নতুন সংসার শুরুর ইঙ্গিত মাহিয়া মাহির

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
নতুন সংসার শুরুর ইঙ্গিত মাহিয়া মাহির
সংগৃহীত ছবি

বিচ্ছেদের পর সন্তানকে নিয়ে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সময় কাটাচ্ছেন বন্ধু-বান্ধবী আর প্রিয়জনদের সঙ্গে। নানা মুহূর্তই তিনি ভক্তদের সঙ্গে শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

সম্প্রতি একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন এই নায়িকা।

যেখানে মাহিয়া মাহি লিখেছেন, ‘খুব সুন্দর একটা সংসার গোছাবো ঠিকাছে...!’

তিনি লিখেন, ‘কখনো লবণ কম, কখনো বেশি, কখনো ভাত গলে গিয়ে যাউ হতে হতে একদিন খুব মজার রান্না করতে শিখে যাবো তোমার জন্য।’

No photo description available.

এর পর মাহি লিখেছেন, ‘কফি খেতে খেতে কিংবা গাড়িতে কোনো লং জার্নিতে আমরা অন্য সব বোরিং কাপল গুলোর মতো ফেসবুক স্ক্রলিং করবোনা, বরং আমরা তুমুল গল্প করবো, হাসবো, হাসাবো। খুব সুন্দর একটা সংসার গুছাবো আমরা।’

সবশেষে তিনি লেখেন, ‘সিনেমার নায়ক নায়িকাদের মতো ভালোবাসা না থাকুক, প্রচন্ড মায়া যেনো থাকে সেখানে।

যে মায়াতে আমার ভেজা চোখ তোমার ভেতরটা দুমড়ে মুচড়ে দিবে...। যে মায়া আমাদের মৃত্যু অব্দি একসঙ্গে রাখবে।’

এর আগে ২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি। চার বছরের মাথায় ২০২০ সালে বিবাহবার্ষিকীর কয়েক দিন আগে অপুর সঙ্গে বিচ্ছেদের কথা জানান তিনি।

এর পর ২০২১ সালে রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবকে বিয়ে করেন মাহি। সেই সংসারও টেকেনি। গেল বছরের ফেব্রুয়ারিতে হঠাৎই এক ভিডিও বার্তায় রকিবের নিজের বিচ্ছেদের খবর জানান মাহি।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

প্রেম-বিয়ে ও স্ত্রীকে নিয়ে ‘বিবৃতি’ দিলেন কনটেন্ট ক্রিয়েটর সিয়াম

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
প্রেম-বিয়ে ও স্ত্রীকে নিয়ে ‘বিবৃতি’ দিলেন কনটেন্ট ক্রিয়েটর সিয়াম
ছবি : ফেসবুক থেকে সংগৃহীত

বিয়ের কনফারমেশনটি আগেই দিয়েছিলন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সাইফুদ্দিন সিয়াম। এবার জানালেন ‘কীভাবে পরিচয়, কীভাবে বিয়ে’ তার অফিশিয়াল স্টেটমেন্ট।

গত ৫ এপ্রিল সন্ধ্যায় ফেসবুক পোস্টে বিয়ের খবর জানিয়েছিলেন এসপি ক্রিয়েশনের কর্ণধার সাইফুদ্দিন সিয়াম। স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘স্কুলের বন্ধুদের না জানিয়ে তাদের বান্ধবী কে বিয়ে করে ফেললাম।

তবে ভক্তরা তার স্ত্রীর পরিচয় বা কিভাবে পরিচয় এসব বিষয়ে জানতে চান। তাদের জন্য আজ বুধবার ‘এসপি ক্রিয়েশন’ পেজে অফিশিয়াল বিবৃতি দিয়েছেন সিয়াম।

তিনি বলেন, ‘ভাই দেখেন আমরা একই স্কুলে পড়তাম কিন্তু আমাদের মাঝে প্রেম ছিল না, এমনকি আমরা প্রেম করেও বিয়ে পর্যন্ত আগাই নাই, স্কুলে থাকতে এই মেয়েটার পছন্দ ছিলো অন্য পোলাপান, ওই লিস্টে তখন আমি ছিলাম না। কিন্তু আমি মাঝে মাঝে তার বারান্দার সামনে দাঁড়াইতাম একটু পাত্তা পাওয়ার জন্যে কিন্তু তবুও লাভ হয়ে উঠে নাই।

