মায়ানমারে মৃতের সংখ্যা ২০০০ ছাড়াল, এক সপ্তাহের জাতীয় শোক ঘোষণা

এএফপি
এএফপি
শেয়ার
মায়ানমারে মৃতের সংখ্যা ২০০০ ছাড়াল, এক সপ্তাহের জাতীয় শোক ঘোষণা
ভয়াবহ ভূমিকম্পের তিন দিন পর ৩১ মার্চ মায়ানমারের মান্দালয়ে লোকজন অস্থায়ী তাঁবুতে দিন কাটাচ্ছে। ছবি : এএফপি

মায়ানমারে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা সোমবার দুই হাজার ছাড়িয়ে গেছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে আসছে। এ পরিস্থিতিতে দেশব্যাপী এক সপ্তাহের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

মায়ানমারের শাসক সামরিক জান্তা এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবারের বিধ্বংসী ভূমিকম্পে ‘জীবনহানি ও ক্ষতির প্রতি সমবেদনা জানাতে’ ৬ এপ্রিল পর্যন্ত জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১২টা ৫১ মিনিট ২ সেকেন্ডে ৭.৭ মাত্রার এক মিনিট নীরবতা পালন করা হবে, যা ভূমিকম্পটি আঘাত হানার সুনির্দিষ্ট সময়।

সে সময় জনগণকে থেমে গিয়ে ভূমিকম্পের শিকারদের প্রতি শ্রদ্ধা জানাতে বলা হয়েছে। পাশাপাশি গণমাধ্যমকে সম্প্রচার বন্ধ রেখে শোক চিহ্ন প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া মন্দির ও প্যাগোডায় প্রার্থনার আয়োজনও করা হবে।

জান্তা সোমবার আরো জানায়, এখন পর্যন্ত নিশ্চিত মৃতের সংখ্যা দুই হাজার ৫৬ জন।

আর আহতের সংখ্যা তিন হাজার ৯০০ ছাড়িয়েছে এবং এখনো ২৭০ জন নিখোঁজ। তবে এই সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মৃতদের মধ্যে তিনজন চীনা নাগরিক ও দুজন ফরাসি নাগরিক রয়েছেন বলে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম ও প্যারিসের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

উদ্ধার অভিযান ধীর হয়ে আসছে
এদিকে এই ঘোষণার মধ্যেই সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরগুলোর মধ্যে অন্যতম মান্দালয়ে উদ্ধার অভিযানের গতি কমে আসছে।

১৭ লাখেরও বেশি জনসংখ্যার এ শহরটিতে এখনো হাজারো মানুষ বাড়ি ফিরতে পারেনি।

মান্দালয়ের সাজ্জা নর্থ মসজিদের প্রধান প্রশাসক অং মিন্ট হুসেইন বলেন, ‘পরিস্থিতি এতটাই ভয়াবহ যে এটি ব্যাখ্যা করা কঠিন।’

টানা চার রাত ধরে বহু মানুষ খোলা আকাশের নিচে রাস্তায় রাত কাটাচ্ছে। কেউ কেউ তাঁবুর ব্যবস্থা করতে পারলেও অনেকেই রাস্তার ওপর কম্বলে শুয়ে আছে, ভবনধসের আশঙ্কায় দালান থেকে দূরে থাকার চেষ্টা করছে। 

ভূমিকম্পের প্রভাব এতটাই ভয়াবহ ছিল যে শত শত কিলোমিটার দূরে থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককেও ৩০ তলাবিশিষ্ট একটি নির্মীয়মাণ ভবন ধসে পড়ে।

সেখানে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে।  

খোলা আকাশের নিচে হাসপাতাল
অন্যদিকে মান্দালয়ের এক হাজার শয্যার সাধারণ হাসপাতাল খালি করে ফেলা হয়েছে এবং শত শত রোগীকে বাইরে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালের পার্কিং এলাকায় স্ট্রেচারে শুয়ে থাকা অনেক রোগীকে কেবল একটি পাতলা ত্রিপল দিয়ে সূর্যের তাপ থেকে রক্ষা করার চেষ্টা করা হচ্ছে। স্বজনরা তাদের পাশে থেকে সান্ত্বনা দিচ্ছেন, কেউ হাত ধরে আছেন, আবার কেউ বাঁশের পাখা দিয়ে বাতাস করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বলেন, ‘আমরা যা পারছি, তা-ই করছি। আমাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

