবি

মানিকগঞ্জের সিংগাইরে বাবা ও ছেলের বিরুদ্ধে এক বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় বুধবার (৯ এপ্রিল) থানায় পৃথক দুটি মামলা করেছেন ভুক্তভোগী তরুণীর মা। মামলার আসামিরা হলেন- উপজেলার জামির্ত্তা ইউনিয়নের বিন্নাডাঙ্গী গ্রামের তারা মিয়া (৫৮) ও তার ছেলে আলামিন (৩৫)।

মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা গেছে, ২৮ বছর বয়সী ভুক্তভোগী বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে নিয়ে তার মা উপজেলার জামির্ত্তা ইউনিয়নের বিন্নাডাঙ্গী গ্রামে ভাড়া বাড়িতে থাকেন।

তাদের পৈতৃক বাড়ি নোয়াখালী জেলায়। বাসার পাশে তারা মিয়ার মুদি দোকান। সেখান থেকে তারা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতেন। গত বছরের ২৫ অক্টোবর সন্ধ্যায় বুদ্ধিপ্রতিবন্ধী তরুণী তারা মিয়ার দোকানে কেনাকাটা করতে যান।
এসময় দোকানে ছিলেন তারা মিয়ার ছেলে আলামিন। তখন কেউ না থাকায় তরুণীকে দোকানের ভেতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে আলামীন। এর তিন দিন পর ২৮ অক্টোবর সকালে ওই দোকানে সদাই কিনতে গেলে তরুণীকে ফুসলিয়ে পাশেই ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে আলামীনের বাবা তারা মিয়া। এ ঘটনার কয়েক মাস পর ভুক্তভোগী তরুণী পেটে ব্যথা অনুভব করলে বিষয়টি তার মাকে জানান।
পরে স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে প্রেগনেন্সি টেস্ট করলে ৫ মাসের অন্তঃসত্ত্বার বিষয়টি ধরা পড়ে।

এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত তারা মিয়া ও তার ছেলে আলামিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু না পাওয়ায় তাদের মতামত জানা যায়নি।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, এ ঘটনায় অভিযুক্ত তারা মিয়া ও ছেলে আলামীনকে আসামি করে থানায় পৃথক দুটি মামলা করেছেন ভুক্তভোগী তরুণীর মা। মামলা নথিভুক্ত হওয়ার পর ২২ ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য ভুক্তভোগী তরুণীকে আদালতে প্রেরণ করা হয়।

সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ডিএনএ টেস্ট করে পিতৃ পরিচয় নিশ্চিত করা হবে। এ ছাড়া মামলা হওয়ার পর থেকে আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

মন্তব্য

বরিশালে বিএনপির কর্মিসভায় চেয়ারে বসা নিয়ে মারামারি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
শেয়ার
বরিশালে বিএনপির কর্মিসভায় চেয়ারে বসা নিয়ে মারামারি
ছবি: কালের কণ্ঠ

বরিশাল মহানগর বিএনপির কর্মিসভায় দুই পক্ষের ম‌ধ্যে মারামারির ঘটনা ঘ‌টে‌ছে। একইস‌ঙ্গে দুই প‌ক্ষের ম‌ধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘ‌টে‌ছে। ওই কর্মিসভায় চেয়ারে বসা নিয়ে এই মারামারিতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

বুধবার (৯ এপ্রিল) বিকেলে নগরের ১০ নম্বর ওয়ার্ডের একটি রেস্তোরাঁয় মহানগর বিএনপি এই কর্মিসভার আয়োজন করে।

দলের জ্যেষ্ঠ নেতা ও অতিথিদের সামনে মারামারি ও হট্টগোলে সভার কার্যক্রম ব্যাহত হয়। এ সময় কর্মিসভায় আসা নারীসহ অনেক কর্মী বেরিয়ে যান।

প্রত‌্যক্ষদশীরা বল‌ছেন, বিকেল সাড়ে ৫টার দিকে ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলামের অনুসারীরা মিছিল নিয়ে সভাস্থলে প্রবেশ করে স্লোগান দিতে থাকেন। এ সময় একটি পক্ষ তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়।

পরে বসার জায়গা না পেয়ে দুই পক্ষের হাতাহাতি শুরু হয়। পরব‌র্তীতে তা মারামারিতে রূপ নেয়।

তারা অতিথিদের উপস্থিতিতেই একে অপরকে কিল-ঘুষি মারেন এবং চেয়ার ছোড়াছুড়ি করেন। এতে সভা কার্যক্রম থমকে যায়।

ওয়ার্ড বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব দুলাল হোসেন বলেন, মিছিল নিয়ে এসে আমরা সভাস্থলে বসে অতিথিদের কথা শুনছিলাম। হঠাৎ চেয়ারে বসা নিয়ে কেডিসি ও ভাটার খাল এলাকার যুবকদের মধ্যে বিরোধ বাধে।