সিয়াম তার পোস্টে আরো বলেন, ‘তারপর আমিও আমার প্রেম নিয়ে ব্যস্ত হয়ে পরি, যেই প্রেমের কারণে SP-এর উৎপত্তি। দীর্ঘ ১০ ১২ বছর পর এই রোজায় হঠাৎ এই মানুষটার কথা মনে পড়ে, কিন্তু হঠাৎ কেনো মনে পড়লো তা আমার জানা নাই। আমি ভাবলাম মেয়েটা কি বিয়ে করে ফেললো কিনা। পরে খোঁজ নিয়ে জানলাম করে নাই, মেয়েটার আইডিটাও আমার কাছে ছিল না তখন, আমি আরেক বান্ধবী এর কাছ থেকে প্রোফাইল লিংক নিয়ে প্রথম মেসেজ করলাম এভাবে Are you in a relationship? please say no!!’

তিনি আরো বলেন, ‘এরপর দুই সপ্তাহ এর মধ্যেই যা হবার হয়ে যায়।

খুব তাড়াতাড়ি এবং পরিবারের মতামত ছাড়া আমার আগানোর ইচ্ছা ছিল না। 
মেয়েটার অতীত বর্তমান যেভাবে গ্রহণ করেছি আমি, মেয়েটিও আমার বিষয়গুলো বুঝার চেষ্টা করেছে। মনের মিল হওয়ায় খুব একটা দেরি করিনি।’

সব শেষে সবার দোয়া চেয়ে সিয়াম লিখেছেন, ‘এখন দেখেন যেটা ভালো মনে করেন, পারলে আপনারা দোয়া কইরেন, যাতে ভালোভাবেই যায় সামনের দিনগুলো।’

স্ত্রীর ইচ্ছায় অন্য মেয়েদের সঙ্গে ভিডিও তৈরির কমিয়ে দিবেন জানিয়ে লিখেছেন, মেয়েটার একটাই দুঃখ আমি কেন অন্য মেয়েদের নিয়ে ভিডিও বানাই।

তারে বলছি আস্তে ধীরে কমিয়ে দিব। আর এই পোস্ট দেখার পর মেয়েটা এসে বলবে আমাকে অনেক কালো লাগতেছে.. আরেকটু সাদা করা গেলো না?

মন্তব্য

সৌমিত্রের ছেড়ে দেওয়া যে ছবি করে তারকা বনে যান অমিতাভ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
সৌমিত্রের ছেড়ে দেওয়া যে ছবি করে তারকা বনে যান অমিতাভ

বাংলা ছবিকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া সত্ত্বেও বলিউডে পা রাখেননি কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। বহু হিন্দি ছবির প্রস্তাব ফিরিয়েছিলেন তিনি। এই তালিকায় অন্যতম হৃষিকেশ মুখোপাধ্যায়ের পরিচালিত ছবি ‘আনন্দ’। যে ছবিটি রাতারাতি তারকাখ্যাতি এনে দিয়েছিল অমিতাভ বচ্চনকে।

বলতে গেলে, সৌমিত্রের ছেড়ে এ সিনেমা দিয়েই নিজের পায়ের তলার মাটি শক্ত করেন অমিতাভ। এরপর আর ফিরে তাকাতে হয়নি তাকে। 

আরো পড়ুন
জামাই ভেঙে দিল বড় ছেলের ৮ বছরের রেকর্ড

জামাই ভেঙে দিল বড় ছেলের ৮ বছরের রেকর্ড

 

সত্তরের দশকের কথা। পরিচালক হৃষিকেশ মুখোপাধ্যায় লিখে ফেলেছেন ‘আনন্দ’ ছবির চিত্রনাট্য।

এবার শুধু নায়ক খোঁজার পালা। হৃষিকেশ মুখোপাধ্যায় ঠিক করলেন রাজেশ খান্না আর সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়েই ছবিটা তৈরি করবেন। সেই অনুযায়ী, চিত্রনাট্য পাঠালেন রাজেশ ও সৌমিত্রর কাছে। চিত্রনাট্য পড়েই রাজি হয়ে যান রাজেশ।
তবে একটু সময় চাইলেন সৌমিত্র।

আরো পড়ুন
৭ দিনে আয়ের রেকর্ড বরবাদের!

৭ দিনে আয়ের রেকর্ড বরবাদের!

