বিয়ের কনফারমেশনটি আগেই দিয়েছিলন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সাইফুদ্দিন সিয়াম। এবার জানালেন ‘কীভাবে পরিচয়, কীভাবে বিয়ে’ তার অফিশিয়াল স্টেটমেন্ট।
গত ৫ এপ্রিল সন্ধ্যায় ফেসবুক পোস্টে বিয়ের খবর জানিয়েছিলেন এসপি ক্রিয়েশনের কর্ণধার সাইফুদ্দিন সিয়াম। স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘স্কুলের বন্ধুদের না জানিয়ে তাদের বান্ধবী কে বিয়ে করে ফেললাম।
’
তবে ভক্তরা তার স্ত্রীর পরিচয় বা কিভাবে পরিচয় এসব বিষয়ে জানতে চান। তাদের জন্য আজ বুধবার ‘এসপি ক্রিয়েশন’ পেজে অফিশিয়াল বিবৃতি দিয়েছেন সিয়াম।
তিনি বলেন, ‘ভাই দেখেন আমরা একই স্কুলে পড়তাম কিন্তু আমাদের মাঝে প্রেম ছিল না, এমনকি আমরা প্রেম করেও বিয়ে পর্যন্ত আগাই নাই, স্কুলে থাকতে এই মেয়েটার পছন্দ ছিলো অন্য পোলাপান, ওই লিস্টে তখন আমি ছিলাম না। কিন্তু আমি মাঝে মাঝে তার বারান্দার সামনে দাঁড়াইতাম একটু পাত্তা পাওয়ার জন্যে কিন্তু তবুও লাভ হয়ে উঠে নাই।
’
সিয়াম তার পোস্টে আরো বলেন, ‘তারপর আমিও আমার প্রেম নিয়ে ব্যস্ত হয়ে পরি, যেই প্রেমের কারণে SP-এর উৎপত্তি। দীর্ঘ ১০ ১২ বছর পর এই রোজায় হঠাৎ এই মানুষটার কথা মনে পড়ে, কিন্তু হঠাৎ কেনো মনে পড়লো তা আমার জানা নাই। আমি ভাবলাম মেয়েটা কি বিয়ে করে ফেললো কিনা। পরে খোঁজ নিয়ে জানলাম করে নাই, মেয়েটার আইডিটাও আমার কাছে ছিল না তখন, আমি আরেক বান্ধবী এর কাছ থেকে প্রোফাইল লিংক নিয়ে প্রথম মেসেজ করলাম এভাবে Are you in a relationship? please say no!!’
তিনি আরো বলেন, ‘এরপর দুই সপ্তাহ এর মধ্যেই যা হবার হয়ে যায়।
খুব তাড়াতাড়ি এবং পরিবারের মতামত ছাড়া আমার আগানোর ইচ্ছা ছিল না।
মেয়েটার অতীত বর্তমান যেভাবে গ্রহণ করেছি আমি, মেয়েটিও আমার বিষয়গুলো বুঝার চেষ্টা করেছে। মনের মিল হওয়ায় খুব একটা দেরি করিনি।’
সব শেষে সবার দোয়া চেয়ে সিয়াম লিখেছেন, ‘এখন দেখেন যেটা ভালো মনে করেন, পারলে আপনারা দোয়া কইরেন, যাতে ভালোভাবেই যায় সামনের দিনগুলো।’
স্ত্রীর ইচ্ছায় অন্য মেয়েদের সঙ্গে ভিডিও তৈরির কমিয়ে দিবেন জানিয়ে লিখেছেন, মেয়েটার একটাই দুঃখ আমি কেন অন্য মেয়েদের নিয়ে ভিডিও বানাই।
তারে বলছি আস্তে ধীরে কমিয়ে দিব। আর এই পোস্ট দেখার পর মেয়েটা এসে বলবে আমাকে অনেক কালো লাগতেছে.. আরেকটু সাদা করা গেলো না?