ঈদের আগে ১০ হাজার টাকা বোনাসের দাবি জানিয়েছে ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ। গতকাল রবিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানানো হয়।
শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মো. রুহুল আমিন মুন্সির সভাপতিত্বে এবং সদস্যসচিব মো. আ. জাব্বারের সঞ্চালনায় বক্তব্য দেন সম্মিলিত শ্রমিক পরিষদের আহ্বায়ক ফয়েজ আহমেদ, হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আবুল হোসেন, সিএনজি অটোরিকশা শ্রমিক নেতা সাখাওয়াত হোসেন দুলাল, খলিলুর রহমান, শাহ আলম, মোতালেব শরীফ, নুর হোসেন, নূর মোরশেদ, খোরশেদ খান, কালাম, মনির হোসেন, জুয়েল মালতীয়া, মমিন পাটোয়ারী প্রমুখ।
বক্তারা বলেন, সিএনজি অটোরিকশার জমা নির্ধারণের প্রক্রিয়ায় একটি ব্যয় বিশ্লেষণ কমিটি থাকে।