সার্চ কমিটিকে ‘আলটিমেটাম’

শেয়ার
সার্চ কমিটিকে ‘আলটিমেটাম’

ক্রীড়া প্রতিবেদক : গত আগস্টে সার্চ কমিটি করা হলেও এখনো ফেডারেশনগুলোর অ্যাডহক কমিটি পূর্ণাঙ্গ হয়নি। যা নিয়ে ক্রীড়া মন্ত্রণালয় গত পরশু কমিটিকে আলটিমেটাম দিয়েছে ২০ এপ্রিলের মধ্যে সব কটি ফেডারেশনের কমিটি পূর্ণাঙ্গ করার জন্য।

যদিও সার্চ কমিটির জমা দেওয়া কমিটি প্রকাশ করা নিয়ে মন্ত্রণালয় এর মধ্যেই দীর্ঘসূত্রতা দেখিয়েছে। গত পরশু নতুন করে পাঁচটি ফেডারেশনের কমিটি ঘোষণা করা হলেও সার্চ কমিটির অন্যতম সদস্য মেজর (অব.) ইমরোজ আহমেদ বলেছেন, এর মধ্যেও শ্যুটিং, বক্সিং ও উশুর কমিটি তারা (মন্ত্রণালয়) ঘোষণা করেনি।

যদিও কমিটিগুলো আমরা জমা দিয়ে রেখেছি। এক মাসেরও বেশি সময় পর এই পাঁচটি কমিটি দেওয়া হলো। এর আগের ধাপের কমিটিগুলোও জমা দেওয়ার অনেক পরে প্রকাশিত হয়েছে, সেখানে আবার নানা পরিবর্তন। মন্ত্রণালয় যদি আমাদের ওপর আস্থা রেখে কমিটিগুলো দ্রুত প্রকাশ করত, আমরাও তাতে উৎসাহ পেতাম।
মন্ত্রণালয়ের বর্তমান আলটিমেটামে বলা হয়েছে, কমিটিগুলো পূর্ণাঙ্গ হচ্ছে না বলে চলতি অর্থবছরের ফেডারেশনগুলোর জন্য বরাদ্দ অর্থও তারা ছাড় করতে পারছে না।

যদিও যেসব ফেডারেশনে কমিটি হয়েছে, সেখানেও এনএসসির অর্থের পুরোটা এখনো পাওয়া যায়নি। দাবায় যেমন চার কিস্তির মাত্র একটি দেওয়া হয়েছে, হকিতেও অর্ধেক। তা ছাড়া নতুন কমিটি না হওয়া পর্যন্ত পুরনোদেরই কাজ চালিয়ে নেওয়ার কথা।

তারা সেই অর্থ না পেলে কাজই বা করবে কিভাবে। ইমরোজ জানিয়েছেন, এর মধ্যে ২৪টি কমিটি তাঁরা জমা দিয়েছেন, যার ২১টি প্রকাশিত। বাকিগুলো নির্ধারিত সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

বিশ্বকাপ বাছাই

শেয়ার
বিশ্বকাপ বাছাই
গত পরশু বিশ্বকাপ বাছাইয়ে মলদোভাকে ৫-০ গোলে হারানোর পর নরওয়ের আর্লিং হালান্ডের (মাঝে) উদযাপন। আরেক ম্যাচে কাজাখস্তানের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে ওয়েলস। ছবি : এএফপি
মন্তব্য

টিভিতে

শেয়ার
টিভিতে

ফুটবল

ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাই

লিথুয়ানিয়া-ফিনল্যান্ড

সরাসরি, রাত ১১টা, টেন ২

ইংল্যান্ড-লাটভিয়া

সরাসরি, রাত ১-৪৫ মিনিট, টেন ২

পোল্যান্ড-মাল্টা

সরাসরি, রাত ১-৪৫ মিনিট

টেন ১

প্রাসঙ্গিক
মন্তব্য

টি স্পোর্টস

শেয়ার
টি স্পোর্টস

ক্রিকেট

ডিপিএল

আবাহনী-ধানমণ্ডি স্পোর্টস

সরাসরি, সকাল ৯টা

আইপিএল

দিল্লি-লখনউ

সরাসরি, রাত ৮টা

প্রাসঙ্গিক
মন্তব্য

মিনহাজ চ্যাম্পিয়ন

শেয়ার
মিনহাজ চ্যাম্পিয়ন

স্বাধীনতা দিবস ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন। রানার আপ তিতাস ক্লাবের ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস। মিনহাজ ৯ খেলায় সাড়ে ৮ পয়েন্ট পেয়ে শিরোপা জেতেন। আট পয়েন্ট নিয়ে সুব্রত রানার আপ হন।

তৃতীয় হয়েছেন নৌবাহিনীর ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম। বিজ্ঞপ্তি

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