মান্দায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে এসি ল্যান্ডের ড্রাইভারসহ গ্রেপ্তার ৪

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
শেয়ার
মান্দায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে এসি ল্যান্ডের ড্রাইভারসহ গ্রেপ্তার ৪

নওগাঁর মান্দায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে এসি ল্যান্ডের গাড়ির চালকসহ ৪ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩১ মার্চ) তাদের নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রবিবার (৩০) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার ছোটবেলালদহ গ্রামের সোলাইমান আলীর ছেলে রফিকুল ইসলাম সোহাগ (২৯), বড়পই গ্রামের সাইফুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম সুইট (২৯), বিজয়পুর প্রিন্সিপালের মোড় এলাকার মোজাহার আলীর ছেলে আসাদুজ্জামান মুন্না (২৯) ও বিজয়পুর মধ্যপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে নাসির উদ্দিন (২৯)।

এদের মধ্যে নাসির উদ্দিন মাস্টাররোলে এসি ল্যান্ডের গাড়ি চালানোর কাজ করতেন।

জানা গেছে, ভুক্তভোগী নারীর স্বামী পিকআপচালক। তারা একটি ভাড়া বাসায় বসবাস করতেন। ঈদ উপলক্ষে এ দম্পতির তাদের একমাত্র কন্যাসন্তানকে ভুক্তভোগী নারীর বাবার বাড়িতে রেখে আসেন।

রাতে পিকআপ ভাড়া মারার জন্য স্বামী বাইরে যাওয়ায় বাড়িতে একাই ছিলেন ওই নারী।

ভুক্তভোগী নারী বলেন, ‘রবিবার রাত সাড়ে ৭টার দিকে আমার স্বামী পিকআপের ভাড়া মারার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যান। রাত ৯টার দিকে আমি রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। রাত সাড়ে ১০টার দিকে স্বাধীন (এজাহারনামীয় আসামি) বাসায় এসে আমার স্বামীকে ডাকাডাকি করে।

স্বাধীন আমার স্বামীর পূর্বপরিচিত হওয়ায় সরল বিশ্বাসে আমি দরজা খুলে দিই। সঙ্গে সঙ্গে ৬-৭ জন যুবক ঘরের ভেতরে প্রবেশ করে মুখ চেপে ধরে ঘরে নিয়ে একে অপরের সহায়তায় আমাকে ধর্ষণ করতে থাকে। এক পর্যায়ে আমার ডাকচিৎকারে আশপাশের লোকজন এসে চারজনকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়।’

মান্দা ‍উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া বলেন, ‘উনি মাস্টাররোলে এসি ল্যান্ডের গাড়ি চালানোর কাজ করতেন। এখন মজুরিভিত্তিক কাজ করেন।

তবে এসি ল্যান্ড বদলি হওয়ার পরে উনি কাজ করছেন না।’ 

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনুসর রহমান বলেন, ‘সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২-৩ জনের নামে মামলা করেছেন। এ মামলায় ৪ আসামিকে গ্রেপ্তার করে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে। শারীরিক পরীক্ষার জন্য ওই নারীকে নওগাঁ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।’

মন্তব্য

সম্পর্কিত খবর

ভূরুঙ্গামারীতে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আটক

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
শেয়ার
ভূরুঙ্গামারীতে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আটক
ছবি: কালের কণ্ঠ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা সালেকুর রহমান (৩৪)-কে আটক করেছে থানা পুলিশ। আজ শুক্রবার (৪ এপ্রিল) সাড়ে ১২টার দিকে ভূরুঙ্গামারী বাজার থেকে তাকে আটক করা হয়।

সালেকুল উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের আমজাদ হোসেনের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় উপ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক।

আরো পড়ুন
সার্ভার জটিলতায় অনলাইনে টিকিট কাটতে ভোগান্তি

সার্ভার জটিলতায় অনলাইনে টিকিট কাটতে ভোগান্তি

 

ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ আটকের সত‍্যতা নিশ্চিত করে বলেন, ‘গত ৪ আগস্ট ভূরুঙ্গামারীতে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় সালেকুরকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।’

মন্তব্য

কাশিয়ানীতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ প্রতিনিধি
শেয়ার
কাশিয়ানীতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
ছবি: কালের কণ্ঠ

ঈদ উপলক্ষে গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতে গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ঘোড়দৌড় প্রতিযোগিতা। যুব সমাজকে মাদকমুক্ত রাখতে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের নোয়াপাড়া বাগিয়া গ্রামে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের নোয়াপাড়া বাগিয়া ফুটবল মাঠে মো. ইদ্রিস শেখের উদ্যোগে এ ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এতে নড়াইল, মাদারীপুর, ফরিদপুর, যশোর ও গোপালগঞ্জ জেলা থেকে ২৫টি ঘোড়া নিয়ে প্রতিযোগিরা অংশ নেয়।

বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা কয়েক রাউন্ডে প্রায় চার কিলোমিটার পথ অতিক্রম করে ঘোড়াগুলো। এদিকে ঘোড়দৌড় উপলক্ষে বসে গ্রামীণ মেলা।

ঘোড়দৌড়ে নড়াইলের রবিউল মোল্যার ঘোড়া প্রথম, একই জেলার রাব্বি মোল্যার ঘোড়া দ্বিতীয়, শিমুল শেখের ঘোড়া তৃতীয় ও আরজু মোল্যার ঘোড়া চতুর্থ হয়। পরে বিজয়ীদের হাতে নগদ অর্থপুরস্কার তুলে দেন আয়োজকরা।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করা ঘোড়ার মালিক নড়াইলের রবিউল মোল্যা (৪৫) বলেন, নিজের ঘোড়া নিয়ে প্রতিযোগিতায় অংশ নেই। প্রতিযোগিতায় অংশ নিয়ে খুব ভালো লেগেছে।

ঘোড়দৌড় প্রতিযোগীতার আয়োজক মো. ইদ্রিস শেখ বলেন, আধুনিকতার ছোয়ায় আমাদের দেশ থেকে ঐতিহ্যবাহী খেলাগুলো হারিয়ে যাচ্ছে। এসব খেলাগুলো ধরে রাখা উচিত।

এছাড়া যুব সমাজকে খারাপ কাজ থেকে বিরত রাখতে আগামীতে এসব খেলাগুলো ধরে রাখতে হবে। তার জন্য প্রয়োজন এমন আয়োজন।’

মন্তব্য

টাঙ্গাইলে ট্রাকচাপায় আনসার সদস্য নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল প্রতিনিধি
শেয়ার
টাঙ্গাইলে ট্রাকচাপায় আনসার সদস্য নিহত
সংগৃহীত ছবি

টাঙ্গাইলের দেলদুয়ারে ট্রাকচাপায় এক আনসার সদস্য নিহত হয়েছেন। আজ শুক্রবার (৪ এপ্রিল) ভোরে উপজেলা হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিউল্লাহ মিয়া (৪৭) উপজেলার মৌলভীপাড়া গ্রামের মরহুম হাবিবুল্লাহ মজনু মিয়ার ছেলে। তিনি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের কমান্ডার (পিসি) হিসেবে কর্মরত ছিলেন।

আরো পড়ুন
ইউনূস-মোদি বৈঠক ফলপ্রসূ হয়েছে : প্রেসসচিব

ইউনূস-মোদি বৈঠক ফলপ্রসূ হয়েছে : প্রেসসচিব

 

দেলদুয়ার থানার ওসি শোয়েব আহমেদ বলেন, ‘ঈদের ছুটিতে বাড়ি এসেছিলেন শফিউল্লাহ। আজ শুক্রবার ভোরে তিনি নামাজ পড়ে হাঁটতে বের হন। একপর্যায়ে হাসপাতালের সামনে এলে মাটি বহনকারীর ড্রামট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।’

মন্তব্য

স্ত্রী-সন্তানের ওপর রাগ করে নিজবাড়িতে আগুন

নাটোর প্রতিনিধি
নাটোর প্রতিনিধি
শেয়ার
স্ত্রী-সন্তানের ওপর রাগ করে নিজবাড়িতে আগুন
ছবি: কালের কণ্ঠ

নাটোরের লালপুরে নেশাগ্রস্থ অবস্থায় স্ত্রী-সন্তানের ওপর রাগ করে নিজবাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন আমিনুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি। গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আমিনুল ইসলাম নেশাগ্রস্ত। তিনি প্রায়ই নেশা করে বাড়ি ফেরায় পরিবারে অশান্তি লেগেই থাকত।

এ অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নেশা করে বাড়ি ফিরলে স্ত্রী ও সন্তানের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি মোটরসাইকেল থেকে পেট্রল বের করে নিজবাড়িতে আগুন ধরিয়ে দেন। এতে মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় তার বাড়ির তিনটি ঘরে থাকা আসবাপত্রসহ সবকিছু পুড়ে যায়।

আরো পড়ুন
লাকসামে পুলিশ সদস্যসহ ৫ জনকে কুপিয়ে জখম

লাকসামে পুলিশ সদস্যসহ ৫ জনকে কুপিয়ে জখম

 

খবর পেয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসীর প্রচেষ্টায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

লালপুর থানার ওসি নাজমুল হক জানান, নেশাগ্রস্থ আমিনুল ইসলামকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