৮ গোলের রোমাঞ্চে ফাইনাল-ভাগ্য রিয়ালেরই

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
৮ গোলের রোমাঞ্চে ফাইনাল-ভাগ্য রিয়ালেরই
আর্দা গুলেরের কর্নারে হেডে দারুণ গোল করে রিয়াল মাদ্রিদকে ফাইনালে তোলেন রুডিগার। ছবি : রিয়ালের ফেসবুক পেজ

প্রথমার্থে ১-১ সমতা। ৭১ মিনিটে ডাভিড আলাবার আত্মঘাতী গোলে এগিয়ে যায় রিয়াল সোসিয়েদাদ। ৮০ মিনিটে সেই ব্যবধান হয় ৩-১। এক সময় যখন মনে হচ্ছিল রিয়ালের মাদ্রিদের হার খুবই সন্নিকটে, তখন লস ব্লাঙ্কোদের ম্যাচে ফেরায় বেলিংহাম।

চার মিনিট পর চুঁয়োমেনি গোল করলে ম্যাচে দুই লেগ মিলিয়ে এগিয়ে যায় রিয়াল। অতিরিরিক্ত সময়ে সোসিয়েদাদ আরেক গোল করলে অতিরিক্ত সময়ে গড়ায় খেলা। রোমাঞ্চে ঠাসা লড়াইয়ের ১১৫ মিনিটে দারুণ হেডে গোল করে রিয়ালকে ফাইনালে তুলেন অ্যান্তনিও রুডিগার।

সান্তিয়াগো বার্নাব্যুতে মঙ্গলবার রাতে কোপা দেল রের সেমিফাইনালের ফিরতি লেগে ৪-৪ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ ও রিয়াল সোসিয়েদাদ।

ফলে প্রথম লেগের ১-০ গোলে জয়ের সুবাদে ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল।

পুরো মাচে বল দখলে এগিয়ে থাকা রিয়াল মাদ্রিদ গোলের জন্য ২৬টি শট নেয়, যার মধ্যে ১০টি ছিল লক্ষ্যে। ভিনিসিয়ুস আর এনদ্রিক আরো কিছু সুযোগ কাজে লাগাতে পারলে ম্যাচ অতিরিক্ত সময়ে যেত না। অন্যদিকে, রিয়াল সোসিয়েদাদ ১১টি শট নেয়, যার ৫টি ছিল লক্ষ্যে এবং ৪টি গোল হয়।

 

১৬ মিনিটে দুর্দান্ত এক প্রতি-আক্রমণে লক্ষ্যে প্রথম শট নিয়েই গোল করে এগিয়ে যায় সোসিয়েদাদ। ৩০ মিনিটে এনদ্রিক গোল করে রিয়াল মাদ্রিদকে সমতায় ফেরান। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়। 

৬৫ মিনিটে এনদ্রিকের বদলি নামেন এমবাপ্পে। ৭১ মিনিটে আলাবার আত্মঘাতী আবারও পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ।

৮০ মিনিটে আলাবার গায়ে লেগে সোসিয়েদাদের আরেকটি গোল হয়। ফাইনালের সুবাসও পেতে শুরু করে সোসিয়েদাদ।

৮২ মিনিটে বেলিংহাম গোল করে ব্যবধান কমানোর চার মিনিট পর চুঁয়েমেনি গোল করে সমতা ফেরান। যোগ করা সময়ে ওইয়ারজাবাল গোল করে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যান।

অতিরিক্ত সময়ে হয় নাটকের চূড়ান্ত মঞ্চ। ১১৫ মিনিটে দুই বদলি খেলোয়াড়ের নৈপুণ্যে ব্যবধান গড়ে দেয় রিয়াল। আর্দা গুলেরের কর্নারে হেডে ঠিকানা খুঁজে নেন রুডিগার।

ফাইনালে  বার্সেলোনা অথবা অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে কার্লো আনচেলোত্তির দল। 

মন্তব্য

সম্পর্কিত খবর

প্রতিপক্ষ কোচের নাক টিপে নিষিদ্ধ মরিনিও

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
প্রতিপক্ষ কোচের নাক টিপে নিষিদ্ধ মরিনিও