অস্বাভাবিক গরমে উদ্ধারকর্মীরা ক্লান্ত হয়ে পড়ছেন এবং মৃতদেহ দ্রুত পচে যাওয়ায় শনাক্তকরণে সমস্যা তৈরি হচ্ছে। তবে সোমবার থেকে মান্দালয়ের রাস্তায় কিছু যানবাহন চলতে শুরু করেছে, রেস্তোরাঁ ও হকাররা ফের কাজ শুরু করেছেন। শহরের একটি ধ্বংসস্তূপে পরিণত হওয়া মসজিদের সামনে শত শত মুসলিম ঈদুল ফিতরের নামাজও আদায় করেন।  

মানবিক সংকট আরো ঘনীভূত
মায়ানমার এমনিতেই বিরাট চ্যালেঞ্জের মুখোমুখি ছিল। দেশটি ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর চার বছর ধরে গৃহযুদ্ধে বিপর্যস্ত, অর্থনীতি ভেঙে পড়েছে এবং স্বাস্থ্যসেবা ও অবকাঠামো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।  

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ভূমিকম্পটিকে সর্বোচ্চ স্তরের জরুরি পরিস্থিতি হিসেবে ঘোষণা করেছে এবং জীবন বাঁচানোর জন্য আট মিলিয়ন ডলারের জরুরি তহবিল চেয়েছে। আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সংস্থাও ১০০ মিলিয়ন ডলারের বেশি সহায়তা চেয়ে আবেদন করেছে।

অত্যন্ত বিরল এক পদক্ষেপে সামরিক জান্তার প্রধান মিন অং হ্লাইং আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছেন। অতীতে বিচ্ছিন্ন মায়ানমারের শাসকগোষ্ঠী বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের পরও বিদেশি সহায়তা নিতে অপারগতা দেখিয়েছিল।

জান্তা মুখপাত্র জাও মিন টুন সোমবার চীন, রাশিয়া, ভারতসহ কয়েকটি মিত্র দেশের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমরা আহতদের চিকিৎসা ও নিখোঁজদের সন্ধানে যথাসাধ্য চেষ্টা করছি।’  

তবে ভূমিকম্পের পরও সামরিক বাহিনী বিদ্রোহীদের ওপর বিমান হামলা অব্যাহত রেখেছে বলে খবর পাওয়া গেছে। একটি সংখ্যালঘু জাতিগোষ্ঠীর সশস্ত্র সংগঠন এএফপিকে জানিয়েছে, ভূমিকম্পের পরপরই তাদের ওপর বিমান হামলায় সাতজন যোদ্ধা নিহত হয়েছেন। সোমবারও আরো কিছু বিমান হামলার খবর পাওয়া গেছে।  

মায়ানমারের চলমান গৃহযুদ্ধে সামরিক বাহিনীর বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানবিরোধী বাহিনী ও বিভিন্ন জাতিগত সশস্ত্র গোষ্ঠী লড়াই করছে, যা ইতিমধ্যে ৩৫ লাখের বেশি মানুষকে বাস্তুচ্যুত করেছে।

এদিকে ব্যাঙ্ককে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ পরিষ্কার করতে ভারী যন্ত্রপাতি ব্যবহৃত হচ্ছে। সেখানে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে এবং অন্তত ৭৫ জন এখনো নিখোঁজ রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো জীবিতদের উদ্ধারের আশা পুরোপুরি শেষ হয়ে যায়নি।

মন্তব্য

সম্পর্কিত খবর

দ. কোরিয়ার প্রেসিডেন্টকে অপসারণ, ৬০ দিনের মধ্যে নির্বাচন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
দ. কোরিয়ার প্রেসিডেন্টকে অপসারণ, ৬০ দিনের মধ্যে নির্বাচন

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে তার পদ থেকে অপসারণ করেছে দেশটির সর্বোচ্চ আদালত। শুক্রবার (৪ এপ্রিল) দেশটির সাংবিধানিক আদালত এই রায় দেয়। এই রায়ের অর্থ এখন দেশটিকে ৬০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠান করতে হবে। খবর সিএনএনের।

ডিসেম্বরে পার্লামেন্ট ইওলকে অভিশংসনের পক্ষে ভোট দেওয়ার পর শুক্রবার আদালতের এই সিদ্ধান্তের মাধ্যমে তাকে প্রেসিডেন্টের পদ থেকে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করা হলো। এখন তার অপসারণ অবিলম্বে কার্যকর হবে এবং তাকে প্রেসিডেন্টের বাসভবন ত্যাগ করতে হবে।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত গত বছরের শেষের দিকে সামরিক আইন ঘোষণার জন্য অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে তার পদ থেকে অপসারণের রায় দিয়েছে। 