 

সৌমিত্রকে বলিউডে নিয়ে আসবেন নিজের হাতে, এমনটাই ভেবে রেখেছিলেন হৃষিকেশ মুখোপাধ্য়ায়। কিন্তু ভাবনার সঙ্গে মিলল না কাজ। কিছুদিন সময় নেওয়ার পরও সৌমিত্র স্পষ্ট না করে দেন হৃষিকেশকে। অন্যান্য বাংলা ছবির সঙ্গে প্রতিশ্রতিবদ্ধ থাকার জন্যই আনন্দ ছেড়েছিলেন সৌমিত্র।

তবে আপসোসও হয়েছিল তাঁর, কেননা ছবির গল্প ও চিত্রনাট্য খুবই পছন্দ হয়েছিল সৌমিত্রর। তবে শোনা যায়, রাজেশ খান্নার সঙ্গে একই ছবিতে নাকি সহ-অভিনেতা হতে চাননি সৌমিত্র। আনন্দ ছাড়ার পিছনে নাকি এই কারণও ছিল।

সৌমিত্রের সেই ছেড়ে দেওয়া রোল যায় অমিতাভ বচ্চনের কাছে। তখন তিনি বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করার লড়াই করছেন। তাই ছবির প্রস্তাব লুফে নেন অমিতাভ। কারণ বিপরীতে রয়েছেন রাজেশ খান্না, তৎকালীন সুপারস্টার। এ সুযোগ হাতছাড়া করতে চাননি বিগ বি।

আরো পড়ুন
দ্বিগুন বাড়ল জংলির শো

দ্বিগুন বাড়ল জংলির শো

 

১৯৭১ সালে মুক্তি পায় হৃষিকেশ মুখোপাধ্যায়ের ‘আনন্দ’। ইতিহাস সৃষ্টি করে এই ছবি। রাজেশ ও অমিতাভের জুটি প্রশংসিতও হয়। পুরস্কৃতও হয় দুজনে। আর এই ছবি থেকেই অমিতাভের কপাল ঘুরে যায়। বলিউডে তিনি পেতে থাকেন একের পর এক বিগ বাজেট সিনেমার অফার। 

‘আনন্দ’ ছবির মুক্তির পর হৃষিকেশ মুখোপাধ্যায় এক সাক্ষাৎকারে বলেছিলেন, প্রথমে রাজ কাপুর ও উত্তম কুমারকে নিয়ে আনন্দ তৈরি করার কথা ভেবেছিলাম। তখন এই ছবির নাম ছিল ‘আনন্দ সংবাদ’।

শোনা যায়, পরবর্তীতে ‘আনন্দ’ দেখেছিলেন সৌমিত্র। ছবিটি দেখে আফসোসও করেছিলেন। তবে ডাক্তার ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অমিতাভের অভিনয় দেখে প্রশংসাও করেছিলেন তিনি। সৌমিত্র বলিউডের আর যে দুটি ছবি ছেড়েছিলেন তা হল ‘কলিযুগ’ এবং ‘পিঙ্ক’। মজার বিষয় হচ্ছে ‘পিঙ্ক’ সিনেমাটিতেও মুল ভূমিকায় ছিলেন অমিতাভ বচ্চন। এতে বিচারকের ভূমিকায় প্রস্তাব দেওয়া হয়েছিল সৌমিত্রকে। তবে এটিও করা হয়নি তার। 

মন্তব্য

‘সুচিত্রা সেন’ হবেন পায়েল

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
‘সুচিত্রা সেন’ হবেন পায়েল
সংগৃহীত ছবি

বাংলা চলচ্চিত্রের মহানায়িকা বলা হয় সুচিত্রা সেনকে। এবার তার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী পায়েল সরকারকে। না কোনো সিনেমায় নয়, নাটকে। 

আগামী ১৩ এপ্রিল কলকাতার অ্যাকাডেমি অফ ফাইন আর্টস-এ মঞ্চস্থ হবে নাটক ‘সপ্তপদী’।

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘সপ্তপদী’ নাটকটা এবারে সাজিয়েছেন উজ্জ্বল চট্টোপাধ্যায়। এখানে লক্ষণীয় অধিকাংশ বাংলা ছবিতে যখন দর্শক ভিড় হচ্ছে না, তখন বাংলায় এমন অনেক নাটক তৈরি হচ্ছে, যেখানে প্রেক্ষাগৃহে একটা আসনও ফাঁকা থাকছে না।