তুর্কি কাপের কোয়ার্টার ফাইনালে গত বুধবার গালাতাসারাইয়ের কাছে ২-১ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে ফেনারবাচে। ম্যাচের পর মেজাজ হারান ফেনারবাচে কোচ জোসে মরিনিও। ম্যাচ শেষে তেড়ে গিয়ে গালাতাসারাই কোচ ওকান বুরুকের নাক দুই আঙুল দিয়ে টিপে দেন মরিনিও। আঘাত পেয়ে বুরুক সঙ্গে সঙ্গে হাত দিয়ে নাক ঢেকে মাটিতে লুটিয়ে পড়েন।

 

এমন কান্ডের পর তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে জোসে মরিনিওকে। পাশাপাশি আর্থিক জরিমানাও করা হয়েছে তাকে। ৬২ বছর বয়সী এই কোচকে জরিমানা গুনতে হবে ২ লাখ ৯২ হাজার ৫০০ তুর্কি লিরা (প্রায় ৭ হাজার ৮০০ মার্কিন ডলার)।

তুরস্ক ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘জোসে মরিনিও পরবর্তী তিন প্রতিযোগিতামূলক ম্যাচে দলের ড্রেসিংরুমে ও  ডাগ আউটে থাকতে পারবেন না।

বুধবার রাতে ম্যাচ শেষে মরিনিওর বিরুদ্ধে বুরুককে শারীরিকভাবে আক্রমণের অভিযোগ এনেছিল গালাতাসারাই। ফেনেরবাচেও পাল্টা অভিযোগ আনে। ক্লাবটি দাবি করে, মরিনিও বুরুকের নাক টিপে দেওয়ার পর তিনি এমনভাবে অভিনয় করেছেন, যেন কেউ তাঁকে গুলি করেছেন। মরিনিওকে উত্তেজিত করতে বুরুক হাত দিয়ে অশোভন ইঙ্গিত করেন বলেও দাবি ফেনেরবাচ কর্তৃপক্ষের।

বুরুকের প্ররোচিত করার ব্যাপারটিও বিবেচনা করেছেন তুরস্কের প্রফেশনাল ফুটবল ডিসিপ্লিনারি বোর্ড। এজন্য মরিনিয়োর শাস্তি তুলনামূলক কম হয়েছে বলে উল্লেখ করা হয়।

গালাতাসারাইয়ের এক খেলোয়াড়কে অপমান করার দায়ে মরিনিওর সহকারী সালভাতোর ফোতিকে চার ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।

মন্তব্য

বড় ম্যাচে বিকল্প ভাবনা কিংসের

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
শেয়ার
বড় ম্যাচে বিকল্প ভাবনা কিংসের
ছবি : মীর ফরিদ

ফেডারেশন কাপে ফাইনালে যাওয়ার পথে প্রথম কোয়ালিফায়ারে ৮ এপ্রিল আবাহনীর মুখোমুখি বসুন্ধরা কিংস। এর তিন দিন পর লিগ ম্যাচে কিংসকে খেলতে হবে টেবিলের শীর্ষে থাকা মোহামেডানের বিপক্ষে। লম্বা বিরতি থেকে ফিরেই দুটি বড় ম্যাচ। তাই জোরেশোরে প্রস্তুতি নিতে হচ্ছে ভ্যালেরিও তিতা ও তাঁর দলকে।

কিন্তু একাধিক তারকা খেলোয়াড়ের ইনজুরি ও দলের অধিনায়ক মিগেল ফিগেইরা এখনো না ফেরায় ভীষণ ভাবাচ্ছে রোমানিয়ান কোচকে। তবে বাকিদের ওপর ভরসা রাখছেন তিনি। তাতে দুটি ম্যাচেই উতরে যাওয়ার আশা এই কোচের।

