নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগে বরিশাল সাব রেজিস্ট্রার কার্যালয়ে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৬ এপ্রিল) দুপুর আড়াইটা থেকে ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন দুদক বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক রাজ কুমার সাহা।
এদিকে, দুদক কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে নিজ কার্যালয় ত্যাগ করেন জেলা রেজিস্ট্রার মো. মোহছীন মিয়া।
জানা যায়, দলিল রেজিস্ট্রি করা, দলিলের সার্টিফাইড কপি (নকল) উত্তোলনের জন্য সরকার নির্ধারিত ফি’র থেকে অতিরিক্ত অর্থ আদায় করার অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়।
আরো পড়ুন
মানিকগঞ্জে চিত্রশিল্পীর বাড়িতে আগুন, গুরুত্ব দিয়ে তদন্ত করছে প্রশাসন
অভিযান শেষে দুদক কর্মকর্তা রাজ কুমার সাহা গণমাধ্যমকে বলেন, বরিশাল সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের সাবেক সাব রেজিস্ট্রার অসীম কল্লোল, জেলা রেজিস্ট্রার মো. মোহছীন মিয়াসহ কর্মরত স্টাফরা সাধারণ গ্রাহকদের জিম্মি করে দীর্ঘদিন যাবৎ অর্থ হাতিয়ে নিচ্ছিলেন। এছাড়াও দলিল গ্রহণে সরকারি ফি’র অতিরিক্ত অর্থ আদায় করার মতো বিষয়ও রয়েছে। আদায়কৃত ওই টাকা পরবর্তীতে রেশিও হারে নিজেদের মাঝে বণ্টন করে থাকেন।
পাশাপাশি দুদক কর্মকর্তারা ৪টি দলিল পেয়েছেন যেখানে সরকারি রাজস্ব খাতে উৎস কর কম দেখিয়ে সেই অর্থ নিজেদের মাঝে বণ্টন করারও ঘটনাও ঘটিয়েছেন এই অসাধু কর্মকর্তা-কর্মচারীরা।
তিনি বলেন, শুধু অতিরিক্ত অর্থ আদায় নয়, নিষেধাজ্ঞা সত্তেও বরিশাল নগরের চর বদনা মৌজায় ২টি দলিলও রেজিস্ট্রি করা হয়েছে।
দুদকের এই কর্মকর্তা আরো বলেন, অভিযান পরিচালনাকালে আমরা যা পেয়েছি সে অনুযায়ী প্রতিবেদন প্রধান কার্যালয়ে জমা দেবো। তারা সে অনুযায়ী ব্যবস্থা নেবেন।