এক টাকার প্রতীকী মূল্যে গাইবান্ধার ২৫০ স্বল্প আয়ের পরিবার পেলো ঈদ উদযাপনের খাদ্য সামগ্রী। টানা পঞ্চমবারের মতো আজ শনিবার (২৯ মার্চ) বিকেলে গাইবান্ধার স্বাধীনতার রজতজয়ন্তী বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে এক টাকার বাজার কর্মসূচির আয়োজন করে ‘আমাদের গাইবান্ধা’ নামে একটি সংগঠন।
অভিনব এই আয়োজনে মাত্র এক টাকায় ব্যাগ ভর্তি সামগ্রী পেয়ে খুশি পরিবারগুলো। বাজার উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের গাইবান্ধা সংগঠনের সভাপতি সায়েম রহমান, সাধারণ স¤পাদক মুসাব্বির রহমান রিদিম সহ সংগঠনের উপদেষ্টা ও সদস্যবৃন্দ।
সরেজমিনে দেখা যায়, কাউন্টারে মাত্র এক টাকা দিলেই হাতে তুলে দেওয়া হচ্ছে ব্যাগ। বিতরণ কেন্দ্রে স্লিপ জমা দিলেই প্রতিটি পরিবারের প্রতিনিধিকে দেওয়া হয় মুরগি, আলু, বাঁধাকপি, বেগুন, চাল, সয়াবিন তেল, ডাল, সুজি, চিনি, নুডলস, সেমাই, গুড়া দুধ, লবণ, আলু, পেঁয়াজ, রসুন, মরিচ, লেবুসহ ২০ ধরণের সামগ্রী।
আয়োজকরা জানালেন, এই আয়োজনটি করেছে শিক্ষার্থী ছাড়াও নানা বয়সের তরুণ ও যুবকরা।
মূলত ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই এই বাজার বসানো হয়েছে।
সুবিধাভোগী মাজেদা বেগম বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বাজারে কোনো পণ্যই কেনার সামর্থ্য হয় না নিম্ন আয়ের ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের। তাই এক টাকায় অনেক কিছু পেয়ে খুশি তারা। পরিবার নিয়ে একদিন হলেও অনেক ভালো খেতে পারবেন।
আমাদের গাইবান্ধার সভাপতি সায়হাম রহমান বলেন, ক্রমবর্ধমান বাজার মূল্যে স্বল্প আয়েন মানুষের ঈদ আনন্দ যাতে বাধাগ্রস্ত না হয় সেই লক্ষ্যে পরিবার প্রতি এক টাকার বিনিময়ে চাল, ডাল, মুরগিসহ ২০ পদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। গত কয়েক বছর থেকে আমরা দুস্থ অসহায় মানুষগুলোর পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করেছি।
জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বললেন, তরুণদের এই উদ্যোগ তাদের মানবিক মূল্যবোধেরই প্রকাশ। আগামীতে দেশ গড়ার ক্ষেত্রেসব এই তরুণ ও শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহবান জানান তিনি।