‘শুরুর দুটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ।

আশা করছি অনেক সমস্যার মধ্যেও দুটি ম্যাচই আমরা জিততে পারব। কয়েকজন চোটে আক্রান্ত এবং অধিনায়ক (মিগেল) দলের সঙ্গে এখনো যোগ দেয়নি। এসব সমস্যা নিয়ে আশা করি আমরা ইতিবাচক ফল পাব’, বলেছেন তিতা। গত ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ম্যাচে খেলার ১৫ মিনিটের মধ্যে চোট নিয়ে মাঠ ছাড়েন তপু বর্মণ।

এই ডিফেন্ডার এখনো ম্যাচ খেলার জন্য ফিট হয়ে ওঠেননি। কাঁধের চোটে পড়েছেন আরেক সেন্টার ব্যাক তারিক কাজী। প্রায় তিন মাসের মতো তাঁকে মাঠের বাইরে থাকতে হতে পারে। গোলখরা কাটাতে মধ্যবর্তী দলবদলে স্ট্রাইকার পজিশনে আর্জেন্টিনার হুয়ান লেসকানোকে দলে ভেড়ায় কিংস। কিন্তু চোটের কারণে আবাহনী ও মোহামেডানের বিপক্ষে খেলতে পারবেন না তিনি।

কিংসের মধ্যমাঠের প্রাণ মিগেল কবে ফিরবেন—সেটাও অনিশ্চিত। ভীষণ গুরুত্বপূর্ণ দুটি ম্যাচের আগে তাই ভিন্ন পথ খুঁজছেন তিতা। তাতে রাকিব হোসেন, শেখ মোরসালিন, ফয়সাল ফাহিমদের বাড়তি দায়িত্ব নিতে হবে। তাঁদের সঙ্গে আক্রমণভাগে থাকছেন ঘানার উইঙ্গার ইভান্স ইত্তি। আবারও কিংসে ফেরা উজবেকিস্তানের মিডফিল্ডার আসরর গফুরভের সঙ্গে মধ্যমাঠের নিয়ন্ত্রণের সঙ্গে আক্রমণে সুর গেঁথে দেওয়ার কাজটা করতে হবে ব্রাজিলিয়ান জোনাথন ফের্নান্দেসকে। সেন্টারব্যাকে দেখা যাবে ব্রাজিলিয়ান ডেসিয়েলকে। কিংসের রোমানিয়ান কোচ তাই বলেছেন, ‘চারজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছি না। ওদের বিকল্প পাওয়া খুবই কঠিন, এটা সবাই জানে। কিন্তু সর্বোচ্চ সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করছি। আশা করি তাদের বোঝাতে পারব যে মর্যাদা এবং সাফল্যের সঙ্গে এই দলের প্রতিনিধিত্ব করার সময় এখন ওদের।’

কাপ টুর্নামেন্টে শিরোপাস্বপ্ন উজ্জ্বল হলেও লিগে সেই পথ অনেকটা কঠিন কিংসের সামনে। শীর্ষে থাকা মোহামেডানের সঙ্গে পয়েন্টের ব্যবধান ৭। দুইয়ে থাকা আবাহনীর চেয়ে পিছিয়ে তিন পয়েন্টে। ফিরতি লেগে ১২ এপ্রিল কিংস অ্যারেনায় মোহামেডানকে হারাতে পারলে ব্যবধান চারে নামিয়ে আনার সুযোগ থাকছে কিংসের সামনে। শিরোপা জিততে হলে নিজেদের সব ম্যাচ তো জিততেই হবে, প্রতিপক্ষের ফলও কিংসের অনুকূলে আসতে হবে। সেই চ্যালেঞ্জ মেনেই প্রস্তুতি নেওয়ার কথা জানিয়ে তিতা বলেছেন, ‘আমি জানি এটা খুবই কঠিন। ৭ পয়েন্টের ব্যবধান খুবই সুবিধাজনক অবস্থান। বিশেষ করে যখন মাত্র আট ম্যাচ বাকি থাকে। কিন্তু শেষ আশা হিসেবে সব ম্যাচই জিততে হবে আমাদের।’

প্রাসঙ্গিক
মন্তব্য

সবার আগে শিরোপা উদযাপন পিএসজির

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
সবার আগে শিরোপা উদযাপন পিএসজির
ছবি : এএফপি