২০২৪ সালের ৩ ডিসেম্বর সন্ধ্যায় ইউন সংক্ষিপ্ত সময়ের জন্য সামরিক আইন ঘোষণা করেন।

সে সময় তিনি দাবি করেন, রাষ্ট্রবিরোধী এবং উত্তর কোরিয়ার শক্তি সরকারে অনুপ্রবেশ করেছে।

কিন্তু দেশের জাতীয় পরিষদ বন্ধ করে দেওয়ার জন্য পাঠানো ঊর্ধ্বতন সামরিক ও পুলিশ কর্মকর্তারা সাক্ষ্য দিয়েছেন, তখনকার প্রেসিডেন্ট ইউন তার প্রতিদ্বন্দ্বী রাজনীতিবিদদের আটক করতে এবং তার সামরিক শাসনের আদেশ প্রত্যাহারের জন্য সংসদকে ভোটদান থেকে বিরত রাখতে নির্দেশ দিয়েছিলেন।

আরো পড়ুন
দুপুর পর্যন্ত যেমন থাকবে ঢাকার আবহাওয়া

দুপুর পর্যন্ত যেমন থাকবে ঢাকার আবহাওয়া

 

এদিকে, ৬৪ বছর বয়সী ইউন রাষ্ট্রদ্রোহের অভিযোগে এখনো ফৌজদারি বিচারের মুখোমুখি। তিনি জানুয়ারির ১৫ তারিখে দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথম বর্তমান প্রেসিডেন্ট হিসেবে গ্রেপ্তার হন, যদিও মার্চ মাসে আদালত তার গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করলে তাকে মুক্তি দেওয়া হয়।

প্রাসঙ্গিক
মন্তব্য

জনশূন্য পেঙ্গুইনের দ্বীপেও শুল্ক বসালেন ট্রাম্প!

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
জনশূন্য পেঙ্গুইনের দ্বীপেও শুল্ক বসালেন ট্রাম্প!
সংগৃহীত ছবি

অ্যান্টার্কটিকার কাছে বরফে ঢাকা, জনশূন্য আগ্নেয়গিরিময় দ্বীপপুঞ্জ। সেখানে শুধু পেঙ্গুইনদের বাস। তা সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কারোপ থেকে রক্ষা পায়নি এসব দ্বীপ। এসব দ্বীপের ওপর ১০ শতাংশ শুল্ক বসিয়েছেন তিনি।

খবর দ্য গার্ডিয়ান ও এএফপির।

অস্ট্রেলিয়ার দূরবর্তী ভূখণ্ড হার্ড দ্বীপ ও ম্যাকডোনাল্ড দ্বীপ পৃথিবীর অন্যতম প্রত্যন্ত অঞ্চল। পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থ থেকে নৌকায় সেখানে পৌঁছতে দুই সপ্তাহ লাগে। ধারণা করা হয়, একেবারে জনশূন্য এই দ্বীপে প্রায় এক দশক আগে শেষবার মানুষের পা পড়েছিল।

তবু যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস প্রকাশিত নতুন শুল্কের তালিকায় ‘দেশ’ হিসেবে জায়গা পেয়েছে হার্ড ও ম্যাকডোনাল্ড দ্বীপ। এর পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেছেন, ‘পৃথিবীর কোনো জায়গা নিরাপদ নয়।’

হার্ড ও ম্যাকডোনাল্ড দ্বীপ ছাড়াও অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডের বাইরের আরো কিছু অঞ্চল যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের তালিকায় আলাদা করে স্থান পেয়েছে, যেগুলোর ওপর ১০ শতাংশ শুল্ক বসানো হবে।

আরো পড়ুন
মাস্কের সরকারি পদ ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিল হোয়াইট হাউস

মাস্কের সরকারি পদ ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিল হোয়াইট হাউস

 

অস্ট্রেলিয়ার এসব দূরবর্তী ও বিচ্ছিন্ন অঞ্চল সরাসরি স্বায়ত্তশাসিত নয়, তবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিশেষ প্রশাসনিক সম্পর্ক রয়েছে।

শুল্ক তালিকায় থাকা অন্য দ্বীপের মধ্যে কোকোস (কিলিং) দ্বীপপুঞ্জ, ক্রিসমাস দ্বীপ ও নরফোক দ্বীপও রয়েছে।

মন্তব্য

মাস্কের সরকারি পদ ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিল হোয়াইট হাউস

