নরসিংদীর রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউনিয়নে ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (১১ এপ্রিল) দুপুর ২টায় উপজেলা চর আড়ালিয়া ইউনিয়নের বাঘাইকান্দি এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয়রা জানান, গত ৭ এপ্রিল দুই ছাত্রীকে স্থানীয় কাইয়ুম ও মুন্নাসহ তার বন্ধুরা মিলে ধর্ষণ করে। তারপর (৯ এপ্রিল) ৮ জনকে আসামি করে পৃথক দুটি মামলা করেন ভুক্তভোগী পরিবার।
কিন্তু চারদিন পেরিয়ে গেলেও আসামিরা গ্রেপ্তর হয়নি।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণের ঘটনা থামাচাপা হওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছে অপরাধীরা। এসময় ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে তারা বলেন, এ সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করতে না পারলে সামনে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
আরো পড়ুন
দূষণ বিরোধী অভিযানে ২৪ কোটি টাকার জরিমানা, বন্ধ ৬৪৮ ইটভাটা
মানববন্ধনে উপস্থিত ছিলেন- নরসিংদী জেলা যুবদলের সদস্যসচিব ও সাবেক চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসানুজ্জামান সরকার, শিল্পপতি আতাউর রহমান মিঠু, পূর্ববাঘাইকান্দি এসইডিপি মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষাক আবু মুসা, ছাত্রনেতা সাব্বির ভূঁইয়া, তাজউদ্দিন মোল্লা, নুর আলম গাজী, হারুনুর রশীদ ও জহিরুল ইসলাম।
জানা যায়, গত ৭ এপ্রিল বিকেলে একই এলাকার পরিচিত কাইয়ুম (২১) ও মুন্নার (২২) সঙ্গে ঘুরতে বের হয় দুই ছাত্রী। সন্ধ্যার দিকে একটি স্কুলের পাশে ৬ বন্ধু মিলে দুই ছাত্রীকে ধর্ষণ করে। রাতে বাড়ি ফিরে ভুক্তভোগীরা পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়।
ঘটনাটি স্থানীয় একটি প্রভাবশালী মহল ধামাপাচা দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে।
এ নিয়ে খবর প্রকাশ হলে ৯ এপ্রিল রাতে ৮ জনকে আসামি করে পৃথক দুটি মামলা করে ভুক্তভোগী পরিবার। কিন্তু ঘটনার চারদিন পেরিয়ে গেলেও আসামিদের গ্রেপ্তর করতে পারেনি পুলিশ।
রায়পুরা থানার পরিদর্শক প্রবীর কুমার ঘোষ জানান, ঘটনার পর থেকে জড়িতদের ধরতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত আছে। আমাদের সবগুলো টিম আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।