৬টি ম্যাচ বাকি থাকতেই ফরাসি লিগ ‘আঁ’ এর শিরোপা জিতে নিয়েছে পিএসজি। এতে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে প্রথম ক্লাব হিসেবে শিরোপা নিশ্চিত করেছে ফরাসি এই দলটি। লিগে ১৩তম এবং টানা চতুর্থ শিরোপা জয়ের পথে পুরো মৌসুমে অপরাজিত থাকে ফরাসি জায়ান্টরা।

গত রাতে অঁজের বিপক্ষে ড্র করলেই শিরোপা নিশ্চিত হয়ে যেত পিএসজির।

ড্র নয়, ম্যাচটা তারা জিতেছে ১-০ গোলে। আর তাতেই ম্যাচ শেষে প্যারিসে হলো শিরোপা-উৎসব। 

লিগে এই মৌসুমে এখনো কোনো ম্যাচ হারেনি পিএসজি। ২৮ ম্যাচে ২৩ জয় ও পাঁচ ড্রয়ে তাদের পয়েন্ট ৭৪।

এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে মোনাকো।

লিগে সর্বশেষ ১৩ আসরে পিএসজি চ্যাম্পিয়ন হয়েছে ১১ বার। মধ্যে ২০১৬-১৭ ও ২০২০-২১ মৌসুমে রানার্স-আপ হয়েছে দলটি। 

ম্যাচের একমাত্র গোলটি করেন ডিজায়ার ডউ।

ম্যাচের ৫৫ মিনিটে খিচা কাভারাস্কেইয়ার ক্রসে  দারুণ এক ভলিতে জালের ঠিকানা খুঁজে পান এই ফরাসি ফরোয়ার্ড। 

পিএসজির সামনে সুযোগ আছে এই মৌসুমে ট্রেবল জেতার। লিগ জয়ের আগে ফরাসি কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে। ওদিকে চ‍্যাম্পিয়নস লিগে দারুণ ফর্মে থাকা লিভারপুলকে হারিয়ে জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে। 

মন্তব্য

পেস বোলিং কোচের আলোচনায় ডোনাল্ডের সঙ্গে গিবসনও

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
শেয়ার
পেস বোলিং কোচের আলোচনায় ডোনাল্ডের সঙ্গে গিবসনও
অ্যালান ডোনাল্ড (বাঁয়ে) ও ওটিস গিবসন।

বাংলাদেশ দলের পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের কাজে খুশি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ জন্য নতুন কোচ খুঁজছে ক্রিকেট পরিচালনা বিভাগ। বিসিবি সূত্রে জানা গেছে, জাতীয় দলের সাবেক দুই কোচ অ্যালান ডোনাল্ড এবং ওটিস গিবসনের মধ্যে একজনকে আবার ফেরানো যায় কি না তা নিয়ে আলোচনা চলছে।

বিসিবির চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়েন ডোনাল্ড।

বোর্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেও বাংলাদেশি পেসারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন এই দক্ষিণ আফ্রিকান। ডোনাল্ডের আগে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানদের সঙ্গে কাজ করেছেন গিবসন। তাঁর কোচিংয়ের প্রশংসা এখনো শোনা যায় বাংলাদেশি পেসারদের মুখে।
এ জন্য নতুন কাউকে কোচ হিসেবে না এনে পরীক্ষিতদের ফেরাতে চাচ্ছে বিসিবি।

গতকাল বিসিবির একজন কর্মকর্তা বলছিলেন, ‘ডোনাল্ডের সঙ্গে গিবসনের ব্যাপারে আলোচনা হচ্ছে। তাঁরা দুজনই ভালো কাজ করে গেছেন। কোচ হিসেবেও দুজন বেশ ভালো। তবে আগের বোর্ডের কিছু সিদ্ধান্ত তাঁদের পছন্দ ছিল না।

এখন তাঁদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। একজনকে ফেরাতে পারলে সেটা আমাদের জন্য ভালো হবে।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