এ সময় মারামারিতে আমার সমর্থক মিজানসহ কয়েকজন আহত হন। মারামারির কারণে অনেকে সভাস্থল থেকে বেরিয়ে যান। বিশেষ করে, নারী কর্মীরা সভায় ছিলেন না।

অল্প কিছু লোকের মধ্যে সদস্য ফরম বিতরণ করে সভা শেষ করা হয়।

একই ওয়ার্ড বিএনপির সদ্যসাবেক আহ্বায়ক তোতা মিয়া বলেন, চেয়ারে বসা নিয়ে বিকেল সাড়ে ৫টার দিকে ঝামেলা হয়। কর্মীরা একে অপরকে কিল-ঘুষি দিতে থাকেন। কারা করেছেন, তা শনাক্ত করার চেষ্টা করছি। তাদের এই কাণ্ডে আমাদের সারা দিনের কষ্ট ব্যর্থ হয়ে যায়।

বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন বলেন, কর্মিসভায় আসা একজনকে তাদের প্রতিপক্ষ আওয়ামী লীগের দোসর আখ্যা দেয়। এ নিয়ে হট্টগোল বাধে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সভা শেষ করেছি। এ ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।

মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন বলেন, আমাদের টিমপ্রধান বলেছেন, ১১ এপ্রিল বসে ওয়ার্ড কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত হবে। তারপরও আহ্বায়ক ও সদস্যসচিব সভা করে যাচ্ছেন। এতে বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা ঘটছে। হাতাহাতি ও মারামারি ঘটেই যাচ্ছে। তবুও তাঁরা পকেট কমিটি করতে চাচ্ছেন।

মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি তা ধরেননি।

মন্তব্য

সাভারে চাঁদা না দেওয়ায় গুলি ও মাঝিদের মারধর, দুই নৌকা লুট

সাভার (ঢাকা) সংবাদদাতা
সাভার (ঢাকা) সংবাদদাতা
শেয়ার
সাভারে চাঁদা না দেওয়ায় গুলি ও মাঝিদের মারধর, দুই নৌকা লুট

সাভারে দাবিকৃত ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় প্রকাশ্যে গুলি করে দুটি ইঞ্জিন চালিত নৌকা লুট করে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। বুধবার (৯ এপ্রিল) বিকেলে সাভারের কাতলাপুর বংশী নদীর মিলনঘাট এলাকায় এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় ঘাটের ইজারাদার কামরুল ইসলাম বাদী হয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

প্রত‍্যক্ষদর্শী হেদায়েত উল্লাহ জানান, কয়েকদিন আগে একদল সন্ত্রাসী ঘাট ব‍্যবসায়ী কামরুল ইসলামের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।

কিন্তু ঘাট কর্তৃপক্ষ চাঁদার টাকা দিতে অস্বীকার করায় বুধবার বিকেলে সন্ত্রাসী অন্তরের নেতৃত্বে ৮-১০ জনের একদল দুর্বৃত্ত অস্ত্র নিয়ে কাতলাপুর এলাকার মিলনঘাটে এসে কয়েক রাউন্ড গুলি করে। পরে তারা ঘাটে থাকা ২টি ট্রলার লুট করে অস্ত্র উচিয়ে চলে যায়।

লিখিত অভিযোগের বাদী ঘাট ব‍্যবসায়ী কামরুল ইসলাম জানান, বেশকিছুদিন ধরে পার্শ্ববর্তী ফুডনগর মোল্লাপাড়া এলাকায় অন্তর খান (২৬), মাহাবুল্লাহ খানের ছেলে মোর্শেদ খান (২৫), মোশারফ খান (২৮), হৃদয় (২৫) ও রনি খান (৪২) আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। তাদের দাবিকৃত চাঁদা না দেওয়ায় বিকেলে আরো ১০-১২ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী পিস্তল, ধারাল চাপাতি, রামদা, ছোরা, চাকু, লোহার রড, লোহার পাইপ নিয়ে হামলা চালিয়ে কাতলাপুর কর্ণপাড়া মিলনঘাটে এসে আমাকে এলোপাতাড়িভাবে মারধর করে।

এসময় আমার ডাক-চিৎকারে ঘাটে উপস্থিত মাঝি খোকন (৬০) ও আরমান আলী (৩৪) এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাদেরকে মারধর করে ৮ লাখ টাকা মূল্যের দুটি ট্রলার লুট করে নিয়ে যায়। বিষয়টি জানিয়ে আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আমি এর সুষ্ঠু বিচার চাই।

জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা জানান, গুলি করে ট্রলার লুটের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ৫ আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় সাভার মডেল থানা হতে লুট হওয়া ১২টি অস্ত্র এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ।

মন্তব্য

সর্বশেষ সংবাদ