বিএনপি সরকার গঠন করলে এ দেশে আর কোনো দুর্নীতি হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
মঙ্গলবার (১ এপ্রিল) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাঝিগাতীতে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশে সেলিমুজ্জামান সেলিম বলেন, ‘বিগত প্রায় ১৭ বছর আপনারা নিগৃহীত, নিপীড়িত ও নির্যাতনের শিকার হয়েছেন। আপনাদের মনে অনেক ক্ষোভ ও কষ্ট আছে।
তবে আপনারা ফ্যাসিস্টদের মতো না হয়ে সাধারণ মানুষের পাশে থাকবেন, মানুষের কল্যাণে কাজ করবেন। কোনো মানুষ যাতে নিপীড়নের শিকার না হয় সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে।’
তিনি আরো বলেন, ‘প্রত্যেক মানুষের ঘরে ঘরে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের প্রিয় নেতা তারেক রহমানের কথা এবং আমাদের আগামী দিনের যে কর্মপন্থা ৩১ দফার কথা বলেন, তা জানাতে হবে।’
বিএনপির কার্যনির্বাহী কমিটির এই সহসাংগঠনিক সম্পাদক বলেন, ‘আমরা সরকার গঠন করলে এ দেশে আর কোনো দুর্নীতি হবে না, সন্ত্রাস হবে না, ব্যাংক ডাকাতি হবে না, মা-বোনেরা নিপীড়িত ও নির্যাতিত হবেন না।
’
এ সময় গোপালগঞ্জের বিএনপি নেতা মো. সামসুল আলম সবুজ, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম রোমানসহ কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা উপস্থিত ছিলেন।