রিয়াল মাদ্রিদ সমর্থকদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিল সোসিয়েদাদ। সান্তিয়াগো বার্নাব্যুতে বারবার বাঁকবদলের ম্যাচে তারা এগিয়ে গিয়েছিল দুবার। কিন্তু দুই দলের জন্যই উত্থান-পতনের ম্যাচে শেষবেলার নাটকীয়তায় শেষ হাসি হেসেছে রিয়াল মাদ্রিদই। নিজ মাঠে আট গোলের রোমাঞ্চকর দ্বৈরথে সোসিয়েদাদের সঙ্গে ৪-৪ গোলের সমতায় শেষ করেছে লস ব্লাংকোরা।
আট গোলের রোমাঞ্চ শেষে হাসি রিয়ালের

১১৫ মিনিটে অ্যান্টোনিও রুডিগারের গোল দুই লেগ মিলিয়ে জিতিয়ে দেয় রিয়ালকে। শেষ মুহূর্তে গোল করে দলকে ফাইনালে পৌঁছে দিয়ে স্বাভাবিকভাবেই বেশ উচ্ছ্বসিত ছিলেন এই জার্মান তারকা। তাঁর চোখ এখন শিরোপায়, ‘ম্যাচটা খুব কঠিন ছিল।
কিলিয়ান এমবাপ্পেকে বেঞ্চে বসিয়ে ব্রাজিলিয়ান আক্রমণ ত্রয়ী ভিনিসিয়ুস, রদ্রিগো এবং এনদ্রিককে নিয়ে খেলা শুরু করে ষোড়শ মিনিটেই পিছিয়ে পড়ে রিয়াল। এই ব্রাজিলিয়ান ত্রয়ীর সর্বকনিষ্ঠ সদস্য এনদ্রিকের গোলে সমতা ফেরায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে আবার পিছিয়ে পড়ে লস ব্লাংকোরা। ডেভিড আলাবার আত্মঘাতী গোলের পাশাপাশি মিকেল ওয়ারজাবালের লক্ষ্যভেদে ৩-১-এ এগিয়ে যায় সোসিয়েদাদ।
সম্পর্কিত খবর

টিভিতে


টি স্পোর্টস

টি স্পোর্টস টিভি ও ইউটিউব
ফুটবল
বিপিএল
রহমতগঞ্জ-চট্ট. আবাহনী
সরাসরি, বিকেল ৩টা ৩০ মিনিট
ফকিরেরপুল-পুলিশ এফসি
সরাসরি, বিকেল ৩টা ৩০ মিনিট
ক্রিকেট
আইপিএল
চেন্নাই-কলকাতা
সরাসরি, রাত ৮টা
।
জোড়া গোল

লস অ্যাঞ্জেলেসের কাছে প্রথম লেগ এক গোলে হারের পর ফিরতি লেগেও শুরুতে গোল খেয়ে পিছিয়ে পড়ে ইন্টার মায়ামি। কিন্তু লিওনেল মেসির অনবদ্য নৈপুণ্যে ঘুরে দাঁড়িয়ে মায়ামি ম্যাচ জিতেছে ৩-১ গোলে। তাতে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালে পা দেয় মায়ামি। মেসির পা থেকে আসে জোড়া গোল।

স্কুল ফুটবল শুরু আজ

ক্রীড়া প্রতিবেদক : বাফুফের আয়োজনে আজ শুরু হচ্ছে ঢাকা’স রাইজিং স্টার ২০২৫ আন্ত স্কুল প্রতিযোগিতা। টুর্নামেন্টে অংশ নিচ্ছে দুই বিভাগে ঢাকা শহরের ১৮টি স্কুল। অনূর্ধ্ব-১৪ বিভাগে খেলবে ৬টি স্কুল এবং অনূর্ধ্ব-১২-তে ৮টি। আজ জলসিঁড়ি আবাসনে ফর্টিস মাঠে উদ্বোধনী অনুষ্ঠান সকাল ৯টায়।