এই পদক্ষেপ নিয়ে উচ্ছ্বসিত পায়েল সরকার বলেন, আমি চিত্রনাট্য পড়ে কোনো ছবি করলে মেকিং নিয়ে যে খুব আশাহত হয়েছি এমন নয়। তবে ছবির প্রচার ও ডিস্ট্রিবিউশন নিয়ে আশাহত হয়েছি, তবে সেটা অনেক কিছু বিষয়ের উপর নির্ভর করে।

জানা গেছে, ‘সপ্তপদী’ নাটকে পায়েলের বিপরীতে থাকছেন দীপ। পায়েল যদি সুচিত্রা সেন হন, তা হলে তার উত্তম কুমার হচ্ছেন দীপ। দোলন রায়, দুলাল লাহিড়ীর মতো আরো বেশ কিছু অভিনেতা-অভিনেত্রীদের দেখা যাবে এই নাটকে।

মন্তব্য

আমার হারানোর কিছু নেই : নুসরাত ভারুচা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
আমার হারানোর কিছু নেই : নুসরাত ভারুচা
নুসরাত ভারুচা

বলিউডে যে বিষয়গুলি নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয়, তার মধ্যে স্বজনপোষণ অন্যতম। একাধিক অভিনেতা ও অভিনেত্রীরা এই প্রসঙ্গে আগে মুখ খুলেছেন। অনেকের অভিযোগ, বলিউডে স্বজনপ্রীতির কারণে বহিরাগতদের মেধার মুল্যায়ন হয় না। তবে অভিনেত্রী নুসরাত ভারুচার মতামত ভিন্ন।

তার মতে, তারকাসন্তানদের সুযোগ যেমন বেশি, চাপও তেমন বেশি। সেই তুলনায় তিনি নির্ভার। চাপমুক্ত। 

সম্প্রতি নিউজ ১৮-কে দেওয়া সাক্ষাৎকার নুসরাত বলেন, ‘অবশ্যই তারকা সন্তান হলে তাঁদের কাছে অনেক বেশি সুযোগ আসে।

কিন্তু বহিরাগতদের থেকে তাঁদের অনেক বেশি চাপ এবং তুলনার সম্মুখীন হতে হয়। যারা বহিরাগত হন, তাদের কিন্তু কোনও সময় তুলনার সম্মুখীন হতে হয় না।’

আরো পড়ুন
জামাই ভেঙে দিল বড় ছেলের ৮ বছরের রেকর্ড

জামাই ভেঙে দিল বড় ছেলের ৮ বছরের রেকর্ড

 

বলিউডে স্বজনপ্রীতি নিয়ে নুসরাত বলেন, ‘স্বজনপোষণ নিয়ে সবসময় কথা বলা হয় কিন্তু আমার মনে হয় তারকা সন্তানদের অনেক বেশি চাপে থাকতে হয় নিজেদের প্রমাণ করার জন্য। আমার বাবা মা যদি বিখ্যাত হতেন, তাহলে আমি ভীষণ চাপে থাকতাম।

কিন্তু আমার কোনও ভয় নেই কারণ আমার হারানোর কিছু নেই। আমি উত্তরাধিকার বহন করার চাপ বহন করি না।’

আরো পড়ুন
৭ দিনে আয়ের রেকর্ড বরবাদের!

৭ দিনে আয়ের রেকর্ড বরবাদের!

 

নোপোকিডদের মধ্যেও মেধাবী অভিনেতা-অভিনেত্রী রয়েছে যারা আজ বলিউডে নিজ গুনে প্রতিষ্ঠিত। তাদের প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘শুধু সুযোগ পেলেই হয় না, মানুষ প্রতিভার ভক্ত। তারকা সন্তান হওয়া সত্ত্বেও কেউ যদি ভালো অভিনয় না করেন, তাদের সিনেমা কিন্তু মানুষ দেখবেন না।

তবে আমি মনে করি আলিয়া, রণবীরের মতো এমন অনেক তারকা সন্তান রয়েছেন যারা সত্যি প্রতিভাবান। আমি এই প্রতিভার কদর করি।’

নুসরাতকে সামনে দেখা যাবে বিশাল ফুরিয়া পরিচালিত ভৌতিক চলচ্চিত্র ‘ছোরি ২’-তে। এটি ২০২১ সালের ছোরি’র সিক্যুয়াল। এতে ‍নুসরাতের বিপরীতে সোহা আলী খান রয়েছেন খল চরিত্রে। আগামী ১১ এপ্রিল অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি।

মন্তব্য

সর্বশেষ সংবাদ