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মাস্কের সরকারি পদ ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিল হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ঘনিষ্ঠজনদের জানিয়েছিলেন যে ধনকুবের ইলন মাস্ক সরকারি দায়িত্ব থেকে শিগগির সরে দাঁড়াবেন। গত বুধবার পলিটিকো এবং সম্প্রচারমাধ্যম এবিসি নিউজ এসংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে। 

তবে হোয়াইট হাউস এই খবর নাকচ করে দিয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এই ‘বিশেষ’ খবরকে আবর্জনা বলে মন্তব্য করেছেন।

টেসলার প্রতিষ্ঠাতা মাস্ককে যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগের (ডিওজিই) প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

মূলত ফেডারেল সরকারের ব্যয় কমাতে বিভাগটি চালু করা হয়েছে। মাস্কের কার্যক্রম নিয়ে ট্রাম্পের শীর্ষ সহযোগীদের মতবিরোধ আছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

তবে পলিটিকোর প্রতিবেদনকে ‘আবর্জনা’ আখ্যা দিয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, ইলন মাস্ক এবং প্রেসিডেন্ট ট্রাম্প উভয়ই প্রকাশ্যে বলেছেন যে, ডিওজিইতে তার অবিশ্বাস্য কাজ শেষ হলে মাস্ক একজন বিশেষ সরকারি কর্মচারী হিসেবে সরকারি পরিষেবা থেকে প্রস্থান করবেন।

এর আগে ট্রাম্প বলেছিলেন, মাস্ক কোনো একসময় তার কম্পানিতে ফিরে যাবেন।

আরো পড়ুন
নৈশভোজে এক টেবিলে ইউনূস-মোদি

নৈশভোজে এক টেবিলে ইউনূস-মোদি

 

তিনি বলেন, আমি মনে করি তিনি (মাস্ক) বিস্ময়কর। তবে একটি বড় কম্পানি পরিচালনার কাজ করতে হয় তাঁকে। কোনো একসময় তিনি সেখানে ফিরে যাবেন।

’ সূত্র : ডয়চে ভেলে

মন্তব্য

পছন্দ না হওয়ায় ভাড়াটিয়া খুনি দিয়ে হবু বরকে হত্যাচেষ্টা তরুণীর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
পছন্দ না হওয়ায় ভাড়াটিয়া খুনি দিয়ে হবু বরকে হত্যাচেষ্টা তরুণীর
প্রতীকী ছবি

ভারতের মহারাষ্ট্রের পুণেতে পরিবারের পছন্দ করা পাত্রকে পছন্দ না হওয়ায় হওয়ায় ভাড়াটিয়া খুনি দিয়ে হবু বরকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে ময়ূরী ডাংড়ে নামের এক তরুণীর বিরুদ্ধে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অভিযুক্ত ওই তরুণী পলাতক রয়েছে। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বুধবার (২ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইয়াভাত থানা পুলিশের বরাতে হিন্দুস্তান টাইমস জানায়, সম্প্রতি ভারতের পুণের অহল্যানগরের বাসিন্দা ময়ূরী ডাংড়ে নামের ওই তরুণীর সঙ্গে জলগাঁওয়ের বাসিন্দা সাগর জয় সিংহের পারিবারিকভাবে বিয়ে ঠিক করা হয়। কিন্তু ওই তরুণী ওই বিয়েতে রাজি ছিলেন না। তাই তিনি সন্দীপ গাওড়ে নামের এক পেশাদার খুনিকে ভাড়া করেন হবু বরকে হত্যা করার জন্য। ওই পেশাদার খুনিকে অগ্রিম দুই লাখ ১৪ হাজার টাকাও দেন ওই তরুণী।

 

পুলিশ জানায়, ভুক্তভোগী সাগর জলগাঁওয়ের একটি হোটেলে রান্নার কাজ করতেন। গত ২৭ ফেব্রুয়ারি নিজের কাজ শেষ করে বাড়ি ফেরার সময় পুণে-শোলাপুর হাইওয়ের উপর দৌন্ড তালুকের পাশে হামলার শিকার হয় তিনি। এ সময় হামলাকারীরা লাঠি এবং ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। সাগর গুরুতর আহত হলে তাকে সেখান ফেলে চম্পট দেন দুষ্কৃতীরা।

পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর তদন্তে নামে পুলিশ। 

এ ব্যাপারে ইয়াভাত থানার সহকারী পরিদর্শক মহেশ মানে বলেন, ‘আমরা পাঁচজনকে গ্রেপ্তার করেছি। ময়ূরী পলাতক রয়েছে।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